স্বরচিত কবিতা- রাস্তা ও মানুষ
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,
সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।
প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমি আপনাদের জন্য একটু কবিতা নিয়ে এলাম।
কবিতার বিষয়বস্তু কি তা তো আপনারা পড়লেই জেনে যাবেন৷ কিন্তু আজ হঠাৎ কবিতা কেন। কি করব, রাত বাড়লে বেশিরভাগ দিনই কবিতাই পায়। কিন্তু এখানে রোজ কবিতা পোস্ট করা যায় না৷ পোস্ট ভ্যারাইটি রাখতে হয়। তাই মাঝে মাঝে বা সপ্তাহে একটা করে কবিতা দিই।
আজ জানেন তো সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। আজকাল আমার যেন ব্যস্ততা শেষই হয় না। একটার পর একটা লেগেই আছে। মাঝে মাঝে সত্যিই সব কিছু ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। কোথাও একা। একেবারে একা।
মানুষ ভিড় চায়। কিন্তু আমি এক অদ্ভুত। আমি একাকীত্ব ভালোবাসি।
আজ থেকে কমিউনিটিতে পুস এর জন্য আমাদের কাজ করতে হবে। পোস্ট করার আগেই সেই সব করে ফেলেছি। বর্তমানে পুস আমাদের কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তাই আমাদের সমস্ত মন ওই দিকে দিয়েই কাজ সারতে হবে। জানি না ভুল ভ্রান্তি হল নাকি। প্রথমবার করলাম। ভুল হলে আশা করব আমাদের অ্যাডমিন মডারেটররা ধরিয়ে দেবেন৷
যাইহোক চলুন কবিতায় যাই।
রাস্তা ও মানুষ
------------------ নীলম সামন্ত
রাস্তায় এখন সকলেই সাপ—
হাজার হাজার লুকনো গর্তে ডিম পেড়েছিল একদিন,
দলে দলে বেরিয়ে আসছে
ওরা জেনে গেছে রাস্তায় বহুবছর ধরে যারা হেঁটেছে
কিংবা হাঁটার নাটক করেছে
তারা আজ আর নেই
অতয়েব বাসস্থান ফাঁকা
প্রকাশের অঙ্গভঙ্গিতে সামান্য রদবদল ঘটালেই
কামিনীর গন্ধ ছাপিয়ে যাবে ছাতিমকে
এই পর্যন্ত পড়ে আপনি যদি ভাবেন আমি মানুষকে সাপ বলেছি
কারণ সাপ বিষধর প্রাণী
তবে একেবারে সিদ্ধান্তে পৌঁছোনোর আগে
ভালো করে জেনে নেবেন পৃথিবীর সব থেকে নিরীহ প্রাণী হল সাপ
হিংস্র প্রাণী মশা
মানুষ এই দুটোর কোনটাই হতে পারে না
যদি রূপকের সাহায্য নিতেই হয় সেক্ষেত্রে মানুষকে বলা যায়
বাঁ হাতের কড়ে আঙুল—
ক্রমশ ছোট হতে হতে যখন শুধু কালোমাথাটুকু দেখা যাচ্ছে
তখন ফিরে দাঁড়ানোর তাগিদে
ভাঙা হাত, খোঁড়া হাত, বাঁকা হাত সহ জগতের প্রতিটা হাত জড়ো করে
ঢাক ঢোল বাজিয়ে
জায়গা চিনিয়ে দিচ্ছে
তাই মানুষ লোভের ফাঁদে জড়িয়ে মশা বা পাঙ্গশ মাছ হলেও
কখনও সাপ হতে পারে না।
তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। আবার আসব আগামীকাল অন্য কোন লেখা নিয়ে৷
টা টা

| পোস্টের ধরণ | ক্রিয়েটিভ রাইটিং |
|---|---|
| কলমওয়ালা | নীলম সামন্ত |
| মাধ্যম | স্যামসাং এফ৫৪ |
| লোকেশন | পুণে,মহারাষ্ট্র |
| ব্যবহৃত অ্যাপ | ক্যানভা, অনুলিপি |
১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে
~লেখক পরিচিতি~
আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিত গদ্য সিরিজ জোনাক সভ্যতা।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।










Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/neelamsama92551/status/1903159395472773633?t=lwbTxjfM5NtuK33GV9jlNQ&s=19
https://x.com/neelamsama92551/status/1903162564869230761?t=NkgYNbUO3xa0I00g-KirnA&s=19
https://x.com/neelamsama92551/status/1903163620713959816?t=dkPyrSliWu9I-0WX4UdFOQ&s=19
https://x.com/neelamsama92551/status/1903171503061078490?t=Dk_pKkkxFTXFBMo9_YyQ6w&s=19