জীবনটা আপেক্ষিক
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।
কেমন আছেন বন্ধুরা ?অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে এলাম।২০২৪ সালের শেষ সময়টা অসুস্থতায় ঘেরা সময় ছিল আমার জন্য।যদিও আজকে একদম পারফেক্ট আছি।আজ ইনকোর্সপরীক্ষা শেষ হলো।সব মিলিয়ে ফ্রি এখন থেকে বলতে পারেন।তাছাড়া আপনাদের থেকে দূরে থাকতে আমার একটুও ভালো লাগেনা।মাত্র কটা দিন পোস্ট করিনি তারপরেও মনে হচ্ছে যেন এক যুগ ছিলাম না আপনাদের সাথে।
এবার ভেবেছিলাম শীতকালটা এনজয় করতে পারবো না। কারণ এতটাই অসুস্থ ছিলাম।এখন যেহেতু সুস্থ আর পুরোপুরি পারফেক্ট আছি । তাই চিন্তা করছি এই মাসটা পুরো রিল্যাক্সে কাটাবো। আসলে জীবন মানেই তো চিল।আমার জীবনে আমি কখনোই টাকা,পয়সা ইত্যাদি নিয়ে চিন্তা করিনি।কারণ জানি এগুলো আপনাপানি চলে আসবে।অনেককেই দেখি টাকার পিছনে দৌড়িয়ে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলো হারায়। আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত অতটা উপভোগ করছি না। তবে অলসতা ও বলতে পারেন এটা একধরনের। আমি ব্যক্তিগত ভাবে অলস ঠিক আছে। তবে কাজের সময় ঠিকই গুরুত্বপুর্ণ কাজগুলো করে ফেলি। আগে যখন স্কুলে পড়তাম তখন সকাল সাতটায় পড়া থাকতো আমি ঘুম থেকে উঠতাম ছয়টা ৪৫ মিনটে। মাত্র ১৫ মিনিটের মধ্যেই ১৫ মিনিটের রাস্তা পার করতাম সাথে রেডি হতাম। আহ জীবন!আর মজার ব্যাপার কি হত যেদিন আমার লেইট হয় সেদিন স্যারের ও লেইট হতো। আগেকার মুহূর্তগুলো সত্যি খুব মিস করি।
আমাদের চতুর্থ বর্ষের ইনকোর্স পরীক্ষা শেষ হলো আজ। আর এটি আমাদের কলেজের শেষ পরীক্ষা। এরপরে হবে আমাদের বোর্ড পরীক্ষা, আর যেটা হবে আগামী বছর মে অথবা জুন। ডিপার্টমেন্টে গেলে কেমন একটা শূন্যতা কাজ করে।আগে যারা ছিল তাদের মধ্যে সবাই আর নেই। আর এটা আমাদের জন্য অনেক কষ্টের একটি বিষয়। এর মধ্যে আমাদের দুইজন খুব ক্লোজ ফ্রেন্ড যারা প্রোমোটেড হতে পারেনি। বর্তমান প্রশ্ন প্যাটার্ন অনেকটা চেঞ্জ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় যার জন্য শিক্ষার্থীদের ভোট ভিত্তিক পড়াশুনাটা রিস্কি বলা যায়।
তবে এখন পর্যন্ত এভাবেই আমাদের পড়াশোনার কার্যক্রম চলছে আগামীতে হয়তোবা পরিবর্তন হবে সব সিলেবাস গুলা। এই নিয়ে খুবই চিন্তিত আমরা সবাই। আসলে বোর্ড ভিত্তিক পড়াশোনা হওয়াতে বেসিক দুর্বল হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের। যার জন্য বোর্ডের বাইরে থেকে বসে প্রশ্ন করলেই মাথায় হাত পড়ে যায়।
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।
Post by-@rahnumanurdisha
Date -10th December,2024
VOTE @bangla.witness as witness

OR
VOTE @bangla.witness as witness




