জেনারেল রাইটিং :- নতুন বছরের শুভেচ্ছা সবাইকে
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
জেনারেল রাইটিং :- নতুন বছরের শুভেচ্ছা সবাইকে
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। সকলকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার জন্য বয়ে আনুক শান্তি। আমরা পুনারো দিনের সকল সুখ দুঃখ মুছে আমরা নতুন বছরকে বরণ করে নেব।আসলে কথায় আছে যায় দিন ভালো।যেদিন যায় ভালোই যায়।
আজ পহেলা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার।এই বছর সবার ভালো কাটুক সেই কামনা করি।আজ যেহেতু পহেলা জানুয়ারি তাই বাচ্চাদের নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। আসলে তেমন বাইরে বের হয় না। তবে মাঝে মাঝে যেতে হয় আরকি।যাইহোক এখন সব কিছু আধুনিক হয়েছে। আর আধুনিকতার ছোয়ার আমরা কিন্তু অনেক এগিয়ে। বর্তমান সব কিছু ডিজিটাল। তবে অনেক দিন হলো আমরা এভাবে বাইরে বের হয় না। আজ হ্যাপি নিউ ইয়ারে সবাই মিলে যখন বের হলাম বেশ ভালো লেগেছিল। সবাইকে দেখে মনে হচ্ছিল তারা কতোটা আনন্দ করছে।
আমি প্রথমে যেতে চাইনি কিন্তু বাচ্চাদের জন্য যেতে হলো।অনেক মন খারাপ ছিল কিন্তু যাওয়া পরে আসলে মনটা আনন্দে ভরে গেল।তবে আমার বড় মেয়ে সব কিছু নিয়ে বেশ ঝামেলা করে। মানে সে যা দেখে তাই কিনতে চাই। আসলে বর্তমান বাচ্চাদের মানানো মুশকিল। তারা বাবা মায়ের কষ্ট বুঝতে চাই না। যাইহোক সবাইকে দেখে বেশ ভালো লেগেছিল। আর বছরের প্রথম দিনের মতো যদিও সব দিন হতো তাহলে তো কথায় নেই। আমাদের সবার জীবনে নতুন বছর আনন্দ বয়ে আনবে এই কামনা করি। নতুন বছরকে আমরা অনেকে হয়তো অনেক ভাবে বরণ করে নিয়েছি। যে যার যার মতো বরণ করে নিয়েছি। আমরা যে ভাবেই হোক নতুন বছর পেয়ে সবাই অনেক আনন্দিত ।আর নতুন বছরের প্রত্যেক দিন যেন আমাদের এবং নতুন বছরের প্রত্যেকটা সময় যেন আমাদের জন্য সাফল্য বয়ে আনতে পারি সেই কামনা করি।
পুরাতন বছরে সকল দুঃখ কষ্ট যেন আমরা ভুলে যেতে পারি আর মানসিক শান্তি ফিরে আনতে পারি।আমরা সবাই অনেক সাহসিকতার সাথে নতুন বছরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আশাকরি নতুন বছর সবার জন্য সাফল্য বয়ে আনবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1874457783720112264?t=2ztQrS07HscgJ1FLLl2P9g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
নতুন বছরে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নতুন বছরের আপনার সাফল্য বয়ে আসুক । আপনার প্রতিটি মুহূর্ত আনন্দঘন হোক। আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।
নতুন বছরে বাইরে গিয়ে সকলে মিলে ভালো সময় কাটিয়েছেন আপু। আপনাকেও জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। পুরনোকে ফেলে আমরা ধীরে ধীরে নতুন একটি এগিয়ে চলেছি। আরে নতুনকে আমরা যত বরণ করে নিতে পারব ততো আমাদের পক্ষে চলতে সুবিধা হবে। সুন্দর একটি নববর্ষের পোস্ট শেয়ার করবার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।