নিজের মন মতো করে আর একটি ডিজাইনের ম্যান্ডেলা আর্ট||১০% লাজুক-খ্যাকের এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

আজকে আমি নিজের মন মতো করে আর একটি ডিজাইনের ম্যান্ডেলা আর্ট করেছি। আর সেটা আপনাদের সাথে শেয়ার করব।আশা করি কেমন হল তা জানাবেন।

SquareBlend_2021122815733251.jpg

যেমন খুশি তেমন অঙ্কন করতে গিয়ে এই ম্যান্ডেলা শিল্প টি অঙ্কন করে ছিলাম আমি। অর্থাৎ কোন প্রকার ভিডিও বা কারো কাজ না দেখে নিজের মন মত করে এই ম্যান্ডেলা শিল্প টি তৈরি করা হয়েছে।

যদিও এটি চিন্তা করেছিলাম মেশিনারি টাইপের কিছু অঙ্কন করব, কিন্তু সেটি হলো না।তাই মন মত যেভাবে ইচ্ছে সেভাবেই অঙ্কন করলাম। ।আশা করি আপনাদের ভালো লাগবে।

চলুন বন্ধুরা প্রথমে জেনে নেয়া যাক এই ম্যান্ডেলা আর্ট টির জন্য কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে।


এটার জন্য আমার সর্বপ্রথম যে প্রয়োজনীয় উপকরণ গুলো দরকার ছিলো সেগুলো নিয়ে নিলাম, আর উপকরণ সমূহ নিম্নরূপ।👇
  • আর্ট খাতা।
  • কম্পাস।
  • কলম।
  • স্কেল।
  • জেল কলম।
কিভাবে এই কাজটি সম্পন্ন করেছি সেটার বিবরণ।

ধাপ-১

প্রথমে কম্পাস দিয়ে পাঁচটি বৃত্ত এঁকে নিলাম। তারপর সম্পূর্ণ বৃত্তের মধ্যে ছোট ছোট করে রেখা টেনে নিলাম। আর সেটা বিভিন্ন স্টেপে।

ধাপ-২

তারপর ধীরে ধীরে সেই বৃত্তের মধ্যে মেশিনারি টাইপের কিছু অঙ্কন করতে শুরু করল যেহেতু আমি মেশিনারি কিছু অঙ্কন করার চিন্তা করেছিলাম তাই।

ধাপ-৩

তারপর ধীরে ধীরে সেই বৃত্ত গুলোর মধ্যে কোথাও বক্ররেখা আবার কোথাও বৃত্তের আকারে কিছু রেখা এঁকে নিলাম।

ধাপ-৪

তারপর শুরু করলাম সম্পূর্ণ বৃত্তের ভিতর বক্ররেখা এবং সোজারেখা, সব গুলার মধ্যে গর্জিয়াস কাজ শুরু করে দিলাম। মানে সম্পূর্ণ বৃত্তে যত জায়গা আছে সবগুলোতে ডিজাইন করতে শুরু করলাম।

ধাপ-৫

তারপর যখন গর্জিয়াস ডিজাইন গুলো করা হয় তখনকার কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম।

ধাপ-৬

তারপর ভিতরের অংশ গুলোকে গর্জিয়াস ভাবে ডিজাইন করলাম, এবং যেমন খুশি তেমন ভাবে অঙ্কন করা শেষ করলাম।

ধাপ-৭

সবশেষে নিচে আমার নামটা লিখে এই ম্যান্ডেলা শিল্প টি শেষ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণশিল্প/Art
ক্যামেরা.মডেলএম ৩১
ক্যাপচার@নিভলু১২৩
সম্পাদনাশুধু সেসুরেশন
অবস্থানবাংলাদেশ

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

খুব সুন্দর একটি চোখ-ধাঁধানো মান্ডালা আট করেছেন আপুনি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে আপনার বুদ্ধির প্রশংসা না করে আর পারছিনা ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনি খুব সুন্দর করে নিজের মতো করে ম্যান্ডেলার করেছেন যা আমার ভালো লেগেছে এয়ারটেল মধ্য দিয়ে আপনার সৃজনশীলতা বিকশিত হয়েছে। আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে সুন্দর সুন্দর পোস্ট নিয়ে হাজির হয়ে থাকেন যা আমাদের ভালো লাগে। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনি ম্যান্ডেলা আর্ট এর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। অন্যান্য যে কোন চিত্র অংকন করার চেয়ে ম্যান্ডেলা আর্ট করা একটু কঠিন। মনোযোগ সহকারে ধীরে ধীরে ম্যান্ডেলা আর্টের কাজ করতে হয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

💚💚💚🖤

 3 years ago 

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

আসলেই ভাই নিজের মন মত সুন্দর একটি ম্যান্ডেলা অঙ্কন করেছেন। অনেক ভালোলাগলো। ম্যান্ডেলা অঙ্কন করতে অনেক ইচ্ছা শক্তি ও ধৈর্য শক্তির প্রয়োজন হয়। আপনি অনেক সময় নিয়ে কাজটি করেছেন বলে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

 3 years ago 

আপনার উপলব্ধির জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

সকাল সকাল খুবই দারুন একটা আর্ট দেখতে পেলাম,ভাইয়া আপনার আর্ট সত্যিই অনেক দারুন হয়েছে এবং কাজ খুবই নিখুত।প্রতিটা ধাপ খুবই দারুন ভাবে বিশ্লেষণ করছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার পোস্টে আপনার মনোযোগের জন্য অনেক ধন্যবাদ

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে একটি মান্ডালা আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা চিত্রটি আমাদের সকলের মাঝে অংকন এর মাধ্যমে রূপান্তরিত করে উপস্থাপন করেছেন। আপনার এই অংকনটি মূলত কি হয়েছে সেটা আমি জানি না। তবে দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্র আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

ভাই এটা যেমন খুশি তেমন আর্ট। মানে নিজের ইচ্চে মত আঁকা

 3 years ago 
  • আপনি নিজের মতো করে খুবই সুন্দর ম্যান্ডেলা অংকনটি করেছেন। আপনার অংকনটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা।
 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

ভাইয়া আপনার ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সময় নিয়ে আপনি সুন্দর আর্ট করেছেন। আপনার আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার দক্ষতা আমাকে মুগ্ধ করেছে ভাইয়া। অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে আপনার ম্যান্ডালা আর্ট টি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আর দেখে খুব ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ও