স্বরচিত কবিতা // "শীতের উষ্ণতা"।
শুভ দুপুর....!🌅
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম স্বরচিত কবিতা পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
দেখতে দেখতে চলে আসলো শীত আমাদের মাঝে। কিছুদিন আগেও আমরা প্রচন্ড গরমে অস্থির হয়ে পড়ছি। শীতের উষ্ণতা আমাদের শরীরকে শীতল করে তোলে। সকাল বেলা ঘন কুয়াশার মাঝে কোন কিছু দেখা যায় না। রাত্রি বেলা ঘুমানোর সময় মোটা চাদর ও গরম কাপড় পরিধান করা ছাড়া কোন উপায় নেই। চারিদিকে ঘন কুয়াশা, তাই অল্প একটু রোদের আশায় ছোটাছুটি করি এদিক থেকে ওদিকে। জমে যায় রকমারি রসের পিঠা। প্রতিটি খেঁজুর গাছে মাটির হাঁড়ি দেখতে পাওয়া যায়। সেই রস দিয়ে বিভিন্ন রকমের নকঁশী পিঠা তৈরি করা হয়। শীতকাল আমাদের মাঝে আগাম বার্তা নিয়ে চলে আসছে। তাই শীতের উষ্ণতা নিয়ে আজকে আমি ছন্দ মিলিয়ে আরও একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপনা করেছি।আমি শীতের উষ্ণতা ও আবেগ ময় স্মৃতি কবিতার মাঝে প্রকাশ করেছি। "শীতের উষ্ণতা" কবিতার মাঝে আমি আমার মনোভাব ব্যক্ত করেছি। এবং কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করছি কবিতাটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।
দেখতে দেখতে চলে আসলো
শীতের সকাল বেলা,
শীতের উষ্ণতা ছড়িয়ে পড়ে
সকাল দুপুর বেলা।
ভোর সকালের শিশির গুলো
ছড়িয়ে পড়ে ঘাসে,
সূর্য্য মামা উঠার পর
চারিদিকে উষ্ণতা বিরাজ করে।
শীতকালে পাখিদের নেই ডাকাডাকি
রাতে ঘুমানোর সময় মোটা চাদর খুঁজি,
খেজুর গাছে মোটা হাঁড়ি
জমে সেথায় রসের তাড়ি।
রসের পিঠা বহু মজা
জমে যায় আড্ডায়,
সবাই মিলে একসাথে
মন ভরে যায় সকালের নাস্তায়,
সাদা কুয়াশা মাজে
শীতের সকাল সাজে,
অল্প একটু রোদের আশায়
ছুটে যাই প্রকৃতির মাঝে।
গাছপালা নদীনালা সবকিছু থেমে
ঘন কুয়াশায় রাস্তা থাকে ভিজে,
কৃষকের পাকা ধান চলে আসে ঘরে
শীতকাল মনেই খুশি খুশি লাগে।
এ ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার স্বরচিত কবিতা "শীতের উষ্ণতা" আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | স্বরচিত কবিতা। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | স্বরচিত কবিতা (শীতের উষ্ণতা)। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
লেখক | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
আসলেই ভাই দেখতে দেখতে শীত অনেক কাছে চলে এসেছে। শীতের সকাল অনেক সুন্দর লাগে আমার কাছে। আপনার স্বরচিত শীতের উষ্ণতা কবিতাটি অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আমার কবিতা পড়ে প্রশংসা মূলক কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
https://x.com/nazmulhasanbd01/status/1852945300635488543?t=p-z1-zr75sFO2iX_x6Th3w&s=19
আপনার স্বরচিত কবিতা শীতের উষ্ণতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।
শীত নিয়ে সুন্দর একটি কবিতা লিখলেন ভাই। কিন্তু শীত কই? গরমে যে পরান ওষ্ঠাগত হওয়ার জোগাড়। এখন অবধি এসি চালালে মনে হচ্ছে ভালো হবে। তবে আপনার কবিতাটি শীতের বেশ ফুরফুরে হাওয়া দিয়ে গেল। সবকিছু শীতের ঘটনা উল্লেখ করে এমন সুন্দর কবিতা উপহার দিলেন বলে ধন্যবাদ। শীত এলেই মনে পড়ে খেঁজুর রস। যদিও আমরা শহরাঞ্চলে সেরকম পাই না। কিন্তু গ্রামাঞ্চলে গিয়ে সংগ্রহ করার চেষ্টা করি।
আমাদের এখানে মুটামুটি রাতে এবং সকালে ভালো শীত লাগে। তাই নিজের অনুভূতির প্রকাশ করেছি কবিতার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে ভাই।
ঠিক বলেছেন ভাইয়া শীতের উষ্ণতা সকাল দুপুর বেলা ছড়িয়ে পড়ে।বিশেষ করে ভোর সকাল বেলায় উষ্ণতা ছড়িয়ে পরে ঘাসের উপরে।এর দৃশ্য গুলো দারুন লাগে।আপনার লেখা কবিতাটি পড়ে মুগ্ধ হলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার কবিতা পড়ে মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
কি বলেন ভাইয়া আপনাদের ওইখানে এত ঠান্ডা পড়ে গিয়েছে? আর আমাদের এখানেতো গরমই শেষ হচ্ছে না। দিনের বেলায় এখনো প্রচন্ড রকম গরম থাকে বাইরে। যাইহোক শীত নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে ভালো লাগলো।
জি আপু মোটামুটি শীত পড়ে গেছে। সকালে এবং রাত্রে প্রচন্ড কুয়াশা পড়ে। তাই আগাম শীত নিয়ে একটি কবিতা লিখেছি। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
বিভিন্ন রকম টপিক নিয়ে কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন। কবিতাটা যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল। আপনার লেখা আজকের এই কবিতা পড়ার সময় আমি তো কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম।
আমি চেষ্টা করেছি ছন্দ মিলিয়ে সাবলীল ভাষায় কবিতা লিখতে। আপনার কাছে ভালো লেগেছে যেনে খুশি হলাম, ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন।
শীতের উষ্ণতা এখন বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। আর আপনি সময় উপযোগী একটি কবিতা লিখে ফেলেছেন ভাই। আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লেগেছে। চমৎকার হয়েছে কবিতার লাইনগুলো। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আমাদের এদিকে এখনো গরম পড়ছে। ভোরের দিকে একটু শীত অনুভব হয়। যাই হোক, খুব সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। শীত ঋতুটা আমার খুবই পছন্দের। খুব সুন্দর ছন্দ সাজিয়ে কবিতার প্রত্যেকটা লাইন উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।