বিয়ের দাওয়াত।
আমি @rahimakhatun
from Bangladesh
৭নভেম্বর ২০২৪খ্রিস্টাব্দ ।
|
---|
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে ভ্রমণ পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।আসলে ভ্রমন বলতে বিয়ের দাওয়াত খাওয়া এটাকে নিমন্ত্রণ ও বলা যায়।বেশ অনেক দিন আগের যদিও পোস্ট করবো করবো করে আজ মোবাইলে হঠাৎ ছবি দেখে ভাবলাম আজকেই পোস্ট করি।ছবিগুলো দুই বছর আগের ছবি। আসলে আমাদের বাসায় যে খালা কাজ করে সেই খালার ছেলের বিয়ে। খালা আমাদের বাসায় কাজ করে প্রায় এগারো বছর।
অনেক বছর যেহেতু কাজ করে তাই বিয়ের দাওয়াতে যেতেই হবে।যদিও আমি অসুস্থ ছিলো তখন আমার বাবু পেটে ছিলো তাই আমি যেতে পারি নি আমার ছেলেকে খালা নিজে এসে নিয়ে গিয়েছে। আসলে খালা আমার ছেলেকে অনেক আদর করে।আমার মা ও খালাকে নিজের আপন মানুষের মতই ভাবে।খালা আবার অনেক বড় অনুষ্ঠান করেছে একেবারে হলুদ বিয়ে এবং বৌভাত সবই করেছে।আসলে শখ বলে কথা আরকি,হা হা।যদিও আমার কাছে দার নিয়ে অনুষ্ঠান করা পছন্দ না।যাই হোক যেহেতু হলুদ ছিলো সন্ধ্যায় তাই আমি আর যায় নি তবে আমার বারান্দা দিয়ে দেখা যায় তাই ছেলেকে নিয়ে গিয়েছে খালা।আসলে লাইটিং আর গান শুনে আমার ছেলে পাগল হয়ে গিয়েছে ছোট মানুষ বলে কথা।
যখন স্টেজ সাজাচ্ছিলো তখন আমি কিছু ছবি তোলেছিলাম।আসলে মোটামুটি সুন্দর করেই স্টেজ সাজিয়েছে। রঙিন কাপড় আর আর্টিফেসিয়াল ফুল দিয়ে তৈরি করেছে সাথে মরিচা লাইট ছিলো।
আমার ছেলে আর আমার বোনের ছেলে। আসলে স্টেজে উঠেই তারা বেশ খুশি। সোজা করে একেবারে ছবি তোলা যায় নি।আসলে আমার বড় বোন নিয়ে গিয়েছিলো।
এইটা হচ্ছে বৌ ভাতের ছবি। ভালোই লাগছে বৌ কে। ছবিগুলো বেশ আগের,এখন তাদের একটা বাবুও আছে।আসলে আমাদের মোবাইলে কত কত আগের ছবি থাকে, মোবাইলে সময় লিখা না থাকলে হয়তো কখনোই আমরা বলতেই পারতাম না কত বছর আগে ছবিগুলো তুলেছিলাম।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | wedding |
link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |