প্রিয় মানুষদের সঙ্গে হঠাৎ শপিং করার অনুভূতি।
শুভ রাত্রি ..🌃
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় মানুষদের সঙ্গে হঠাৎ শপিং করার অনুভূতি মূলক পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গত সপ্তাহে আমার অফিস কলিগ সোহাগ ও সুভন ভাইয়ের সঙ্গে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। তবে পূর্ব থেকে আমাদের কোন পরিকল্পনা ছিল না। গত সপ্তাহে সোহাগ ভাইয়ের সঙ্গে আমার ডিউটি পড়েছিল। ডিউটি শেষ করে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম। তখন হঠাৎ করে আমাদের অতি কাছের বন্ধু সুভন ভাই আমাদের সঙ্গে আড্ডায় যুক্ত হয়। আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছি। কাছের মানুষের সঙ্গে আড্ডা দিলে সময় কিভাবে চলে গিয়েছে বুঝতেই পারিনি। তখন সুভন ভাই বলে উঠলো আমার কিছু শপিং করতে হবে। যেহেতু আমরা তিন জন এক সঙ্গে ছিলাম, তাই সবাই মিলে চলে গেলাম মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজায়। সেখানে ভালো মানের কোয়ালিটি ফুল প্যান্ট এবং টি-শার্ট পাওয়া যায়। সব চাইতে মজার বিষয় সেখানে একটি দোকান হলো সোহাগ ভাইয়ের পরিচিত। তাই সোজা সেখানে চলে গেলাম।
দোকানের ভিতর প্রবেশ করে প্রথমেই আমরা কিছু শার্ট এবং প্যান্ট দেখতে ছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো সুভন ভাইয়ের কিছুতেই কোন কিছু পছন্দ হচ্ছিল না। তারপর আমরা ডিসপ্লেতে রাখা কিছু টি-শার্ট এবং প্যান্ট আবারোও দেখতে লাগলাম। যেহেতু সোহাগ ভাইয়ের পরিচিত দোকান ছিল তাই আমরা মামাকে অনেক কষ্ট দিয়েছি ভালো প্রোডাক্ট গুলো আমাদের মাঝে দেখানোর জন্য।
অবশেষে সুভন ভাই ভালো ও কোয়ালিটিফুল দুটি প্যান্ট পছন্দ করেছেন। দুটি প্যান্ট দেখতে খুবই সুন্দর ছিল। সুভন ভাই তখন প্যান্ট গুলোকে প্যাকেট করে দিতে বললেন। কিন্তু মজার বিষয় হলো সুভন ভাইয়ের প্যান্ট কিনা দেখে আমাদেরও কিছু কেনার আগ্রহ বেড়ে যায়। তখন আমি এবং সোহাগ ভাই আরও বেশ কিছু প্যান্ট এবং শার্ট দেখতে লাগলাম। কিন্তু শার্ট কিছুতেই পছন্দ হলো না।
আমরা অল্প সময়ের ভিতর দুটি প্যান্ট পছন্দ করি। সোহাগ ভাই একটি এবং আমি একটি নিয়ে নিলাম। সোহাগ ভাই প্যান্ট কিনে অনেক খুশি। সোহাগ ভাইয়ের মূল কারণ হলো সুমন ভাইয়ের সঙ্গে শপিং মলে ঘুরতে যাওয়া। কোন কিছু কেনা আমাদের নিয়ত ছিল না। তাই সোহাগ ভাই প্রাণ খুলে হেঁসে দিয়েছিল। আমি তখন সেই মুহূর্তে কোন রকম একটি ফটোগ্রাফি করেছিলাম। যাইহোক ঘুরতে এসে সবাই কিছু কেনাকাটা করেছি। সে সঙ্গে আমরা অনেক এনজয় করেছি। কেনাকাটা করতে গিয়ে রাত অনেক হয়ে যায়।তখন আমরা সকলেই বাসা দিকে রওনা করি। সত্যি কথা বলতে গেলে প্রিয় মানুষ এবং বন্ধুদের সঙ্গে হঠাৎ শপিং করার অনুভূতি বলে বোঝানোর মতো নয়। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
বিভাগ | লাইফ স্টাইল। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | প্রিয় মানুষদের সঙ্গে হঠাৎ শপিং করার অনুভূতি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1854172994568167768?t=YAyZSRSikKIttar63t0Rng&s=19
প্রিয় মানুষের সাথে শপিং করা সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই। আপনার এ কেনাকাটার মুহূর্তটা দেখে বেশ ভালো লাগলো। মাঝেমধ্যে এভাবে যদি প্রিয় মানুষের সাথে কেনাকাটা করতে দেওয়া যায় তাহলে হয়তো অন্য রকম ভালোলাগা থাকে মনের মধ্যে। আশা করি সে অনুভূতি ছিল আপনাদের।
জি আপু, আপনি ঠিক বলছেন কেনাকাটা করার মুহূর্ত খুব ভালো লেগেছিল। আপনার গুছানো কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।
বন্ধুদের সঙ্গে শপিং করতে খুব ভালো লাগে ভাই। সব সময় এই সুযোগ জোটে না। আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন। প্যান্টও কিনেছেন। কাজের মধ্যে থাকতে থাকতে এমন রিফ্রেশমেন্ট অনেক এনার্জি এনে দেয়। অনেক ধন্যবাদ এমন পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে, আমার পোস্ট ভিজিট করে যুক্তি যুক্ত মন্তব্য করার জন্য।