রঙিন কাগজ দিয়ে বন্ধু খাতা তৈরি
আসসালামু আলাইকুম
রঙিন কাগজ দিয়ে বন্ধু খাতা তৈরি
১.রঙিন কাগজ
২.সাদা খাতা
৩.আঠা
৪.পেন্সিল
৫.স্কেল
৬.স্কেল
প্রস্তুত প্রণালী
ধাপ-১
প্রথমে আমি একটা রঙিন ও সাদা কাগজ নিয়ে এক সাথে আঠা দিয়ে চিত্রের মতো করে লাগিয়ে দিয়েছি।
ধাপ-২
এখন কয়েক ধরনের রঙিন কাগজ নিয়েছি।তারপর কাঁচি দিয়ে কেটে চিত্রের মতো করে কয়েকটি গোলাপ ফুল তৈরি করে নিয়েছি।
ধাপ-৩
এখন বন্ধু খাতার ওপর আঠা দিয়ে ফুল গুলো একটা একটা করে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৪
এখন লাল ও সাদা কাগজ কেটে চিত্রের মতো করে কিছু লাভ তৈরি করে নিয়েছি।
ধাপ-৫
তারপর আঠা দিয়ে চিত্রের মতো করে বন্ধু খাতার ওপর একটা একটা করে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৬
সব গুলো লাগানো হলে পেন্সিল দিয়ে বন্ধু খাতা লিখে দিয়েছি।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের বন্ধু খাতা তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1865013528186507750?t=_PEeYJ6u33Mrb_DP2-Ad7g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। খুব সুন্দর একটি বন্ধু খাতা বানিয়েছেন দেখতে দারুণ লাগছে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। ফ্রি টাইম এই ধরনের কাজগুলো করতে সবচেয়ে বেশি ভালো লাগে ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।
খুব সুন্দর ডিজাইন করে আপনি বন্ধু খাতা তৈরি করে নিলেন। বিশেষ করে আপনি এত সুন্দর করে রঙিন কাগজ দেওয়ার কারণে সুন্দর বৃদ্ধি পেয়েছে। আপনার শেয়ার করা প্রতিটি ধাপ দেখে অনেক ভালো লাগলো।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
বাচ্চাদের বন্ধুখাতা বানিয়েছেন এবং বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জেনে ভালো লাগলো।রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার করে ফুল বানিয়েছেন ও তা দিয়ে বন্ধু খাতার ডেকোরেশন করেছেন যা চমৎকার সুন্দর হয়েছে। ধাপে ধাপে বন্ধু খাতা বানানো পদ্ধতি সুন্দর করে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাহ বাচ্চাদের অনেক সুন্দর করে বন্ধু খাতা তৈরি করে দিয়েছেন। এটা নিশ্চয়ই ওরা অনেক পছন্দ করেছিল। আমার কাছেও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে বন্ধু খাতা তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি আপু ওরা অনেক পছন্দ করেছিল, ধন্যবাদ আপনাকে।
অসাধারণ আপু আপনি আপনার স্টুডেন্টদের বন্ধু খাতা তৈরি করে দিয়েছেন এবং সেই তৈরি করার পদ্ধতিটা সুন্দরভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে আপু আপনার মত আমারও রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে খুবই ভালো লাগে। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ছোটদের সুন্দর বন্ধু খাতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি খাতা তৈরি করেছেন।ফুলের কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটি খাতা আমাদের সামনে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।