রঙিন কাগজ দিয়ে বন্ধু খাতা তৈরি

in আমার বাংলা ব্লগ17 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।

রঙিন কাগজ দিয়ে বন্ধু খাতা তৈরি

1000019993.jpg

1000019992.jpg

1000019990.jpg

1000019989.jpg

বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি রঙিন কাগজের তৈরি জিনিস নিয়ে। সত্যি রঙিন কাগজের তৈরি জিনিসগুলো দেখতেও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। সময়ের অভাবে সবসময় তৈরি করা হয় না। আপনার অনেকেই হয়তো জানেন আমি কিছু স্টুডেন্ট পড়াই। ওদের সবার পরীক্ষা চলছে। সবাইকে স্কুল থেকে একটা বন্ধু খাতা তৈরি করতে বলেছে। তাই বাচ্চারা আমার কাছে নিয়ে এসেছে বন্ধু খাতা তৈরির জন্য। যদিও অনেক অল্প সময়ে খাতাটি তৈরি করেছি। তাই ভাবলাম পোস্টে আপনাদের মাঝে শেয়ার করি। সত্যি তৈরি করার পর বেশ ভালো লেগেছিল আমার কাছে। যদিও পুঁথি গুলো আমার কাছে ছিল না তাই ভিতরে বসাতে পারিনি। তবে ওদের বলেছি বাড়ি থেকে ভিতরে একটা করে পুথি বসিয়ে নেওয়ার জন্য। এভাবে আমি কয়েকটি খাতা তৈরি করেছি তাই একটা ফটোগ্রাফি করে রেখেছি। বেশ ভালো লেগেছে তৈরির পরে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তবে আঠা বেশি পড়ার জন্য বন্ধু খাতা লিখতে সমস্যা হচ্ছিল। । তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে বন্ধু খাতা তৈরি করলাম।

1000000391.png

1000020068.jpg

১.রঙিন কাগজ
২.সাদা খাতা
৩.আঠা
৪.পেন্সিল
৫.স্কেল
৬.স্কেল

প্রস্তুত প্রণালী

ধাপ-১

1000019964.jpg
প্রথমে আমি একটা রঙিন ও সাদা কাগজ নিয়ে এক সাথে আঠা দিয়ে চিত্রের মতো করে লাগিয়ে দিয়েছি।

ধাপ-২

1000019965.jpg

এখন কয়েক ধরনের রঙিন কাগজ নিয়েছি।তারপর কাঁচি দিয়ে কেটে চিত্রের মতো করে কয়েকটি গোলাপ ফুল তৈরি করে নিয়েছি।

ধাপ-৩

1000019967.jpg

1000019968.jpg

1000019970.jpg
এখন বন্ধু খাতার ওপর আঠা দিয়ে ফুল গুলো একটা একটা করে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৪

1000019973.jpg

1000019976.jpg
এখন লাল ও সাদা কাগজ কেটে চিত্রের মতো করে কিছু লাভ তৈরি করে নিয়েছি।

ধাপ-৫

1000019980.jpg

100001png3.jpg

1000019984.jpg

তারপর আঠা দিয়ে চিত্রের মতো করে বন্ধু খাতার ওপর একটা একটা করে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৬

1000019992.jpg

1000019994.jpg

1000019993.jpg
সব গুলো লাগানো হলে পেন্সিল দিয়ে বন্ধু খাতা লিখে দিয়েছি।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের বন্ধু খাতা তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 days ago 

1000020069.jpg

1000020058.jpg

 17 days ago 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। খুব সুন্দর একটি বন্ধু খাতা বানিয়েছেন দেখতে দারুণ লাগছে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। ফ্রি টাইম এই ধরনের কাজগুলো করতে সবচেয়ে বেশি ভালো লাগে ধন্যবাদ।

 15 days ago 

ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 17 days ago 

খুব সুন্দর ডিজাইন করে আপনি বন্ধু খাতা তৈরি করে নিলেন। বিশেষ করে আপনি এত সুন্দর করে রঙিন কাগজ দেওয়ার কারণে সুন্দর বৃদ্ধি পেয়েছে। আপনার শেয়ার করা প্রতিটি ধাপ দেখে অনেক ভালো লাগলো।

 15 days ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 16 days ago 

বাচ্চাদের বন্ধুখাতা বানিয়েছেন এবং বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জেনে ভালো লাগলো।রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার করে ফুল বানিয়েছেন ও তা দিয়ে বন্ধু খাতার ডেকোরেশন করেছেন যা চমৎকার সুন্দর হয়েছে। ধাপে ধাপে বন্ধু খাতা বানানো পদ্ধতি সুন্দর করে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 15 days ago 

ধন্যবাদ আপু গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 16 days ago 

বাহ বাচ্চাদের অনেক সুন্দর করে বন্ধু খাতা তৈরি করে দিয়েছেন। এটা নিশ্চয়ই ওরা অনেক পছন্দ করেছিল। আমার কাছেও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে বন্ধু খাতা তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 15 days ago 

জি আপু ওরা অনেক পছন্দ করেছিল, ধন্যবাদ আপনাকে।

 15 days ago 

অসাধারণ আপু আপনি আপনার স্টুডেন্টদের বন্ধু খাতা তৈরি করে দিয়েছেন এবং সেই তৈরি করার পদ্ধতিটা সুন্দরভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে আপু আপনার মত আমারও রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে খুবই ভালো লাগে। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ছোটদের সুন্দর বন্ধু খাতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 13 days ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি খাতা তৈরি করেছেন।ফুলের কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটি খাতা আমাদের সামনে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।