খুব সুন্দর একটি নয়নতারা ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity

in Beauty of Creativity9 months ago

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আজ আমি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি নয়ন তারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। আমি ফুল খুব বেশি পছন্দ করি । আর ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। আমার কাছে সব ধরনের ফুল অনেক ভালো লাগে। আর তাছাড়াও ফটোগ্রাফি করতেও আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি মাঝেমধ্যে নিজের এবং আমার চারপাশের গাছ গাছালি ও ফুল ফলের ফটোগ্রাফিও করি। নয়নতারা ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই নয়ন তারা ফুলগুলো দেখতে অনেকটাই সুন্দর হওয়ায় এ ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই নয়ন তারা ফুলগুলো বিশিষ্ট একটি ফুল। আর এর প্রত্যেকটি পাপড়ি আমার কাছে ভীষণ ভালো লাগে। আবার নয়নতারা ফুলগুলোকে ঔষধি ফুল ও বলা হয়ে থাকে। নয়নতারা ফুল গুলো দিয়ে বিভিন্ন প্রকারের ওষুধ ও খাওয়ানো হয় । আর এই নয়ন তারা ফুলের বেশ কয়েক ধরনের হয়ে থাকে। আর নয়ন তারা ফুলগুলো বেশ কয়েক কালারের ও হয়। তার মধ্যে রয়েছে লাল সাদা গোলাপি ও বেগুনি ইত্যাদি এসব কালারের হয়ে থাকে। আমার কাছে সব ধরনের নয়নতারা ফুলে খুব ভালো লাগে। আর আজকের এই ফটোগ্রাফিটি করেছি আমি আমাদের বাড়ির পাশে একটি নার্সারি থেকে । ওই নার্সারিতে বেশ কয়েক ধরনের গাছ রয়েছে নয়নতারা ফুলের‌। আমি কিছু ফুলের ফটোগ্রাফি করেছি । আর তা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি । আশা করব আপনাদের কাছে আজকের ফটোগ্রাফি ভালো লাগবে । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

1000024282.jpg

1000024284.jpg

1000024283.jpg

1000024285.jpg

1000024286.jpg

1000024288.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

1000026169.jpg

1000026170.jpg

 9 months ago 

This photograph touched my heart. I am impressed by your photography work.