Sort:  
 12 days ago 

বাহ ভাইয়া আপনি তো দেখছি বিভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে ঝল মলে কতগুলো তারার অরিগামি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করলেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানানো হয় হোক না কেন দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি হয় সেটা দক্ষ ভাবে বানানো। আপনার অরিগ্ৰামি তারাগুলো দেখে বোঝা যাচ্ছে অনেক দক্ষতার সাথে প্রতিটা ভাজে ভাজে তারাগুলো সুন্দর করে বানিয়েছেন।

 9 days ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে আমি অনেক পছন্দ করি। আর এত সুন্দর অরিগ্যামি তৈরি করতে পেরে খুব ভালো লেগেছে।