সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - মার্চ প্রথম সপ্তাহ - [Weekly Plagiarism Report -March -1st week]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Tue_23_11_2021_13_43_02.png

07-03-2022

চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।

আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ

ক্রমিক নংনামপোস্ট লিংকচৌর্যবৃত্তির শতকরাপ্রধান উৎস
@manoharmandiঅবহেলা
100%
উৎস
@pritamnandyটাকা আয়
100%
উৎস

কপিরাইট বিধি লঙ্ঘন:

ক্রমিক নংনামপোস্টপ্রধান উৎস
@shariful2লিংক উৎস
@vivvলিংক উৎস
@btclovermagazineলিংক উৎস

যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে নিন।

Amar Bangla Blog

||
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break.png

Amar Bangla Blog Discord Server


এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

break.png


Sort:  
 3 years ago 

ইশ, কমে গিয়ে ও এই সপ্তাহে চৌর্যবৃত্তির সংখ্যা আবার বেড়ে গিয়েছে।
একজন আবার পুরোনো মেম্বারকে দেখছি।এটি খুবই হতাশার।যাইহোক আপনার হাত থেকে নিস্তার নেই তাদের ,ধন্যবাদ দাদা😊.

 3 years ago 

হঠাৎ করেই এর সংখ্যা যেন বৃদ্ধি পেল, এবং সকলের মাঝে একটি পরিচিত মুখ দেখতে পেয়ে সত্যিই খুব খারাপ লাগলো এটি আসলে কখনোই কাম্য ছিল না। সত্যিই আপনি আমাদের কমিউনিটিকে সুন্দর এবং পরিপাটি করার জন্য যথেষ্ট পরিমাণ কষ্ট করে যাচ্ছেন ।

অপরাধীরা যেন কোনোভাবেই শাস্তি থেকে বঞ্চিত না হয় এটাই কামনা করি। যেহেতু গতবারের তুলনায় চৌর্যবৃত্তি সংখ্যা কিছুটা বেড়েছে। তাই আমাদের আরো কঠোর হতে হবে। ধন্যবাদ ভাইয়া সঠিকভাবে চৌর্যবৃত্তির পরিসংখ্যান রিপোর্ট দেওয়ার জন্য।

 3 years ago 

সাপ্তাহিক চৌর্যবৃত্তি রিপোর্ট আমাদের কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি খুব সুন্দর ভাবে ধৈর্য সহকারে আমাদের কমিউনিটিকে চৌর্যবৃত্তি থেকে মুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ। আপনার এই পরিশ্রম সফল হবে ইনশাল্লাহ। তবে হতাশজনক আবারো বেড়ে যাচ্ছে ।

 3 years ago 

চৌর্যবৃত্তি থেকে সবারই সর্তক থাকা উচিৎ।চৌর্যবৃত্তি কোন ভাবেই কাম্য নয়। দিন দিন কমিউনিটিতে চৌর্যবৃত্তির সংখ্যা কমে গিয়েছে। সেটাই কামনা করি ধন্যবাদ।

 3 years ago 

কি যে একটা অবস্থা? খুবই হতাশাজনক এবং আমাদের জন্য দুঃখজনক। গত সপ্তাহে স্বাভাবিক ছিল কিন্তু তিন সপ্তাহের ব্যবধানে অনেকগুলো চৌর্যবৃত্তি বেড়ে গেল। সত্যিই, কেমন জানি একটা বিশ্রী অবস্থা।

যাই হোক তার পরেও এমন নিখুঁত কার্যক্রম চালিয়ে গেলে অবশ্যই একসময় আমরা সর্বোচ্চ পরিষ্কার রাখতে পারব ইনশাল্লাহ।
ধন্যবাদ কমিউনিটিকে শস্য এবং সুন্দর রাখতে আপনার এত সুন্দর উদ্যোগ

 3 years ago 

আবারো চৌর্যবৃত্তি সংখ্যা বেড়ে গেলো। দেখে আসলে খুবই খারাপ লাগলো। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট, এই পোস্ট টি করতে ভাই আপনাকে অনেক পরিশ্রম করতে হয়। কমিউনিটিকে দূষণ মুক্ত রাখার জন্য এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ । ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

কমিউনিটির পরিবেশ ভালো রাখতে ও স্বচ্ছতা বজায় রাখতে সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাইয়া আপনি আপনার দক্ষতার সাথে খুঁজে খুঁজে সব চৌর্যবৃত্তি খুঁজে বের করেন এবং সকলের মাঝে প্রতিবেদন প্রকাশ করেন । এতে নিশ্চয়ই আপনার অনেক পরিশ্রম হয়। আপনার এই কঠোর পরিশ্রমের ফলেই চৌর্যবৃত্তি ধীরে ধীরে কমে আসছে। আশা করছি সময়ের সাথে সাথে একেবারে নির্মূল হবে। ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেইসাথে আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

ভেবেছিলাম কম হবে!আবার দেখছি বেড়ে গিয়েছে চৌর্যবৃত্তের সংখ্যা।তবে আপনার হাত থেকে বাচা এতো সোজা না।🤪

 3 years ago 

সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনের মাধ্যমে কমিউনিটির অসৎ মানুষগুলো শাস্তি পায় এবং অন্যান্য সকলে আরো বেশি সচেতন হয়। কমিউনিটিকে দূষণ মুক্ত রাখার জন্য এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ । ভাইয়া আপনি অনেক পরিশ্রম করে এই প্রতিবেদনটি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।