নতুন আলু দিয়ে দেশি মোরগ রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

নতুন আলু দিয়ে দেশি মোরগ রান্নার রেসিপি

1000021287.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সপ্তাহে একটি করে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আসলে বর্তমান সবজির দাম কমলেও মুরগির দাম কিন্তু একটু কমেনি।যাইহোক আমি সব সময় কিছু মুরগি পালন করি।তবে মাঝে মাঝে অসুস্থ হলে অনেক খারাপ লাগে। তবে দেশি মুরগী বা মোরগ কিনে তেমন খাওয়া হয় না। কিন্তু বাড়ির মুরগি তেমন না খেলেও মোরগ গুলো মাঝে মাঝে রান্না করে খাওয়া হয়। গতকাল নিজের পালিত মোরগ রান্না করেছিলাম আর সাথে ছিল চিতই পিঠা সবাই অনেক মজা করে খেয়েছিল।সত্যি দেশি মোরগদের শুধু ঝোল দিয়ে খেতেও অনেক ভালো লাগে। বেশ মজা হয়েছিল,সবাই অনেক মজা করে খেয়েছিল। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000021286.jpg

উপকরণপরিমাণ
দেশি মোরগ১টি
আলুপরিমাণ মতো
পিঁয়াজ কুঁচিপরিমাণ মতো
আদাবাটা৩ চামচ
রসুনবাটা৩ চামচ
হলুদ গুঁড়ো২ চামচ
মরিচের গুঁড়ো২ চামচ
ধনের গুঁড়ো১ চামচ
জিরার গুঁড়ো১/২ চামচ
লবনস্বাদমতো
তেলপরিমাণ মতো

1000000390.png

1000021071.jpg

1000021073.jpg

প্রথমে আমি মোরগটি ধরে এনে জবাই করে মাংস বানিয়ে ধুয়ে নিয়েছি। তারপর কিছু নতুন আলু ধুয়ে কেটে নিয়েছি।

1000021077.jpg

1000021078.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর হালকা গরম হলে তেল দিয়ে দেব।

1000021079.jpg

1000021082.jpg
তেল ভালো করে গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে ভেজে তুলে নেব। তারপর সেই তেলের ভিতরে ধুয়ে রাখা পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

1000021083.jpg

1000021084.jpg

পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে এলাচ দারচিনি ও আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব।

1000021087.jpg

1000021088.jpg
এখন আদাবাটা ও রসুনবাটা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে সকল মসলা দিয়ে দেব। মসলা গুলো ভালো করে কষিয়ে ধুয়ে রাখা মাংস গুলো দিয়ে দেব।

1000021091.jpg

1000021093.jpg
মাংস গুলো ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু গুলো দিয়ে দেব।তারপর আর একটু কষিয়ে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়ে বেশ কিছু সময় রান্না করে নেব।

1000021095.jpg

1000021287.jpg

এখন পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দেব। তারপর এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার দেশি মোরগ রান্নার রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 7 days ago 

নতুন আলু দিয়ে মজাদার মুরগির মাংসের রেসিপি দেখে খেতে অনেক ইচ্ছা করছে আপু। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খেতে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে

 6 days ago 

জি আপু অনেক সুস্বাদু হয়েছিল খেতে, ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

1000021290.jpg

1000021289.jpg

1000021288.jpg

 7 days ago 

আমরা শীতের নতুন আলুর জন্য অপেক্ষা করি কখন বাজারে আসবে নতুন আলু। আর এই নতুন আলু দিয়ে বিভিন্ন মজার মজার রান্না খাওয়ার জন্য। আজ আপনার মুরগির গোস্ত দিয়ে নতুন আলু রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক দুর্দান্ত হয়েছে। নতুন আলু দিয়ে মুরগির গোস্ত রান্না করলে সত্যি খেতে অনেক স্বাদ লাগে।

 7 days ago 

জি আপু মাংসের আলু অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

শীতকালীন সময়ে নতুন আলু বেশি পাওয়া যায়
আপনি দেখছি নতুন আলু দিয়ে দেশি মোরগের মাংস রান্না করেছেন। দেখেই তো খাওয়ার লোভ লেগে গেল। অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি তৈরি । সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 7 days ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 7 days ago 

নতুন আলুর আলাদা স্বাদ হয়৷ আর মোরগ তো সেই স্বাদের৷ যদিও আমরা খুবই কম পাই এই সব। শহরাঞ্চলে পাওয়ার মধ্যে বেশিরিভাগ ব্রয়লার মুরগিই পাওয়া যায়৷ যাইহোক মাংসে আলু না পড়লে সে আবার বাঙালির রান্না হয় না। তাই না বলুন আপু? আপনার রান্নাটি দেখে জিভে জল চলে আসছে৷

 7 days ago 

ঠিক বলেছেন আপু আলু না থাকলে রান্না অপূর্ণ থেকে যায়, ধন্যবাদ আপু।

 7 days ago 

আলু দিয়ে দেশি মোরগের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। রেসিপি পরিবেশনটা আমার কাছে দারুন লেগেছে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 7 days ago 

ধন্যবাদ ভাইয়া

 7 days ago 

নতুন নতুন আলুর স্বাদ অন্যরকম। খুব সহজে নরম হয়ে যায় খেতে বেশ ভালো লাগে। নতুন আলু দিয়ে এরকম কষা মোরগের মাংস হলে আর কি লাগে। দারুন পদ্ধতিতে মাংস রান্না করেছেন আপু। আমার তো আবার মাংসর থেকে মাংসের মধ্যে দেওয়া আলু খেতে বেশি ভালো লাগে। দারুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 6 days ago 

আপনি আলু খেতে ভালোবাসেন জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

আলু দিয়ে দেশি মুরগির মাংসের রেসিপি দেখে জিভে জল চলে এসেছে।যদি একটু খেতে পারতাম তাহলে বেশ ভালো হতো। আপনার রেসিপিটি দেখে বেশ ভালো লেগেছে। তৈরি করার প্রতূ আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে মজাদার দেশের মুরগির মাংসের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 days ago 

চলে আসুন আপু রান্না করে খাওয়াবো, ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 7 days ago 

নতুন আলুর রেসিপি গুলো খুবই ভালো লাগে খেতে। এই আলুগুলো দিয়ে রান্না করলে বেশ সুস্বাদু হয়। মাংসের আলু আমি বেশ পছন্দ করি। আপনি দেশি মুরগির মাংসের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আপু। খুবই লোভনীয় লাগছে আপনার আজকের রেসিপি। ধন্যবাদ আপু।

 6 days ago 

জি আপু এই রেসিপি গুলো খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।