ক্রিপ্টো টোকেন ট্রন (TRX) জমানো - ২৩ তম সপ্তাহ।
আসসালামু আলাইকুম। আজ সোমবার , ২০ মার্চ , ২০২৩। প্রথমেই সকলের সুস্থতা কামনা করছি।
আজ থেকে প্রায় দেড় বছর আগে থেকে আমি ট্রন সম্পর্কে ভালো ধারণা পেতে শুরু করেছিলাম। ভালো ধারনা বলতে ট্রন ইকোসিস্টেম সম্পর্কে হিউজ নলেজ রাখি না, তবে এর ভালো মন্দ কিছু বিষয়ে ধারণা রাখি। আর এটা পেয়েছি দাদার থেকে। দাদা আমাদেরকে না বললে হয়তো ট্রেনের ভালো দিকগুলো সম্পর্কে আমি জানতেই পারতাম না। আমি সবসময়ই দাদার প্রতি কৃতজ্ঞ। দাদা সেই অনেক আগে থেকেই TRX জমানোর একটা উদ্যোগ নিয়েছে যেটা আমার কাছে তখনই খুবই ভালো লেগেছিল। কারণ আমি বিশ্বাস করি একটা নিয়ম করে ধৈর্য ধরে যদি কোন কিছু জমানো যায় নির্দিষ্ট সময় পর গিয়ে সেটার অংক বিশাল আকার ধারণ করে।
উদাহরণস্বরূপ আমি বলতে পারি আমাদের টার্গেট ডিসেম্বর উদ্যোগটি নিয়ে। পাওয়ার আপের এই উদ্যোগটি এখন পর্যন্ত সফল একটি উদ্যোগ। যার একটি টার্গেট নিয়ে পাওয়ার আপ করে যাচ্ছে তারা এক সময় কল্পনাও করতে পারেনি তারা কতদূর পর্যন্ত পাওয়ার গ্রো করতে পারবে । কিন্তু এখন এসে যখন পিছনের দিনটির কথা মনে পড়ছে, সবাই তখন অবাক হচ্ছে যে তারা ধীরে ধীরে কতটা দূরে এগিয়ে এসেছে। আমি নিজেই অবাক হই আমার ওয়ালেটের দিকে তাকিয়ে।
ট্রন নিঃসন্দেহে সেরাদের মধ্যে বিরাজ করে। সুপার ফাস্ট ট্রানজেকশন, ফি লেস সুবিধার কারণে অত্যন্ত জনপ্রিয় এটি। এটির ফিউচার যে অনেক ভালো সেটা বলার অপেক্ষা রাখে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে ১০০ টি.আর.এক্স জমাবো, যেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। আর আমার টার্গেট হলো ৫০০০ TRX জমানো।
এটি আমার ২৩ তম সপ্তাহ। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে আমার ওয়ালেটে TRX জমাচ্ছি।
প্রথম স্টেপ:- প্রথমে ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিট এড্রেস কপি করে নিলাম।
দ্বিতীয় স্টেপ:- ট্রেনলিংক ওয়ালেট থেকে ট্রাস্ট ওয়ালেট ডিপোজিট এড্রেসে ১০০ TRX পাঠিয়ে দিলাম।
তৃতীয় স্টেপ:- ১০০ TRX ট্রান্সফার সাকসেসফুল দেখাচ্ছে।
চতুর্থ স্টেপ:- ট্রাস্ট ওয়ালেট এ ঢুকে নিশ্চিত হলাম আমার ২৩ তম সপ্তাহের ১০০ TRX জমানো সম্পূর্ণ হয়েছে।
আমি খুবই খুশি ২৩ তম সপ্তাহে ১০০ TRX জমাতে পেরে। প্রত্যেক সপ্তাহে এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। আপনারাও চেষ্টা করুন যতটুকু সম্ভব জমিয়ে রাখার। আশা করি ভবিষ্যতে কাজে দিবে।
আমার টার্গেটের ৫০০০ TRX জমাতে আরো ২৭০০ TRX প্রয়োজন। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি ৫ হাজার টি.আর.এক্স জমানো সম্পূর্ণ করতে পারবো। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ।
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |










ভাই আপনি আজকে আমাদের মাঝে ট্রন জমানো - ২৩ তম সপ্তাহে শেয়ার করেছেন। আপনি প্রত্যেক সপ্তাহে ১০০ ট্রন জমিয়ে থাকেন সত্যিই দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন এগুলোর দাম খুবই অল্প আশা করি একটা সময় এগুলোর দাম অনেক বৃদ্ধি পাবে। আমিও প্রত্যেক সপ্তাহে ট্রন জমিয়ে থাকি। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে একটি পোস্ট শেয়ার করার জন্য।
৫০০০ TRX জমানোর লক্ষ্য নিয়ে ভাইয়া আপনি খুবই সফলতার সাথে trx জমানোর ২৩ তম সপ্তাহ শেষ করলেন। আমি আশা করি আপনি এভাবেই trx জমিয়ে আপনার কাঙ্খিত লক্ষটি সাফল্যের সাথে পূরণ করতে সক্ষম হবেন।
দাদার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আপনি আপনার
ট্রন (TRX) জমানোর ধারাবাহিকতা বজায় রেখেছেন।আশা করি সময়ের মধ্যে আপনার টার্গেট ও পূরণ হয়ে যাবে,শুভকামনা রইলো দাদা।