সন্ধ্যার প্রকৃতিক দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #211
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোর দলে। তবে রয়েছি খুব ব্যস্ততার মাঝে। আর তা ছাড়া দেশে যা হচ্ছে তা নিয়ে শান্ত থাকা যাচ্ছেনা। কেমন যেনো এক অচেনা পরিবেশ। আল্লাহর কাছে দোয়া যেনো সব কিছু ঠিক হয়ে যায়। তো যাই হো আপনাদের মাঝে আজ একটি আর্ট নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে গাঢ় নীল রঙ দিয়ে ভরাট করি।
এবার আমি এক সাইডে পুকুর পাড় তৈরি করি।
এবার সাইডের পাড়ে ঘাস এঁকে দেই এতে করে দেখতে বেশ সুন্দর দেখাবে।
এবার আমি ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এবার বড় একটি সূর্য আঁকি। এক্ষেত্রে এলিপ্টিক্যাল মারকিউ টুল ব্যবহার করেছি।
এবার সূর্যের উজ্জ্বলতা বৃদ্ধি করি। সাথে পুকুরে এর প্রতিবিম্ব তৈরি করি।
এবার সামনের কাস্টম ব্রাশ টুল দিয়ে পাখি যুক্ত করি।
এবার প্রথমে কালার কারেকশন করি এরপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
ফটোশপের মাধ্যমে খুব সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন ভাইয়া। এধরণের কাজে কালার সেন্স খুব জরুরি। যেটা আপনি সুচারুরুপে সম্পাদনা করতে পেরেছেন।ফটোশপের মাধ্যমে সন্ধ্যার প্রকৃতিক দৃশ্য অঙ্কনটি আমার ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আসলে আপু ফটোশপ দিয়ে ডিজিটাল আর্ট করতে অনেক ভালো লাগে।
ফটোশপ দিয়ে কত সুন্দর করে গোধূলিতে সূর্যাস্তের চিত্র অঙ্কন করেছেন ভাই। ভীষণ সুন্দর হয়েছে আপনার আঁকা ছবিটি। যেন মনে হচ্ছে আসলেই সামনে থেকে দাঁড়িয়ে নদীর ধারে সূর্যাস্ত দেখছি এক মনে। সব মিলিয়ে দারুন একটি পোষ্ট এবং শিল্পকর্ম আমাদের সঙ্গে শেয়ার করলেন।
গোধূলিবেলার চিত্র আঁকতে বেশ ভালো লাগে।
ডিজিটাল চিত্র অংকনটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে সন্ধ্যা বেলার দৃশ্য ফুটিয়ে তুলেছেন এই চিত্রের মাধ্যমে।
আসলে সন্ধ্যা বেলার দৃশ্য আমার কাছে ভালো লাগে । তাই তো আর্ট করার প্রচেষ্টা।
ভাইয়া আপনি সন্ধ্যার প্রাকৃতিক দৃশ্যের খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্য গুলো বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি আর্টের মধ্যেও ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য।
সন্ধ্যার প্রাকৃতিক দৃশ্য গুলো আমার কাছে খুবই ভালো লাগে। তাই চেষ্টা করি।
গোধূলি বেলার অপরূপ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আপনি এত সুন্দর করে গোধূলির সৌন্দর্য তুলে ধরেছেন দেখে মুগ্ধ হয়েছি ভাইয়া। অসাধারণ হয়েছে আপনার ডিজিটাল আর্ট। দারুন লাগছে দেখতে।
আসলেই গোধূলি বেলার অপরূপ সৌন্দর্যে আমাদের সব সময়ই মুগ্ধ হতে হয়।
আপনার ডিজিটাল আর্ট গুলো সব সময় ই দারুন হয়।আপনি সন্ধ্যার অপরুপ চিত্র আজ তুলে ধরেছেন আর্টের মধ্যে দিয়ে। চমৎকার হয়েছে আর্টটি।সুন্দর ভাবে দৃশ্যটিকে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
জানিনা কতোটা দারুণ হয় তবে আমি সব টা দিয়ে চেষ্টা করি।
ডিজিটাল আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে কিন্তু আপনি চমৎকার সন্ধ্যার প্রকৃতিক দৃশ্য আর্ট করেছেন। তবে ডিজিটাল আর্টের মধ্যে আলাদা একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ডিজিটাল আর্ট আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু। আমার সব আর্ট পোস্ট এই আপনার থেকে অনুপ্রেরণামূলক মন্তব্য পাই। ভালো লাগে খুব।
আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর কিছু পোস্ট শেয়ার করে আসছেন৷ আজকেও বেশ অসাধারণ একটি আর্ট আপনার কাছ দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি এখানে আজকে সুন্দর আর্ট শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগলো৷ ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য৷
জ্বি ভাইয়া চেষ্টা থাকে ভালো কিছু করার।