কর্মই জীবন।

in আমার বাংলা ব্লগ10 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17645678208936894318182224470414.jpg


সোর্স



আমাদের জীবন কর্ম ছাড়া একদমই অচল। সেই জন্মের পর থেকে আমাদের জীবনে কর্ম করা শুরু হয়ে যায়। ছোটবেলা থেকেই আমরা বুঝে না বুঝে অনেক কর্ম করতে থাকি আবার সারা জীবন বা ফিরে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কর্ম করতে থাকি, কখনো কখনো সেই কর্ম করি নিজের জন্য আবার কখনো কখনো অন্যের জন্য আমাদের বিভিন্ন ধরনের কর্ম করতে থাকতে হয়। কর্মবিহীন আমাদের জীবন কোনভাবেই চলতে পারে না কারণ আমরা ইচ্ছাকৃত ভাবে আবার অনিচ্ছাকৃতভাবে জেনে বুঝে অথবা না বুঝে বিভিন্নভাবে বিভিন্ন দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যাই যার কারণ আমাদের কর্ম করতে থাকতেই হয়। আবার অনেক সময় নিজের প্রয়োজন মেটাতে আমাদের কর্ম করতে থাকতে হয়। আমরা চাইলেও আমাদের এই কর্মকরা থেকে বিরত থাকতে পারবো না। আমরা যদি আমাদের জীবনের এই বিভিন্ন ধরনের কর্ম থেকে বিরত হয়ে যায় তবে আমাদের জীবন হয়ে যাবে সম্পূর্ণ অচল এবং বিভিন্ন দিক থেকে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। ঘুম থেকে উঠে প্রত্যেকটা মানুষের জীবনে শুরু হয়ে যায় নিজের নিজের মত আলাদা কর্মময় জীবন।


একজন গৃহিণী সকাল বেলা ঘুম থেকে উঠেই শুরু করে দেয় তাদের সংসারের যাবতীয় যত কাজকর্ম থাকে। সময় মত সবার হাতের সামনে সবকিছু পৌঁছে দেওয়া সময় মত খাবার তৈরি করে সবাইকে খাওয়ানোর দায়িত্ব সহ বিভিন্ন ধরনের দায়িত্ব এবং সংসারের বিভিন্ন ধরনের কর্ম করতে থাকতে হয় সারাদিন ধরে একজন বাড়ির গৃহিণীকে। কিন্তু সংসারের সেই গৃহিণী যদি কোন একদিন সংসারের কাজ না করে এবং কর্মবিরতি নেয় তবেই হয়ে যাবে সংসার ওলট পালট। সময় মত কারোর কাজেই হবে না এবং কেউ প্রয়োজনে জিনিস হাতের কাছে পাবে না আর সময়মতো ক্ষুধা নিবারণের জন্য খাবারও পাবে না। আর সেই জন্য অনেক সময় দেখা যায় সংসারের ঝগড়া কলহ বেঁধে যেতে পারে। আসলে প্রত্যেকটা মানুষের কর্মের ওপর অন্য মানুষও অনেক বেশি নির্ভর হয়ে থাকে। সংসারের কর্তা যদি অর্থ উপার্জনের জন্য সকাল বেলা না বের হয় তবে সঠিক উপার্জন হবে না এবং সংসার চালানো আর সংসারের বিভিন্ন প্রয়োজন মেটানো কষ্টদায়ক হয়ে উঠবে। যার ফলে শুরু হবে সংসারে কলহ এবং দাম্পত্য জীবনে অশান্তি।


তেমনি সংসারের অন্যান্য সদস্য যেমন ছোটদের প্রতিদিনের কাজ সময় মত ঘুম থেকে উঠে পড়াশোনা করা এবং নিজের সমস্ত কাজ সম্পন্ন করা তেমন অন্যান্য সকল সদস্য প্রত্যেকের নিজস্ব কাজ সঠিকভাবে করতে থাকলে জীবনে যেমন সুন্দর একটা ভারসাম্য বজায় থাকবে তেমনি প্রত্যেকের সাথে প্রত্যেকের যে কাজকর্মের মাধ্যমে সম্পর্কযুক্ত রয়েছে তার ও ভারসাম্য বজায় থাকবে এবং সম্পর্ক সুন্দরভাবে গড়তে থাকবে। আসলে অলস ব্যক্তিদের কেউ কোনোভাবে পছন্দ করে না, যেসব ব্যক্তি দিন রাত শুয়ে-বসে দিন কাটায় এবং কর্ম না করে বিভিন্ন অজুহাতে কর্ম থেকে দূরে পালাতে থাকে তাদেরকে কখনোই কেউ পছন্দ করেনা সেটা সমাজের মানুষ হোক বা পরিবারের মানুষ। নির্দিষ্ট সময় পড়েন সেই অলস ব্যক্তির ওপর প্রত্যেকটা মানুষেরই একটা বিরক্ত মানসিকতা তৈরি হবে এবং সংসারের ওপর আর অন্যদের জীবনে বোঝা বলে মনে হতে থাকবে। কর্ম না করলে অন্যদের জীবনে যেমন বোঝা হয়ে যেতে হয় তেমন নির্দিষ্ট একটি সময় পর নিজেকে ও নিজের অর্থহীন বলে মনে হতে থাকবে আর তার সাথে নিজের জীবনটাকে খারাপ মনে হবে এবং অপছন্দ হতে শুরু হবে।


কর্ম করতে থাকলে আমাদের জীবনটা যেমন সুন্দর হয়ে উঠবে জীবনের সফলতা আসবে তেমনি মানসিকভাবে শান্তিতেও আমরা থাকতে পারবো। আমরা যদি বিভিন্নভাবে কর্ম করতে থাকি এবং নিজেকে উন্নত করতে থাকি তবে আমরা সমাজের মানুষদের মধ্যে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো আর তার সাথে মর্যাদাও মূল্যায়ন পাব। কর্মবিহীন মানুষকে কেউ পছন্দ করেনা তাই আমাদের সব সময় কর্মঠ হওয়ার চেষ্টা করতে হবে আর তার সাথে পরিবারের প্রত্যেককে কর্ম হওয়ার জন্য উৎসাহ দিতে হবে তাহলে আমরা সকলে একসাথে কর্ম করে উন্নত করতে পারব। পরিবারের সকলে মিলে কর্ম করলে সকলের সাথে সাথে সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠবে আর আর্থিকভাবেও আমরা অনেক বেশি সাফল্য পাব। তাই কর্মবিহীন অলসতা পূর্ণ খারাপ জীবনকে বাদ দিয়ে কর্মঠ জীবন যাপন করতে হবে এবং কর্মই জীবনের মূল লক্ষ্য হিসেবে মনে করতে হবে। জীবনে যে সব অলস মানুষ বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজন রয়েছে তাদের থেকে অবশ্যই আমাদের দূরত্ব বজায় চলতে হবে কারণ অলস মানুষের সংস্পর্শে এসে আমরাও অলস হয়ে পড়তে পারি। সব সময় আমাদের কর্ম এবং সাফল্যের দিকে এগোনো মানুষদের সাথে মেলামেশা করতে হবে তাহলে আমরাও কর্মঠ হয়ে উঠবো এবং সফল হতে পারব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟