উপজেলা পরিষদে ঘোরাঘুরির মূহুর্ত

in আমার বাংলা ব্লগ10 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।

উপজেলা পরিষদে ঘোরাঘুরি মূহুর্ত

1000020210.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। আর এতোটাই ব্যস্ত ফোন ধরার মতো কোন সময় পায়নি।যাইহোক এখন যখন একটু সময় পেলাম তাই আগে পোস্ট লিখার জন্য বসে পড়লাম। আসলে দীর্ঘ একমাত্র ধরে আমাদের বাড়িতে ধান কাটা চলছে আজ কাজ শেষ হলো।তবে গতকাল একটু সময় পেয়েছিলাম তাই আমি আর আমার ছোট জা মিলে চলে গিয়েছিলাম উপজেলা পরিষদে। আসলে সেখানে একটা কাজ ও ছিল তাই আমরা বাড়ির সকল কাজ শেষ করে গিয়েছি। যাতে কাজ শেষ করে আমরা উপজেলা ভিতর দিয়ে ঘুরতে পারি। বেশ ভালো একটা সময় কাটিয়েছি। তবে শীতের জন্য তেমন রাত করিনি।সন্ধ্যা সন্ধ্যায় ফিরে এসেছি।তাহ চলুন শুরু করি আজকের পোস্ট।

1000020210.jpg

1000020206.jpg

1000020207.jpg

1000020202.jpg

প্রথমে আমরা রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে ছিলাম।আসলে এবার সরকার চলে যাবার পরে মোড়ে অন্য রকম রুপ ধারণ করেছে।যদিও মাঝে মাঝে মোড়ের দিকে যায় তবে কখনো এভাবে ঘুরা হয় না।আসলে সব সময় গাড়িতে থাকি তারজন্য আর নেমে ঘুরা হয় না।তাই এবার ঘুরার উদ্দেশ্য গিয়েছিলাম। মোড়ের ভিতরে সব মূর্তি ভেঙ্গে অন্যরকম করে ফেলেছে। আমি মনে হয় অনেক দিন পরে এভাবে মোড়ের ভিতরে গিয়ে ঘুরেছি।আসলে দুজা মিলে বেশ ভালোই ইনজয় করেছি।

1000020201.jpg

1000020196.jpg

1000020199.jpg

তারপর আমরা চলে গিয়েছি উপজেলা পরিষদের ভিতরে। আসলে ভিতরে অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো।যদিও লোকজন সব সময় থাকে তারপরে পুরো জায়গাটা সব সময় অনেক পরিষ্কার থাকে। আমরা দুজনে মিলে কিছু দূর যেতেই চোখে পড়লো একজন ঝাল মুড়ি বিক্রেতা। আসলে বিকেল বেলা ঝাল মুড়ি খেতে অনেক ভালো লাগে। তারপর আমাদের সাথে আরো দুজন যোগ হলো ঝাল মুড়ি খাওয়ার জন্য। তবে দুঃখের বিষয় আমরা সবাই যেতে যেতে ঝাল মুড়ি বিক্রেতা চলে গিয়েছে। তাই আমাদের আর কিছু খাওয়া হয়নি।

1000020186.jpg

1000020188.jpg

1000020202.jpg

তারপর আমরা সবাই মিলে ভিতর দিয়ে হাঁটতে গিয়েছি। আসলে ভিতর দিয়ে এক সবজি চাষ করার জন্য সবাই মিলে কাজ করছে।অনেক জায়গায় সবজি ও ফুলের চারা লাগিয়েছে। গাদা ফুলের ছোট গাছ গুলো দেখে অনেক ভালো লাগলো। মনে মনে হচ্ছে আছে আবার যখন যাব তখন গাঁদাফুল দেখতে পাব। সত্যি ফুল গুলো দেখলে অনেক ভালো লাগে। তারপর পাশ দিয়ে আরো কিছু গাছ দেখতে লাগলাম। বেশ ভালো লেগেছিল ছোট গাছ গুলো। ঘুরতে সত্যি অনেক ভালো লাগে। বেশ ভালো সময় কাটিয়েছিলাম।

1000020203.jpg

1000020199.jpg

1000020211.jpg

তারপর কিছু সময় ঘুরার পরে আমরা চলে গেলাম অটোতে উঠার জন্য। আসলে এভাবে বিকেল বেলা ঘুরতে বেশ ভালো লেগেছিল। অনেক দিন পরে ঘুরেছি তাই অনেক ভালো লেগেছে। বেশ ভালো একটা সময় কাটিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

1000020250.jpg

1000020249.jpg

 10 days ago 

উপজেলা পরিষদের ভিতরে পরিবেশ টা আমার কাছে খুবই ভালো লেগেছে । পরিষ্কার ও পরিচ্ছন্ন নিরিবিলি এই ধরনের পরিবেশ প্রতিটা উপজেলায় থাকা দরকার। আপনি দেখছি কাজের ফাঁকে উপজেলা পরিষদের ভিতরে ভালোই ঘোরাঘুরি করেছেন। আমাদের সাথে সেই মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 days ago 

ঠিক বলেছেন ভাইয়া কাজের ফাঁকে বেশ ভালো একটা সময় কাটিয়েছি। পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে।

 10 days ago 

অচেনা একটি স্থান খুব সুন্দর ভাবে দেখার সুযোগ পেলাম আপনার জন্য। বেশ ভালো লাগলো আপনার আজকের এই ঘোরাঘুরির পোস্ট টা দেখে। সাথে সাথে রাজবাড়ি থানার সুন্দর এই স্থানটাও দেখতে পারলাম।

 8 days ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 days ago 

প্রথম ছবিটা দেখেই বুঝে ফেলেছিলাম এটা রাজবাড়ীর সেই পৌর এলাকার চিত্র। কারণ এখানে আমিও ফটো ধারণ করেছিলাম আমার ল্যাপটপে খুঁজলে পাওয়া যাবে এই জায়গার ফটো। তবে আজকের পোষ্টের মধ্য দিয়ে আপনার বেশ কিছু অনুভূতি জানতে পারলাম। পৌর এলাকায় অবস্থান করে বেশ অনেক তথ্য তুলে ধরেছেন আপনি।

 8 days ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 9 days ago 

আপনি যদি কিছু উপজেলা পরিষদে গিয়ে ভালোই ঘুরাঘুরি করেছিলেন। আপনার ঘুরাঘুরি করার মুহূর্তটা অনেক বেশি ভালো ছিল যা দেখেই বুঝতে পারছি। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে আপনার ঘুরাঘুরি করার মুহূর্তটি। ঘুরাঘুরি করার সময় বেশ কিছু সুন্দর ফটোগ্রাফিও করেছেন আপনি।

 8 days ago 

জি আপু ঘোরাঘুরি মূহুর্তটি সত্যি অনেক ভালো ছিল, ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

মাঝেমধ্যে এভাবে ঘুরাঘুরি করতে যেমন ভালো লাগে, তেমনি ঘুরাঘুরি করার পোস্টগুলো পড়তেও খুব ভালো লাগে। উপজেলা পরিষদে গিয়ে ঘুরাঘুরি করেছেন শুনে ভালো লাগলো। ঘুরাঘুরি করার সময় অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করে শেয়ার করেছেন দেখে আরো ভালো লেগেছে। মুহূর্তটি সত্যি অনেক বেশি সুন্দর ছিল।

 8 days ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।