গাছ লাগান। কবিতা নং :- ১০২

in আমার বাংলা ব্লগ17 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স

আসলে বর্তমান সময়ে যে কতটা বেশি গরম পড়েছে তা আমরা সবাই অনুভব করতে পারছি। আসলে এখনকার প্রতিটা দিন আমাদের কাছে অনেক বেশি কষ্ট করে কাটাতে হচ্ছে। কারণ প্রতিদিন যাচ্ছে এবং গরম আরো বেশি করে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই হারে যদি গরম বাড়তে থাকে তাহলে এই পৃথিবীতে বসবাসের অনুপযোগী হয়ে যাবে। এছাড়াও আমরা দিন দিন দেখতে পাচ্ছি যে আমাদের পৃথিবী থেকে বহু জীবজন্তুর দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আসলে এই বিলুপ্ত হওয়ার প্রধান কারণ হলো অতিরিক্ত গাছ কাটার ফল। কারণ অতিরিক্ত গাছ কাটার ফলে একদিক থেকে এসব জীবজন্তুরা যেমন তাদের বসবাসের জন্য যেসব বন রয়েছে সেসব বন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও পাখিরা তাদের বাসা তৈরির জন্য আর কোন স্থান পাচ্ছেনা।

আসলে আমাদের জন্য বিভিন্ন পশুপাখিরাও শাস্তি ভোগ করছে। কারণ পশু পাখিরাতো তাদের ঘর তৈরির জন্য এই গাছপালা কাটে না কখনো। বরং মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে এবং অপ্রয়োজনে অতিরিক্ত পরিমাণ গাছপালা কাটে সব সময়। আসলে এই অতিরিক্ত গাছ কাটার ফলে প্রকৃতির উষ্ণতা যে রকম দিন দিন বৃদ্ধি পাচ্ছে তেমনি অন্য দিক থেকে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। আর এই অতিরিক্ত পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড বৃদ্ধির ফলে আমাদের বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট জনিত রোগের সৃষ্টি হচ্ছে। আসলে এখন বিভিন্ন ধরনের দুর্যোগ সৃষ্টি হচ্ছে এই অতিরিক্ত গাছ কাটার ফলে। আসলে আমরা যদি এই প্রখর রোদের মধ্যে কোন গাছের ছায়ার নিচে অবস্থান করি তখন আমরা বুঝতে পারি যে সেই গাছের নিচে কতটা ঠান্ডা থাকে।


আসলে গাছ আমাদের পরিবেশকে ঠান্ডা রাখতে সব থেকে বেশি সাহায্য করে। আর আমরা যদি অতিরিক্ত হারে গাছ কেটে ফেলি তাহলে আমাদের প্রকৃতি সবসময় গরম হতে থাকবে। আর এজন্য আমাদের সবাইকে শপথ করতে হবে যে প্রতিবছর আমরা যে কটা পারি সেই কয়টা বৃক্ষরোপণ করব। আসলে এভাবে যদি আমরা সবাই মিলে বৃক্ষ রোপন করতে শুরু করি তাহলে একদিন আবার পৃথিবী সেই পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে। তাইতো সরকারের সাথে সাথে আমাদের গাছ লাগাও অভিযানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এর ফলে আমরা প্রকৃতিকে এক নতুন সুন্দর প্রকৃতির উপহার দিতে পারব।


✠ গাছ লাগান ✠


গরমে সবাই হাঁসফাঁস করছে,
কোথাও যে আর শান্তি নাই।
আরো বেশি করে গাছ কাটো,
নিজেদের মৃত্যুকে নিজেরাই ডাকো।


বাইরে রোদের এতটাই তেজ,
সবকিছু জ্বলে হচ্ছে ছারখার।
পশু পাখিরা সব মারা যাচ্ছে,
জীব জগতের হচ্ছে বড় সর্বনাশ।


প্রাচীনকালের প্রকৃতি ছিল ঠান্ডা,
কারণ গাছপালা তখন ছিল বেশি।
সবুজে চারিদিক পরিপূর্ণ ছিল,
বসবাস করত বহু জীব প্রজাতি।


দিন দিন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে,
এই মানুষরা প্রকৃতিকে ধ্বংস করেছে।
বসবাসের জন্য তারা গাছ কেটেছে,
কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করেছে।


দেখেছি আগে রাস্তার দুপাশে,
সারিসারি কত বড় গাছ ছিল।
মানুষেরা সেসব গাছ কেটে,
রাস্তা বড় করেছে আরও।


প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কাটে সবাই,
গাছের মর্মকি এরা বোঝেনা।
যেদিন পৃথিবীতে গাছ থাকবে না,
সেদিন পৃথিবীতে আর বাস করা যাবে না।


এখনো যদি সবাই সচেতন না হয়,
তাহলে পরবর্তী প্রজন্ম কষ্ট পাবে।
তাই তো বেশি করে গাছ লাগাতে হবে,
পরিবেশকে ঠান্ডা এবং শান্ত রাখতে হলে।


গাছ কাটার বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে হবে,
স্কুল কলেজে গাছের প্রয়োজনীয়তা শেখাতে হবে।
সকল অসাধু ব্যক্তিদের সামনে,
গাছ না কাটার জন্য রুখে দাঁড়াতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 17 days ago 

আসলে আমরা চাইলে গ্ৰীষ্মের তাপদাহ গরম কিছুটা দমন করতে পারবো। আমরা যদি এখন থেকে নিয়মিত গাছ লাগাই এবং গাছ কর্তন না করি তাহলে হয়তো গরম থেকে কিছু পরিমাণ রেহাই পাওয়া যেত। আমরা এখন নিজেরাই বিপদ ডেকে আনছি। আসলে গাছপালা আমাদের পরিবেশের জন্য কতটা উপকারী তা সবাই চায় না। কিছু পরিমাণ টাকার লোভে পড়ে মানুষ পরিবেশ কে ধ্বংস করে দিচ্ছে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63390.92
ETH 3093.71
USDT 1.00
SBD 3.82