পেইন্টিং — প্রাকৃতিক দৃশ্য।
আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পেইন্টিং পোস্ট। অনেকদিন পর আপনাদের মাঝে এই পেইন্টিং পোস্টটি নিয়ে উপস্থিত হলাম। বেশ কিছুদিন ধরে কোন ধরনের পেইন্টিং করা হয় না। আর আপনাদের সাথে শেয়ারও করা হয় না। কারণ পেইন্টিং গুলো করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তাই সব সময় করা হয়ে ওঠে না। অনেকদিন বাদে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই সুন্দর পেইন্টিংটি আমি তৈরি করেছি। যদিও এর থেকে আরও ভালো করতে চেয়েছিলাম পেইন্টিংটি। কিন্তু তেমন একটা ভালো হয় নাই আজকের পেইন্টিংটি।তারপরও যখন অনেক কষ্ট করে এবং সময় নিয়ে পেইন্টিংটি তৈরি করেছি তাই ভাবলাম এটা নিয়েই আজকের পোস্টটি সাজাই। আজকের প্রাকৃতিক দৃশ্যে আমি আকাশের সাথে একটি পাহাড় এবং চমৎকার একটি গাছের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
• আর্ট পেপার
• রং তুলি
• এক্রেলিক রং
• কালো কলম
প্রথমে আর্ট পেপারের উপর নীল রং করে নিয়েছি। এরপর যত নিচে রং করতে করতে আসবো ততই নীলের রংটা কম হবে। কারণ নীল রংয়ের ভেতরে আমি সাদা কালার মিক্সড করে নিচের রংগুলো করেছি।
এখন কয়েকটি মেঘের ভেলা আঁকিয়ে নিলাম।
এ পর্যায়ে একটি পাহাড় আঁকিয়ে নেওয়ার চেষ্টা করছি। পাহাড়ের উপরে কালারটা সাদা রেখেছি। এতে পাহাড়ের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
পাহাড় আঁকা কমপ্লিট হলে এখন এক সাইডে একটি গাছ আঁকিয়ে নিব। সেজন্য প্রথমে কলম দিয়ে ডালপালা আঁকিয়ে নিলাম।
এখন গাছের ডালপালাতে প্রথমে কমলা এবং পরবর্তীতে সাদা রং দিয়ে খুব সুন্দর করে গাছের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
সম্পূর্ণ আর্ট কমপ্লিট হয়ে গেলে পেইন্টিংয়ের ভিতরে আমার নিজের একটি সিগনেচার করে নিলাম।
এই ছিল আমার আজকের তৈরি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং পোস্ট। আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন। যদি কোন ভুল হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারো দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপু খুব সুন্দর একটা পেইন্টিং করেছেন।প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং গুলো তো এমনিতেই অনেক সুন্দর হয়।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পেইন্টিং টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর ভাবে একটি পেইন্টিং তৈরি করেছেন আপু। আপনার পেইন্টিং দেখে বোঝা যাচ্ছে এটি তৈরি করতে অনেক সময় লেগেছিল। অনেক সুন্দর হয়েছে আপু আপনার তৈরি করা পাহাড়ের দৃশ্যটি। গাছটা দেওয়ার জন্য দেখতে আরো বেশি ভালো লাগছে। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জ্বী আপু, গাছটার জন্য দেখতে পেইন্টিংটি বেশি সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ মতামত দেয়ার জন্য।
বাহ আপু খুবই চমৎকারভাবে প্রকৃতির একটি দারুণ দৃশ্য পেন্টিং করেছেন আপনি। ঠিকই বলেছেন এ জাতীয় পেন্টিং গুলো করতে বেশ সময়ের প্রয়োজন হয় কিন্তু পেন্টিং গুলো শেষ হলে অনেক সুন্দর দেখায়। আপনি আজকে আকাশের সাথে পাহাড়ের এবং গাছের একটি মনমুগ্ধকর দৃশ্য পেন্টিং করেছেন। আমাদের সাথে পেন্টিং এর ধাপগুলো খুবই সহজ ভাবে উপস্থাপন করেছেন যেগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হয়েছে। ধন্যবাদ সুন্দর একটি পেন্টিং আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
পেইন্টিং করার প্রক্রিয়ার ধাপগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেক ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।
আপু আপনি খুব সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন ।আমার কাছে খুব ভালো লাগে , সে ভালো লাগা থেকে আমিও মাঝে মাঝে পেন্টিং করে থাকি। খুব সুন্দর পাহাড় ফুলের দৃশ্য পেইন্টিং করেছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পেইন্টিং করতে সত্যিই অনেক ভালো লাগে কিন্তু সময়ের অভাবে সব সময় বসা হয়ে ওঠেনা।
কে বলল ভালো হয়নি? দূর্দান্ত হয়েছে আপনার আজকের পেইন্টিং টি। বেশ সুন্দর করে পেইন্টিং এর প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পেইন্টিং টি দেখে মনে হচ্ছে সত্যিকারের কোন প্রকৃতি দেখছি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।
সর্বদা চমৎকার ভাবে মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু। ভালোবাসা নিবেন ☘️
আসলে আপু অনেকদিন পরে আপনার পেইন্টিংটি দেখতে পারলাম দেখে ভালো লাগলো । কে বলেছে ভালো হয়নি আমার কাছে তো অনেক ভালো লাগলো । আপানি ঠিকই বলেছেন এগুলো তৈরি করতে অনেক সময় লাগে এজন্য সময় করে বসা হয়ে ওঠে না । তারপরও আপনি সময় করে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে ।
পেইন্টিংটি আপনাদের কাছে ভালো লেগেছে জেনে সত্যিই অনেক খুশি হলাম আপু।
অনেকদিন পর আপনার পেইন্টিং দেখতে পেলাম। আপনি বেশ দুর্দান্ত পেইন্টিং করে থাকেন। বিশেষ করে কালার কম্বিনেশনগুলি বেশ দারুন ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন।চমৎকারভাবে ধাপ গুলি আমাদের মাঝে তুলে ধরেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।
কালার কম্বিনেশন ঠিক থাকলে পেইন্টিং গুলো দেখতে সত্যিই অনেক বেশি আকর্ষণীয় লাগে। ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর ভাবে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকনকৃত এই অসাধারণ প্রিন্টিং দেখে খুশি হলাম। আমরা চাইলে কিন্তু এভাবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য বিভিন্ন কালারের রং ব্যবহার করে আঁকতে পারে । আর এরই মধ্য দিয়ে নিজের প্রতিভার বিকাশ ঘটানো যায়। বেশ চমৎকার হয়েছে আপু আপনার ছবি আঁকা।
আপনাকে অনেক ধন্যবাদ, পেইন্টিং সম্পর্কে দারুন মতামত প্রকাশ করার জন্য।
প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনি আরো ভালো কলতে চেয়েছিলেন বাহ্ দারুন। এমনিতেই অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। পাহাড় এবং গাছের পাতা গুলো চমৎকার ফুটিয়ে তুলেছেন। যে কেউ দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। আপনার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকবেন আপু।
গাছ টা তেমন ভালোভাবে আঁকা হয় নাই ভাইয়া। তাই জন্য বললাম এর থেকে আরও বেশি সুন্দর করতে চেয়েছিলাম। আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক বেশি খুশি হলাম