টাকা না থাকলে প্রিয় আর অপ্রিয় চেনা যায়।
আসসালামুআলাইকুম
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
পোষ্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
টাকা শব্দটা আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। কারণ আমাদের জীবন চলার ক্ষেত্রে টাকার প্রয়োজন হয়। টাকা ছাড়া জীবনের কোন দিকই কল্পনা করা যায় না। এইতো আমরা জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি শুধুমাত্র নিজেদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আর নিজেদের প্রত্যেকটা চাহিদা মেটানোর জন্য আমাদের টাকার প্রয়োজন হয়ে থাকে। টাকা ছাড়া বর্তমান সমাজে চলা অনেক বেশি কঠিন। একটা দিনও চলা অসম্ভব।
তবে সবচেয়ে বাস্তব একটা কথা হলো এই টাকা-ই এখন মানুষকে মূল্যায়ন করতে শেখায়।বিষয়টা এমন,যার টাকা আছে সে সমাজে অনেক বেশি উঁচু স্থানে অবস্থান করে।সেটা কিভাবে?এই যে ধরুন একজন মানুষ যার অনেক বেশি টাকা আছে, বৈধ বা অবৈধ ভাবেই উপার্জন করেছে।কিন্তু তাকে সম্মান দেয়ার মানুষের অভাব নেই।সে হোক অনেক খারাপ বা স্বার্থবাদী।কিন্তু তার কাছে টাকা আছে এটাই তো বড় বিষয়। সমাজের বাকি কিছু লোক তারা এই টাকাওয়ালা মানুষটার পিছনে ঘুরে যাতে তার কাছ থেকে কিছুটা হলেও পাওয়া যায়। আবার অনেক মানুষ আছে যারা খারাপ মানুষটার পিছনে লেগে থাকে নিজেদের স্বার্থের জন্য।
শুধুমাত্র যে লোকদের টাকা বেশি থাকে তারা সবাই কিন্তু খারাপ নয়। এমন অনেক লোক আছে যারা কঠোর পরিশ্রম করে নিজেকে একটা শক্ত অবস্থানে নিয়ে গিয়েছে। যার নিজের অবস্থানটা তৈরি করতে অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়েছে। কারণ সৎ পথে টাকা উপার্জন করতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। কিন্তু সেই মানুষটার যদি টাকা থাকে তখন তাকে অনেকেই মূল্যায়ন করে। তার কাছে টাকা আছে তাই অন্যান্য টাকাওয়ালা মানুষরা, তারাও তাকে মূল্যায়ন করে। তার পাশাপাশি যাদের টাকা কম আছে তারাও সেই টাকাওয়ালা মানুষটাকে মূল্যায়ন করবে। অনেক কাজে তার পাশে থাকবে।
কিন্তু হঠাৎ করে যদি সেই মানুষটার কাছে টাকা না থাকে তখন ঐ মানুষগুলো যারা নিজেদের স্বার্থের জন্যই তার পাশে ছিল তারা ধীরে ধীরেই সরে যাবে। নিজেদের স্বার্থ উদ্ধার হলে অন্যের আর খোঁজ-খবর নেয়ার প্রয়োজন মনে করে না। ঠিক তেমনি যখন একজন লোকের কাছে টাকা থাকে তখন তাকে সবাই চেনে। কিন্তু যখন তার কাছে টাকা থাকে না তাকে মূল্যায়ন করার সময়ও হয় না। মানুষের যখন শূন্য পকেট হয়ে যায় তখন আশেপাশের প্রিয় মানুষদের বোঝা যায় কে স্বার্থ নিয়ে এতদিন প্রিয় হয়েছিল। আর কে সত্যিকার অর্থেই প্রিয় হয়ে পাশে ছিল। অনেকের কাছে টাকার প্রাপ্তিটাই হয়তোবা সবচেয়ে বড় সুখ।
কারণ একটা সময় যখন টাকা দিয়ে কোন কিছু কাউকে দেয়া হয় বা খুশি করা হয় তখন সেই মানুষটা অনেক বেশি মূল্যায়ন পায়। কিন্তু যখন সেই মানুষটার কাছ থেকে টাকার সাহায্য পাওয়া যায় না, তখন থেকেই সে মানুষটার মূল্যায়ন কমতে থাকে। টাকা থাকলে একজন অশিক্ষিত লোকও সমাজে অনেক বেশি মর্যাদাপূর্ণ স্থান পায়। কিন্তু টাকা না থাকলে একজন শিক্ষিত লোক সমাজে কিঞ্চিত পরিমাণ সম্মান পেতেও বেগ পেতে হয়। সত্যি বলতে টাকার চাহিদা যার বেশি তার কাছে স্বার্থটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়।
যাইহোক আজকের মত এতটুকুই। তবে সবাইকে বুঝতে হবে টাকা সব সময় সবার কাছে স্থায়ী নয়। তাই সবাইকে তার যোগ্য সম্মান দিতে হবে এবং সব সময় বিপদে পাশে থাকার মতো মনোবল রাখতে হবে। কারণ কখন আমাদের কাছে টাকা থাকবে আর কখন থাকবে না সেটা উপরওয়ালা ছাড়া আর কেউই জানে না। তাই সবাইকে সমান চোখে দেখা উচিত। সবার সুখে দুঃখে পাশে থাকা উচিত।
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
ফোনের বিশদ বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| পোষ্ট | জেনারেল রাইটিং |
| মডেল | M32 |
| ফটোগ্রাফার | @nevlu123 |
| সম্পাদনা | শুধু সেচুরেশন |
| অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
.png)




অনেক ভালো একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন বর্তমান সময়ে যার টাকা আছে তার মূল্য আছে যার টাকা নেই তার মূল্য নেই। এটা সত্য যে অনেক পরিশ্রমী ব্যক্তি তার সফলতা এবং তার উঁচু অবস্থানে যেতে কঠোর পরিশ্রমের মাধ্যমে গিয়েছে। আবার এক সময়ে দেখা যাবে যে ব্যক্তির অনেক টাকা ছিল যে কোন পরিস্থিতিতে খারাপ সময় অবস্থান করছেন তার পিছনে থাকা লোক গুলো আবার তার থেকে দূরে সরে যাবে এটাই বাস্তবতা।
জি ভাই অনেক পরিশ্রমী ব্যক্তি তার সফলতা এবং তার উঁচু অবস্থানে যেতে কঠোর পরিশ্রমের মাধ্যমে গিয়েছে।
ভাই আমি বলবো আপনি প্রতিটি কথা ই যুক্তিযুক্ত বলেছেন ৷ আর একটি সুন্দর টপিক তুলে ধরেছেন ৷ যার প্রতিটি লাইনে ছিল সত্য আর বাস্তবিকতা ৷
আসলে টাকা আমাদের জীবনের সাথে অধ্যপত ভাবে জড়িয়ে আছে ৷ টাকা বিহীন কেউ দাম দেবে ৷ সেটা হোক পরিবার সমাজ বা কাছের মানুষ ৷
অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য ৷
একদম ঠিক ভাই আসলে টাকা আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে।
হ্যাঁ ভাইয়া কথা গুলো বাস্তব ৷ টাকা-ই সব বর্তমান ৷ টাকা থাকলে আপনার মূল্য আছে , টাকা না থাকলে আপনার মূল্য নেই ৷ আপনি যতটা অশিক্ষিত হোন না কেনো , টাকা থাকলে সমাজে আপনিই সব চেয়ে উচু এবং সম্মানি ব্যক্তি ৷ যাই হোক আপনার লেখা গুলি পড়ে অনেক ভালো লাগলো ৷ বাস্তব ভিত্তিক কথা গুলি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ৷
জি ভাই বর্তমানে টাকা-ই সব। টাকা থাকলে মূল্য আছে টাকা না থাকলে মূল্য নেই ৷
ঠিক বলেছেন ভাই আপনি টাকা না থাকলে প্রিয় আর অপ্রিয় চেনা যায়। ভাই আপনি আজকে আমাদের মাঝে বর্তমান সময় সামনে রেখে বেশ ভালো একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ঠিক বলেছেন ভাই আপনি যদি টাকা থাকে তাহলে আমাদের মূল্য আছে যদি টাকা না থাকে তাহলে আর কোন মূল্য নেই। ঠিক বলেছেন ভাই আপনি অনেকের কাছে টাকা বস্তুটাই সবচেয়ে বড় সুখ। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
একদম ঠিক যদি টাকা থাকে তাহলে আমাদের মূল্য আছে, আর যদি টাকা না থাকে তাহলে আর কোন মূল্য নেই।
আপনার এই পোস্টটার মূল বক্তব্য আজ বেশ ভালোভাবে উপলব্দি করতে পারছি আমি। অনেকেই বলে টাকা দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না। কিন্তু টাকা ছাড়া আপনি বাঁচতেই পারবেন না। টাকা হচ্ছে জীবনের অমূল্য সম্পদ। টাকা থাকলে সবকিছু অর্জন সম্ভব। এবং যেকোনো ভালো সম্পর্কের মাঝে চির ধরে এই টাকার জন্য। ভালো লিখেছেন ভাই।।
যথাযথ বলেছেন ভাই টাকা হচ্ছে জীবনের অমূল্য সম্পদ। টাকা থাকলে সবকিছু অর্জন সম্ভব।
ঠিক বলেছেন ভাই, বিপদের সময় মানুষ চেনা যায়। কারণ যার মাথায় তেল আছে আমরা তার মাথায় তেল দিতে চাই, কিন্তু যার মাথায় তেল নাই আমরা তার দিকে ফিরে ও তাকাই না। এটাই হচ্ছে বাস্তব সত্য। বর্তমানে সমাজের অশিক্ষিত, অবৈধভাবে টাকা ইনকাম করা লোকজন সমাজে বেশি প্রাধান্য পাচ্ছে। আর কম টাকা ওয়ালা শিক্ষিত লোকজন বা সৎ মানুষরা প্রাপ্য সম্মান পাচ্ছে না। যাইহোক ভালো লাগলো পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।
জি ভাই যার মাথায় তেল আছে আমরা তার মাথায় তেল দিতে চাই, কিন্তু যার মাথায় তেল নাই আমরা তার দিকে ফিরে ও তাকাই না।
https://twitter.com/Nevlu123/status/1640685448761851905?s=20
একদম চিরন্তন সত্য একটি কথা টাকা না থাকলে প্রিয় আর অপ্রিয় চেনা যায়।অনেক সময় দেখা যায় টাকা না থাকলে সমাজে তার কোন দামও থাকে না। আবার টাকা থাকলে তাকে অনেকে মূল্যায়ন করে। ধন্যবাদ বাস্তবিক একটা পোস্ট তুলে ধরার জন্য।
জি একদম ঠিক অনেক সময় দেখা যায় টাকা না থাকলে সমাজে তার কোন দামও থাকে না।।