আমার তোলা ফুলের ফটোগ্রাফি।
শুভ বিকাল 🌇
আজ ২২ ই মার্চ,
রোজ শনিবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
![]() |
|---|
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে। চলুন তাহলে শুরু করি।
ফুলের ফটোগ্রাফি করতে আমি ভীষণ ভালোবাসি। আমার নজরে যেখানে আমি ফুল দেখতে পাই কাছে গিয়ে সৌন্দর্য উপভোগ করি। তাছাড়াও ফোন ক্যামেরা দ্বারা চেষ্টা করি সুন্দর করে ফটোগ্রাফি করার জন্য। আমি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট করি। এক সপ্তাহ ধরে আমার অনেক ফটোগ্রাফি করা হয়। সেগুলো সামান্য এডিট করে বৈশিষ্ট্য ও বর্ণনা আপনাদের মাঝে শেয়ার করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের অনুপ্রেরণা ও উৎসাহ মূলক কমেন্ট আমাকে প্রতিনিয়তই কাজের প্রতি পেষণা যোগায়। তাছাড়া রমজান মাস ঈদুল ফিতরকে সামনে রেখে খুবই ব্যস্ত সময় পার করছি। কিছুদিন পর হয়তো ব্যস্তময় সময় থেকে রেহাই পাব। যাইহোক তারপরও চেষ্টা করেছি কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে। তবে এবারের ফটোগ্রাফি ফুল নিয়ে করা। আশাকরি আমার পোস্ট ভিজিট করে আপনাদের সকলের কাছে ভীষণ ভালো লাগবে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
প্রথমেই দেখতে পাচ্ছেন নয়নতারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে সাদা রঙের নয়নতারা ফুল গুলো সকলের দৃষ্টি আকর্ষণ করে। সাদা রংয়ের ছোট পাপড়ী গুলো সুন্দর্যের মাত্রা বৃদ্ধি করে দেয়। গত দুই দিন যাবৎ হালকা বৃষ্টি পড়তেছে। তাই বৃষ্টির পানি ফুলের পাপড়ি এবং পাতায় লেগে থাকায় ফুলগুলো দেখতে অনেক সতেজ ছিল। আমি চেষ্টা করেছি সতেজ অবস্থায় ফুলের ফটোগ্রাফিটি করার জন্য। তাই খুব সকালে অফিস যাওয়ার পথে রাস্তার পাশ থেকে এই ফুলের ফটোগ্রাফিটি করেছিলাম।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
ছবিতে দেখতে পাচ্ছেন রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গল ফুল সকলের পছন্দ। লাল রঙের রঙ্গন ফুল আমার কাছেও ভীষণ ভালো লাগে। তবে বর্তমান সময়ে রঙ্গন ফুলগুলো তেমন বেশি দেখা যায় না। ছোট এবং লম্বা পাপড়ী গুলো গুচ্ছ অবস্থায় থাকে। তাই দেখতে আরও বেশি ভালো লাগে। তবে রঙ্গন ফুলের সুবাস সকলের মন জড়িয়ে যাওয়ার মতো। রাস্তার পাশে একটি বাগানের সামনে এই রঙ্গন ফুল গাছটি দেখতে পাই। দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে, সেই ভালোলাগা থেকে আমি ফটোগ্রাফি করেছিলাম।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন রক্ত জবা ফুলের ফটোগ্রাফি। তবে মাঝখানে গর্ভকেশর না থাকায় চিনতে অনেক কষ্ট হয়েছিল। আমি মাঝেমধ্যেই ফুলের নাম ভুলে যাই। তখন গুগল সার্চ করে খুব সহজে ফুলের নাম জানতে পারি। ফুলের ফটোগ্রাফি সকলের ভীষণ পছন্দ। ফুল ভালোবাসা না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। লাল পাপড়ি বিশিষ্ট রক্ত জবা ফুলটি গ্যাস পাম্প থেকে সংগ্রহ করেছিলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশাকরি ফুলের ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লাগবে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি।ডায়ান্থাস ফুলের সৌন্দর্য বলে বোঝানোর মত নয়। নার্সারিতে গেলে এই ধরনের ফুল গুলো বেশি দেখা যায়। গুল্ম জাতীয় উদ্ভিদ হিসেবে ডায়ান্থাস ফুল গাছ আমার কাছে ভীষণ ভালো লাগে। একটি গাছে অনেকগুলো ফুল ফোঁটে, তাই দেখতে ভীষণ ভালো লাগে। গোলাপি রঙের ডায়ান্থাস ফুলের পাপড়ি গুলো প্রথম দেখাতে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। গত সপ্তাহে নার্সারিতে ঘুরতে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। মাইকের মতো ফুলগুলো দেখতে, অপরূপ সৌন্দর্য বিরাজ করে। এই ফুলগুলো বাড়িতে রোপন করলে দেখতে ভীষণ ভালো লাগে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ফুলগুলো রোপন করা হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য। বর্তমান সময়ে পিটুনিয়া ফুল গুলো খুবই জনপ্রিয়। অফিসের কাজে সকালে গ্যাস পাম্পে গিয়ে এই ফুল দেখতে পাই। দেখা মাত্রই ফটোগ্রাফি করে নিয়েছিলাম। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
| বিভাগ | ফটোগ্রাফি। |
|---|---|
| ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
| বিষয় | আমার তোলা ফুলের ফটোগ্রাফি। |
| লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @nazmul01. |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
|---|










.gif)







https://x.com/nazmulhasanbd01/status/1903271634766565801?t=Te_Dds0n_fSmNgGco_-pzA&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1903359945472676051?t=UGchoyg9JdpUvtX5x5-t2g&s=19
X-Promotion
ফুলগুলো অনেক সুন্দর। দেখতে ভালো লাগলো। আপনি সুন্দর করে সমস্ত ফুলের ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো নজর কাড়ানো হয়েছে। বেশ কয়েক রকমের ফুল থাকায় বেশি ভালো লেগেছে আমার।
আপনার তোলা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে দেখতে। তবে আমার কাছে বেশি ভালো লেগেছে রক্ত জবা এবং ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি। অনেক সুন্দর লাগছে ফুল গুলো দেখতে অনেক ধন্যবাদ।
ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়। দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। নয়ন তারা ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগছে। তাছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়েছে।
এখানে থাকা প্রতিটা ফুল দেখতে অনেক সুন্দর লাগছে। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে সবগুলো ফুলের ফটোগ্রাফি দেখতে। কোন ফুলটা রেখে কোনটার পছন্দ বেশি করবো বুঝতেই পারছিনা। এক কথায় আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি মুগ্ধ হওয়ার মতো ছিল। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো।