||গল্প:-এক টাকার দাম||

in আমার বাংলা ব্লগ10 months ago
আসসালামু আলাইকুম:-আদাব
"গল্প:-এক টাকার দাম"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

1000051872.jpg

Source

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে গল্প:-এক টাকার দাম আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু পোস্ট নিয়ে আসার।তো প্রতি সপ্তাহে আমি একটা করে গল্প পোস্ট শেয়ার করি।আমার কাছে এই রকম গল্প গুলো পড়তে এবং আপনাদের মাঝে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। তাই চেষ্টা করি প্রতি সপ্তাহে সুন্দর সুন্দর কিছু গল্প শেয়ার করার।তো আজকে আমি যে গল্পটি শেয়ার করব এটি একটি অনেক মূল্যবান গল্প। কারণ বর্তমান সমাজে আমরা টাকাকে টাকা নামে চিনি কিন্তু টাকাকে সম্মান দিতে জানিনা।আপনারা হয়তো জানেন টাকা এমন একটা জিনিস যা সবার মনের আনন্দ এবং কষ্ট নিমিষেই দূর করে।টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ সম্মান করে না।যাই হোক গল্প টি তাহলে শুরু করা যাক।

তো রাত সাড়ে এগারোটা বাজে তখন। শহরের ব্যস্ততা কমে এসেছে, রাস্তায় শুধু কিছু ভাসমান মানুষের ছায়া। স্টেশনের এক কোনে বসে আছে একটা ছেলে,নাম ধরে কেউ ডাকে না, সবাই ‘ছোটু’ বলেই চেনে।

ছোটু পকেটে হাত ঢুকিয়ে দেখলো, মাত্র এক টাকা আছে। ক্ষুধার যন্ত্রণা চেপে রেখে একটা চায়ের দোকানের দিকে তাকিয়ে থাকলো। দোকানদার তার চেহারা দেখে বুঝে ফেলল, এই ছেলেটা ক্ষুধার্ত।দোকানদার বলে কী হলো, কিছু খাবি?

ছোটু মাথা নিচু করলো, হাতের এক টাকা বাড়িয়ে দিয়ে বললো, চাচা এই টাকায় কিছু পাওয়া যাবে?দোকানদার একটু চিন্তা করলো, তারপর হাসিমুখে বললো,এই টাকায় তো কিছুই হয় না, তবে তুই বস, আমি যা দেই খা।

গরম গরম রুটি আর ডাল সামনে এনে দিলো দোকানদার। ছোটু অবাক হয়ে তাকিয়ে থাকলো, তারপর দ্রুত খেতে শুরু করলো।খাওয়া শেষ হতেই দোকানদার বললো,টাকা দিতে হবে না, এটা আমার পক্ষ থেকে উপহার।

ছোটু কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর সেই এক টাকার কয়েনটা দোকানদারের হাতে দিলো।দিয়ে বলে চাচা, এটা আমি রেখে দিতে পারবো না। এক টাকা হলেও এটা আমার সম্মান। একদিন যখন বড় হবো, তখন এই এক টাকার মূল্য অনেক বেশি হবে আমার কাছে।দোকানদার ছোটুর মাথায় হাত বুলিয়ে দিলো।

রাতে শুতে যাওয়ার আগে দোকানদার সেই এক টাকার কয়েনটা নিজের ক্যাশ বাক্সে রেখে দিলো।সেই এক টাকা একদিন অনেক বড় গল্পের সাক্ষী হয়ে রইলো। কারণ ছোটু সত্যিই একদিন বড় হয়েছিল, আর সেই দোকানদারের পাশে দাঁড়িয়ে বলেছিল চাচা, আজ থেকে এই দোকানটা আমাদের দুজনের।

তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।ছোটু যখন এক টাকা পকেটে নিয়ে ঘুরতো সেই সময় বুঝতে পারছে টাকার মূল্য কতটা।কারণ সে কারো কাছেই হাত পাততে পারেনি।শেষ পর্যায়ে যখন দোকানদার তাকে হেল্প করলো তখন সে বুঝতে পারছে যে টাকা না থাকলে দুনিয়াতে কেউ মূল্য দেয় না।আসলে আমিও মনে করি যে টাকা থাকলে আমাদের সবকিছু করা সম্ভব হয়।তবে আগের যুগের মানুষদের কাছে এক টাকা অনেক টাকার পরিমাণ মনে হতো।ছোটু বুঝতে পারছে টাকা জিনিস টা কেমন,সেই ছোটু যখন বড় হয়েছে সেই দোকানদার মিলে দুইজনে ব্যবসা শুরু করছে।যাইহোক গল্প টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমাদের সবার উচিত টাকাকে সম্মান দেওয়া। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 10 months ago 

আজকের ডেইলি টেস্ক প্রুফ।।

1000051881.jpg1000051880.jpg
1000051879.jpg1000051878.jpg
1000051764.jpg1000051763.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.


💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate

Hi @polash123,

Sorry for contacting you out of the blue - I'm trying to get votes moved from the old Return Proposal and to the New Return Proposal.

The easiest way to do this is through Steemworld:

https://steemworld.org/proposals

So that votes look like mine currently do (with only the new return proposal supported):

{6D40524A-AF59-4398-818B-A3FDCB28E4A1}.png

It would be great it you could also support my proposal (Modernise steemit.com Interface) and support my efforts to improve the display and user experience on Steemit.com.

Please drop me a line if you have any questions.

Thank you in advance for your help and support 🙏