আমার মেঘলা শহরে তুমি নীল আকাশ।(কবিতা আবৃত্তি)
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ-আমার মেঘলা শহরে তুমি নীল আকাশ ।আর আমি এই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।
আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

কবিতাটির নাম হচ্ছেঃ
আমার মেঘলা শহরে তুমি নীল আকাশ।
আবৃত্তিঃ-
@nevlu123
আজকে আবৃত্তি করার জন্য কবিতা খুঁজছিলাম হঠাৎ করে এই কবিতাটির কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে এই কবিতাটি শেয়ার করেছিলাম আর আজকে সেটা আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
আমার মেঘলা শহরে তুমি নীল আকাশ।
আমার থমকে যাওয়া জীবনের তুমি সুখের বাতাস।
আমার অন্ধকার জীবনের তুমি একমাত্র আলো।
তাইতো আমি তোমায় বেসেছি ভালো।
আমার ক্লান্ত জীবনের একরাশ সুখ তুমি। আমার চার দেয়ালের মাঝে সুখের কল্পনা তুমি।
আমার অশান্ত মনের সান্ত্বনা তুমি।
তাইতো তোমায় এত ভালোবাসি আমি।
আমার বাধা প্রাপ্ত জীবনের সফলতা তুমি।
আমার খুনসুটির মাঝে আনন্দ তুমি।
আমার অজানা শহরের দিশা তুমি।
তাইতো তোমার ভালোবাসায় মগ্ন আমি।
আমার দুঃখের ছায়ায় সুখের আভাস তুমি।
আমার উত্তপ্ত মরুভূমির শীতল ছায়া তুমি। আমার মৃত নদীতে জোয়ার ভাটা তুমি।
তাইতো তোমায় সব সময় হৃদয় মাঝে রাখি আমি।
আমার অবাস্তব জীবনে বাস্তবতা তুমি।
আমার মনের আকাশে মুক্ত ঘুড়ি তুমি।
আমার মনের বাগানে প্রস্ফুটিত ফুল তুমি।
তাইতো তোমায় সযতনে এত ভালবাসি আমি।
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিশদ বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| পোষ্ট | কবিতা আবৃত্তি |
| মডেল | M32 |
| ফটোগ্রাফার | @nevlu123 |
| সম্পাদনা | শুধু সেচুরেশন |
| অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
.png)




https://x.com/Nevlu123/status/1904039590505353531
https://x.com/Nevlu123/status/1904042446151114921
https://x.com/Nevlu123/status/1904067239810375779
https://x.com/Nevlu123/status/1904067436015727056
https://x.com/Nevlu123/status/1904068120505192541
নিজের কবিতা নিজে আবৃত্তি করার মাঝে অন্য রকম একটা ভালো লাগা কাজ করে, যেমন তুমি করেছো। কবিতাটি খুব চমৎকার এবং খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভালো থেকো।
https://x.com/Nevlu123/status/1904094658915156278
https://x.com/Nevlu123/status/1904094969083859269
https://x.com/Nevlu123/status/1904154204790505951
https://x.com/Nevlu123/status/1904168208753635598
https://x.com/Nevlu123/status/1904290279844348356