মাঝে মাঝে সবাইকে অচেনা লাগে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অচেনা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আমরা মানুষের সাথে এক জায়গায় বসবাস করতে করতে তাদের সাথে একটা আলাদা ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ি। আর এই সম্পর্কের থেকে তাদের প্রতি আমাদের ভালোবাসার সৃষ্টি হয় এবং তাদের বিভিন্ন সাহায্য করার ক্ষেত্রে আমরা এগিয়ে আসি। কিন্তু এই মানুষগুলো মাঝে মাঝে এমন ধরনের আচরণ করে যাতে করে সেসব মানুষদেরকে আমাদের অচেনা মনে হয়। অর্থাৎ একটা মানুষ নিঃস্বার্থভাবে সারা জীবন অন্য মানুষের জন্য কাজ করলো এবং সেই মানুষগুলো যখন একটা সময়ে এসে সেই মানুষগুলোকে দোষারোপ করে তখন সেই মানুষগুলোর দুঃখের কোন শেষ থাকে না। আসলে একটা জিনিস আমরা সব সময় জানি যে আমরা যদি সমাজ বা মানুষের জন্য কোন ভাল কাজ করি তাহলে একদিন এই ভালো কাজ করার প্রতিদান হিসেবে আমাদেরকে সমাজ এবং সেইসব মানুষের কাছ থেকে কষ্ট পেতে হয়।
আসলে এই জিনিসগুলো যখন আমাদের সঙ্গে ঘটে যায় তখন আমাদের দুঃখের আর শেষ থাকে না। অর্থাৎ আমরা যে মানুষগুলোর জন্য সারা জীবন কাজ করেছি এবং তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছি এবং আমাদের বিপদের সময় সেই মানুষগুলো আমাদের দোষারোপ করছে এবং আমাদের সাহায্য না করে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এই জিনিসগুলো চিন্তা-ভাবনা করলে সত্যিই আমাদের খুব কষ্ট লাগে। কিন্তু একটা জিনিস আমরা সব সময় নিজেদের ভিতরে রাখবো যে আমরা কখনো অন্যের ক্ষতি করতে চেষ্টা করবো না। কেননা আপনি যদি আপনার মনের দিক থেকে সব সময় সৎ থাকতে পারেন তাহলে আপনি জীবনে কখনো নিজেকে ছোট বলে মনে করবেন না। কেননা আপনি যখন নিজেকে অপরাধী মনে করবেন তখন আপনি কখনো সুখ পাবেন না।
কেননা এই পৃথিবীতে অনেক লোক আছে যারা উপরের দিক থেকে সবার কাছে ভালো সাজে এবং ভেতরের দিক থেকে তারা সব সময় খারাপ চিন্তা ভাবনা নিয়ে চারিদিকে ঘুরে বেড়ায়। আসলে আমরা একটা জিনিস জানি যে খারাপ ধরনের চিন্তাভাবনা কোন মানুষের ভিতরে যদি থাকে তাহলে সেই চিন্তা ভাবনা গুলো কিন্তু একদিন না একদিন সবার সামনে প্রকাশ পাবে। আসলে এই পৃথিবীতে আমাদের তাই সব সময় ভেবেচিন্তে সামনের দিকে এগিয়ে চলা উচিত। যদিও আমরা মানুষের পাশে দাঁড়াবো তাদের বিপদের সময়। মানুষ আমাদের উপকার করুক বা না করুক আমরা কিন্তু সব সময় নিঃস্বার্থভাবে তাদের সাহায্য করার চেষ্টা করবো এবং আমাদের যদি কোনদিনও প্রয়োজন হয় আমরা তখন তাদের সাহায্যে অবশ্যই এগিয়ে আসার জন্য চেষ্টা করব।
তাইতো যারা ভালো প্রকৃতির মানুষ তাদের কোন এই পৃথিবীতে শত্রু হতে পারেনা। কেননা যত শত্রু তাদের আঘাত করুক না কেন তারা সবসময় মুখ বুজে সহ্য করে এবং এর প্রতিদান হিসেবে তারা সবসময় তাদের ভালোর দিকে নিয়ে আসার চেষ্টা করে। আর এভাবে আমরা এই পৃথিবীতে সবার সঙ্গে ভালো মেলামেশার চেষ্টা করব। আর এই অচেনা মানুষগুলোকে সবসময় আপন করে নেয়ার চেষ্টা করবে এবং তাদের ভুলগুলোকে ধরিয়ে দেয়ার চেষ্টা করব। আসলে মানুষের এই আচরণগুলো আমরা কখনো সহ্য করতে পারিনা। তবুও আমাদের চেষ্টা করতে হবে মানুষ যাতে করে তাদের এই ধরনের স্বভাবকে পরিবর্তন করে জীবনে সবার সাহায্য করতে পারে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে যারা আমাদের বিপদের সময় আমাদের চিনতে পারে না তাদেরকে মনে না রাখাই ভালো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
আপনি ঠিক বলেছেন ভাইয়া যে মানুষ গুলো বিপদের সময় আমাদের চিনতে পারে না তাদের মনে না রাখা অনেক ভালো। আসলে বিপদে না পড়লে কখনো মানুষকে চেনা যায় না। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।
মানুষ চেনা বড় কঠিন কাজ। আপনি সেই বিষয়টি নিয়ে খুব সুন্দর করে লিখলেন। ভীষণ চেনা লোক গুলো একদিন হঠাৎ করে অচেনা ব্যবহার করে ফেলে। আর সেই দিন কষ্টের সীমা থাকে না। আসলে আমরা সেই ব্যবহারটার জন্য নিজেদের প্রস্তুত রাখতে পারিনা। আমাদের প্রত্যাশা তখনই আমাদের থেকে অনেক কিছু সরিয়ে নেয়।
আপনার সব কথার সাথে আমি একমত। তবে ভালো মানুষের শএু হতে পারে না এটার সাথে আমি একমত না। বলতে পারেন ভালো মানুষের শএু বেশি। তাদের কিছু না বলা মুখ বুঝে থাকাই তাদের সবচাইতে বড় সমস্যা দাদা।