মুভি রিভিও ।। Before Sunrise ।। 10% for @shy-fox by @parves23 🦊
আজ আমি একটি রোমান্টিক ছবির রিভিও তুলে ধরবো আপনাদের সামনে। হয়তো অনেকে দেখে থাকবেন ছবিটি। কারন এটি কাপলদের মধ্যে খুবই জনপ্রিয় একটি ছবি। ছবিটি রিলিজ হয় ১৯৯৫ সালে আর IMDb তে রেটিং 8.1. আসুন কথা না বাড়িয়ে শুরু করি।
screen shot from my PC
ছবিটি শুরু হয় একটি ট্রেনের ভিতর। দুইজনেই বই পড়তে পছন্দ করে। পাশাপাশি বসার কারনে তারপরই তাদের মধ্যে কথা শুরু হয়। ছেলে মেয়ে দুজনেই জীবন নিয়ে কথা বলতে আর ভাবতে ভালোবাসে। ছেলেটি আমেরিকান আর মেয়েটি ফ্রেঞ্চ।
screen shot from my PC
ছেলেটির নাম জেসি আর মেয়েটির নাম সিলিন। জেসি ভ্রমনে বের হয়েছে সে জানে না কেন বের হয়েছে কিংবা কোথায় যাবে, হয়তো নিজেকে খুজতে তার এই ভ্রমন। আর সিলিন একটি অস্ট্রিয়ার ভিয়েনায় একটি ফ্লাইট ধরতে যাচ্ছে ফ্রান্সে যাওয়ার জন্য। ট্রেনে সাক্ষাত হওয়ার পর তারা দুজনে অনেক কথা বার্তা চালিয়ে যায়। দুজন দুজনকে ভালোও লাগে। দুজনের প্লেন ধরতে আরো ১ রাত সময় আছে। তাই তারা ঠিক করে এই রাতটা তারা ভিয়েনার শহরে হেটেই কাটাবে।
screen shot from my PC
ছবিটির একটা দারুন বৈশিষ্ট হলো ছবিটিতে কোন মেলো ড্রামা, ভায়োলেন্স, এডাল্ট সিন নেই। সাধারন কিন্তু খুবই অসাধারন স্ক্রিন প্লে করেছে এই মুভিটিতে।
screen shot from my PC
screen shot from my PC
তারা ভিয়েনার শহরে হাটতে হাটতে তাদের ফ্যামেলি, বিভিন্ন বিখ্যাত বইয়ের লেখক ফ্রেন্ডস নিয়ে কথা বলে, তাদের প্রাক্তন পার্টনারদের নিয়ে কথা বলে। এক অপরকে যতটুকু জানা যায়। এক সময় তাদের হঠাৎ মনে পড়ে যায় যে তারা আসলে কেউ কারো নামও তখন পর্যন্ত জানা হয় নি। অথচ তারা অর্ধেক রাত কথা বলে কাটিয়ে দিয়েছে।
screen shot from my PC
ভিয়েনার বিভিন্ন বিখ্যাত জায়গা তারা ভ্রমন করার সিদ্ধান্ত নেয়। মানে এক রাতে যকটুকু ভ্রমন করা সম্ভব। দুজনের গানের আ্যলবাম, আর টাইম ট্রাভেল তাদের দুজনেরই পছন্দের টপিক। আস্তে আস্তে তারা বুঝতে পারে তারা আসলে একে অপরকে এই এক রাতের কথার মধ্যে পছন্দ করে ফেলেছে। কিন্তু কেউ কাউকে বলার সাহস পায় না। কারন তারা দুজনেই মানতো যে এতো অল্প সময়ে তারা কোন দিনই প্রেমে পড়ে যেতে পারে না।
screen shot from my PC
নিজেদের বাস্তবধর্মী হিসেবে তারা জানতো তারা কিন্তু এভাবে যে হঠাৎ এক জনের সাথে ট্রেনে দেখা হয়ে ভালোবেসে ফেলাটা মানতেই পারছিলো না দুজনে। তারা কথায় কথায় এটাও ঠিক করেছিলো আজ রাতে পর তারা আর কোনদিন দেখা করবে না।
screen shot from my PC
রাত শেষে যখন সকাল হয়ে পড়ে দুজনেরই ট্রেন ছাড়ার সময় হয়ে যায়। এই বিদায়ের সময় যেন কেউ আর তাদের মনের কথা চেপে রাখতে পারে না। তারা ঠিক করে যে ঠিক ভিয়েনার এই নির্দিষ্ট স্টেশনে তারা ৩ বছর পর এই সময়েই দেখা করবে। তখনও যদি তারা এই রাতের মতো একে অপরকে পছন্দ করে এবং ভালোবাসে একমাত্র তাহলেই তারা মেনে নেবে যে তাদের ভালোবাসা সত্যি ছিলো। জেসি আর সিলিন ঠিক ৩ বছর পর ভিয়েনার সেই স্টেশনে একে অপরের জন্য ছুটে আসে। এরপর সমাপ্তি।
এ ধরনের মুভিগুলো আমার সাধারণত দেখা হয়না। মুভিটি নিয়ে আপনি কোন রেটিং দেননি। রেটিং দিলে আসলে বুঝে যায় যে মুভিটি দেখতে কেমন লেগেছে বা কতটুকু উপভোগ করেছেন। যাই হোক মনে হচ্ছে কাহিনী খুবই ইন্টারেস্টিং।
আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।
ফিউচারে রেসিং সহ পোস্ট করবো আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ।
চমতকার একটি রোমান্টিক মুভি রিভিও করেছেন ভাই। রোমান্টিক মুভি দেখলে স্পেশাল মানুষের প্রতি মনের মধ্যে ভালবাসা আরও বেড়ে যায়। অনেক গুছিয়ে সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। ভাল ছিল সবকিছু। তবে এই মুভি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত ও রেটিং যদি যোগ করতেন তবে আরও ভাল হতো। এর পরে এই বিষয়টি মাথায় রাখবেন। ধন্যবাদ
ধন্যবাদ ভায়ো।
আপনাকে অনেকদিন পর পোস্ট করতে দেখলে ভালো লাগলো।
১.নিজের কিছু মতামত ও জানাবেন।তাতে পোস্ট কোয়ালিটিফুল হবে।
২.এরপর থেকে একটিভ না থাকলে আপনাকে লেভেল - ১ এ পাঠিয়ে দেওয়া হবে।কারণ আপনি এর আগেও অনেক সময় নিয়েছেন।
৩।এংগেজমেন্ট বৃদ্ধি করুন ডিস্কোর্ড এবং কমিউনিটি দু জায়গাতেই।
আচ্ছা আপু। একটিভ থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ্।