|| স্বরচিত কবিতা : হারানো প্রেম ||
নমস্কার বন্ধুরা
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারো নতুন একটি পোস্ট নিয়ে। আজকে একটি কবিতা পোস্ট করব। অনেকদিন ধরেই কবিতা লেখা হয় না। তাই লেখার হাত একেবারে গেছে বললেই চলে। আমার বাংলা ব্লগ,কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকে একটু আধটু কবিতা লিখতাম। কিন্তু সে অভ্যাস প্রায় চলেই গেছে। আজ আবারও অনেকদিন পর চেষ্টা করলাম একটি কবিতা লেখার। একজন প্রেমিকার তার প্রেমিকের প্রতি দুঃখকে কেন্দ্র করেই কবিতাটি লেখা হয়েছে। আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।
হারানো প্রেম
পৃথিবীতে বহু মানুষ দেখেছি,
কিন্তু তোমার মতো তো দেখিনি।
বহু মানুষের সাথে মিশেছি,
কিন্তু তোমার মতো তো কাউকে পাইনি।
কি জানি? কি অদ্ভুত মায়া
লুকিয়ে আছে তোমার মাঝে।
নতুন করে প্রাণ ফিরে পাই,
তোমারই ওই হাসির মাঝে।
তবু,
ভাগ্য আমার নেই তো সাথে,
হারিয়েছি তোমায় অনেক আগেই।
তবুও তুমি থাকলে সুখে,
দূরের থেকেই খুশি আমি।
এই জন্ম তো কেটেই গেল,
পাওয়া না পাওয়ার এই খেলাতে।
তবুও তোমায় বাঁধব আমি,
পরজন্মে প্রেমের মায়ায়।
কবিতার মূলভাব :
কবিতাটি মূলত একজন প্রেমিকার তার প্রেমিকের প্রতি বিরহকে কেন্দ্র করে লেখা হয়েছে। একজন প্রেমিকা যে তার প্রেমিককে অত্যন্ত ভালোবাসে। তার প্রেমিকের মায়া ভরা মুখের মাঝেই সে সমস্ত সুখ খুঁজে পায়। তবু তার ভাগ্য তার সহায় হয়নি। তার সেই প্রিয় মানুষটি তার থেকে অনেক আগেই অনেক দূরে হারিয়ে গেছে। তবুও সে দূর থেকে তার প্রেমিককে খুশি দেখলেই ভালো থাকে। আর মনের মাঝে আশা রাখে পরবর্তী জন্মে তাদের মিলন হবে।
| পোস্ট বিবরণ | কবিতা লিখন |
|---|




https://x.com/GhoshPuja2002/status/1816155190296297931?t=wGOLTfhcVJoMfACBQbf8Sw&s=19
পৃথিবীতে প্রিয় মানুষের মুখের হাসি দেখলে যেনো দেহে প্রান ফিরে আসে।ভালোবাসার মানুষের হাসির জন্য সব কিছু করা যায়।চাইলে প্রানটাও উৎসর্গ করা যায়।দারুন একটি প্রেমের কবিতা লিখেছেন আপু।আপনার লেখা কবিতাটি একদম হৃদয় ছুঁয়েছে আমার।প্রতিটা লাইন চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার লেখা কবিতাটির প্রত্যেকটা লাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
আপু আপনি আজ অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। এ কবিতাটি প্রেমিকা তার প্রেমিকের প্রতি বিরহকে কেন্দ্র করে লেখা হয়েছে। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর আমাদের মাঝে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
জ্বী আপু আপনার লেখা কবিতা কি অনেক সুন্দর হয়েছে। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি।
খুবই সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি। আপনার কাছ থেকে সুন্দর কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি এই কবিতা এখানে তৈরি করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এই কবিতা আপনার কাছ থেকে পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ আপনি কবিতার লাইনে সামজ্ঞস্যতা খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷
চেষ্টা করেছি কবিতার প্রতিটা লাইনের মধ্যে সামঞ্জস্যতা রাখার। কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।
সত্যি কথা বলতে দিদি, প্রিয় মানুষকে খুশিতে থাকতে দেখলে সকলেরই ভালো লাগে। সেটা দূর থেকেই হোক কিংবা কাছ থেকে। অনেকদিন পর আপনার লেখা কবিতা পড়লাম। কবিতাটা সত্যিই অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে, এত সুন্দর একটা বিরহের কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।
আমিও অনেকদিন পরেই কবিতা লিখলাম ভাই। আমার লেখা বিরহের এই কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।
এখন থেকে মাঝে মাঝে চেষ্টা করবেন দিদি, এই ধরনের কবিতা গুলো লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।
কবিতা যদি হয় কবিতার মত তাহলে কবিতা পড়তে খুবই ভালো লাগে। আজকে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। ভালোবাসার মানুষের সাথে বিরহ বিচ্ছেদের কথা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।