Diary Game Season 3 || Sunday || 29/08/2021
29-08-2021
Today is Sunday
Dhaka, Bangladesh
আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন?
আশাকরি আল্লাহ তা'আলার রহমতে সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকেও অনেক ভালো রেখেছেন।
আজ আমি আমার সারাদিনের কর্মকান্ড ও কাজগুলো ডায়রি লিখার মাধ্যমে আপনাদের সামনে তুলেধরবো। আশা করি আমার আজকের ডেইরি গেমটি আপনাদের সবার ভালো লাগবে।
সকাল
আজ আমার ঘুম থেকে উঠতে কিছুটা লেট হয়ে গেছে। তবুও প্রতিদিনের মতো আজ ও আমার দিনের শুরুটি হয়েছে, ঘুম থেকে উঠে অজু করে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে।
সকাল ১০ টার দিকে সকালের নাস্তা করি। নাস্তা করে কিছু সময়ের জন্য বই নিয়ে পড়তে বসি। পড়ার পরে মোবাইল নিয়ে বসি। মোবাইলে স্টিমিটের কাজ করি,শেয়ার মার্কেট দেখি।
দুপুর
যোহরের আজানের কিছু সময় পরে গোছল করলাম। তার পর বৃষ্টি আসেছিল।
যোহরের নামাজ আদায় করে কিছু সময়ের জন্য পবিত্র কোরআন তিলাওত করলাম।
বৃষ্টি থামার পরে ছাদে গেলাম। ফুলের উপর বৃষ্টির পানির ফোটা দেখতে খুবই সুন্দর লাগছিল।

Location: https://w3w.co/daffodils.shoelaces.vivid
বৃষ্টি স্নান নয়ন তারা ফুল
দুপুর ৩ঃ৩০ এর দিকে পুরের খাবার খাই।
দুপুরের খাবার খেয়ে কিছু সময়ের জন্য আবার অনলাইনে আসি। কিছু মেসেঞ্জার, ফেইসবুক, স্টিমিট আরো বিভিন্ন সাইটে ঢুকে কিছু কাজ করি। তখন কেমন যেন ক্লান্ত লাগছিল।একটু ঘুমিয়ে নিলাম।
বিকেল
ঘুম থেকে যখন উঠলাম। হাত মুখ ধুয়ে/অজু করে আসরের নামাজ আদায় করি। নামাজ আদায়ের পরে আমার ছাদ বাগানে যাই। ছাদে যেয়ে আমার গাছ গুলো পর্যবেক্ষন করি। কিছু কাজ করি।
শেষ বিকেলের আকাশ টা অনেক সুন্দর ছিল। তাই ছবি তুলতে আর মিস করি নি।

Location: https://w3w.co/daffodils.shoelaces.vivid
শেষ বিকেলের সুন্দর আকাশ
সন্ধ্যা
মাগরীবের আজানের সময় ছাদ থেকে নেমে আসি। বাসায় এসে অজু করি। তারপর মাগরীবের নামাজ আদায় করি। নামাজ শেষ করে, মোবাইল নিয়ে বসে অনলাইনে প্রবেশ করি এবং স্টিমিট, মেসেঞ্জার চেক করি। তারপর সন্ধ্যার নাস্তা করি।

Location: https://w3w.co/daffodils.shoelaces.vivid
টোস্ট বিস্কুট ও সাগর কলা
আজ সন্ধ্যায় নাস্তা করি কলা ও টোস্ট বিস্কুট দিয়ে।
রাত
মোবাইল নিয়ে বসে অনলাইনে প্রবেশ করি এবং স্টিমিট, মেসেঞ্জার চেক করি। আলহামদুলিল্লাহ এর মাঝে এশার নামাজ আদায় করে ফেলি। এখন ডেইরি লিখছি। ইনশাআল্লাহ কিছু সময় পরে পোস্ট দিব।
ধন্যবাদ
CC:- @toufiq777 @nahidhasan23 @sohanurrahman @sobuj28 @masumrbd

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.
Thank you so much! @dsc-r2cornell and @blessed-girl
You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.
Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!