ট্রাভেল: নাফাখুম জলপ্রপাত পর্ব-১৫ // by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- নাফাখুম জলপ্রপাত এর দৃশ্য
- ১৫, ডিসেম্বর ,২০২৪
- রবিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি নাফাখুম জলপ্রপাত দেখা মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করবো।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
Device : Redmi Note 11
নাফাখুম এর উদ্দেশ্যে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
তাহলে চলুন শুরু করি |
---|
জানুয়ারি মাসে ১৮ তারিখে আমরা বান্দরবান এবং কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ঘুরতে। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে অনেক প্ল্যান করি। বর্তমান সবাই অনেক ব্যস্ত কেউ বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। সেজন্য সবার একসঙ্গে হওয়াটা অনেক কষ্টকর। অনেক প্ল্যান পরিকল্পনা শেষে আমরা ১৮ তারিখে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। বান্দরবান পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি করার জন্য যে সকল প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন সেগুলো আমরা আগেই কিনেছিলাম। আমাদের কুষ্টিয়া থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বিকেল পাঁচটার দিকে রওনা হওয়ার পর আমরা কমলাপুর রেলস্টেশনে গিয়ে পৌঁছাই নয়টার দিকে। আমরা যখন বান্দরবন শহরে পৌঁছায় তখন সকাল 11 টা বাজে। অনেক পথ জার্নি করার মাধ্যমে সবাই ক্লান্ত ছিলাম। যাইহোক আপনাদের সাথে ধারাবাহিকভাবে বান্দরবান ঘুরাঘুরি মুহূর্তের দৃশ্যপট পর্ব আকারে শেয়ার করে চলেছি।
Device : Redmi Note 11
ট্রাকিং মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
নির্জন পাহাড় কতটা সুন্দর সেখানে না গেলে বুঝতে পারা যায় না। আসলে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সৌন্দর্য আমরা অনেক দূরের পথ পাড়ি দিয়ে যখন রেমাক্রি পৌঁছেছিলাম তখন সেখানকার দৃশ্যগুলো এতটাই ভালো লেগেছিল। সেখানকার মানুষের জীবনযাত্রা সেখানকার জীববৈচিত্র্যময় দৃশ্যগুলো আমাকে মুগ্ধ করেছে। ভিন্ন এক অনুভূতির সাক্ষী যেটা কখনোই ভুলতে পারবো না। পাহাড়ের উচু স্থানে তারা বসবাস করছে যেটা খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষাকালীন সময়ে ঝুঁকিপূর্ণ বেশি থাকে কারণ সেই সময় পাহাড় ধ্বসের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রচুর বৃষ্টিপাতে পাহাড় নামে। সেজন্য মাঝে মাঝে পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাওয়া উচিত।
Device : Redmi Note 11
পাহাড়ের সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
গত পর্বে আপনাদের সাথে যাত্রা পথের দৃশ্যপটভূমি শেয়ার করেছিলাম। নির্জন পাহাড়ের সৌন্দর্য ভালোই উপভোগ করেছি। পথরাস্তায় যেখানে পানির স্রুত ধরার দৃশ্য অতিক্রম করে সামনের দিকে এগোতে হয়েছিল। দীর্ঘ পথ হেঁটে হেঁটে যাওয়া সত্যিই অনেক কষ্টের। তবুও নতুনত্বের মাঝে আলাদা একটি অনুভূতি কাজ করে। পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য এটাই। অনেক মানুষ সেখানে হেঁটে হেঁটে যাচ্ছে আবার সেখান থেকে হেঁটে চলে আসছে। আমরা যখন দূর থেকে দেখলাম নাফাকুম খুবই ভালো লাগছিল। ঝর্না যেটা দেখেই মনের মধ্যে প্রশান্তি চলে আসলো ।এত পথের ক্লান্তি যখন নিমিষেই দূর হয়ে যায় এই সৌন্দর্যের উপভোগ করার মাঝে।
Device : Redmi Note 11
পাহাড়ি পথের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
দেড় থেকে দুই ঘন্টা পথ হাঁটতে হাঁটতে সত্যি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। পাহাড়ি পথে হাঁটা খুবই কঠিন। প্রথমবার এরকম হেঁটে হেঁটে যাওয়াটা সত্যিই অনেক কষ্টকর হয়ে গিয়েছিল সবার । আমাদের আগেই দেখি অনেকে সেখানে এসে উপস্থিত। তারা আরো অনেক আগে বেরিয়েছে ।আসলে সৌন্দর্যের এই মহিমা প্রকৃতিপ্রেমীদের এখানে টেনে এনেছে। আমরা সেখানে পৌঁছানোর পর সবাই একসঙ্গে বসে রেস্ট করলাম। অন্যান্য যারা ছিল তারা ছবি তুলায় ব্যস্ত। যে দৃশ্যগুলো ইউটিউব কিংবা ফেসবুকে দেখেছি সেটা আজ আমার সামনে উপস্থিত। কতশত আকাঙ্ক্ষার অবসান যেটা সত্যি ঘুরাঘুরির মূল সার্থকতা। এই প্রাপ্তিটা যখন পেয়ে যাবেন তখন সকল কষ্টগুলো মন থেকে মুছে যাবে। আমরাও সেখানে অনেক ছবি তুলেছিলাম এবং গোসল করেছিলাম। সব মিলিয়ে দারুন সময় কাটিয়েছিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | নাফাখুমের জলপ্রপাত |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @ripon40 |
লোকেশন | বান্দরবান |
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
https://x.com/mahmudrr_r/status/1868436606908305692?t=HGyhrCtqQxgz1KYgEqUWJg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
একমাত্র ভ্রমন করার মাধ্যমেই এই পৃথিবী সৌন্দর্যকে উপভোগ করার সম্ভব। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি কিন্তু সময়ের কারনে ভ্রমন করতে পারিনা। নাফাখুম জলপ্রপাত দেখে অনেক ভালো লাগলো ভাই। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি মুহূর্ত আমাদের শেয়ার করে নেয়ার জন্য।
বন্ধু বান্দরবান ভ্রমণের সেরা মুহূর্তগুলো এখানে কাটিয়েছিলাম। আহ কি স্মৃতি গো, এই পোস্টের মাধ্যমে আবার নতুন করে মনে পড়ে গেল। চলো আবার যাই নতুন করে ঘুরে আসি।
আপনার ভ্রমণপর্বগুলো মুগ্ধ হয়ে পড়ি আর ছবিগুলোও দেখি। কী অপূর্ব দেখতে সব কিছু। পাহাড়ি পথে হাঁটা সত্যিই কঠিন। তাই হাঁটার জন্য হাতে অনেকটা সময় নিয়ে বেরতে হয়। আমিও যতগুলো পাহাড়ে উঠেছি বা হেঁটে গেছি সকাল সকাল বেরিয়েছি। কারণ পাহাড়ে তাড়াতাড়ি সন্ধে হয়। সেটাও মাথায় রাখতে হয়। ভালো লাগল অনেক।
নাফাখুম জলপ্রপাত ভ্রমণের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরেছেন দেখে অনেক ভালো লাগলো। জায়গাটি সত্যি অনেক সুন্দর। পাহাড়, ঝর্ণা কিংবা জলপ্রপাত দেখতে অনেক ভালো লাগে। অসাধারণ মুহূর্ত কাটিয়েছেন আপনি।
সবসময় আপনি আমাদের মাঝে একেবারে অসাধারণ কিছু ভ্রমণের পোস্ট শেয়ার করে আসছেন। আজকে এই জলপ্রপাত ভ্রমণের আরো একটি পর্ব শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগছে৷ এখানে আপনারা সবাই মিলে অনেক মজা করেছেন৷ অনেক সুন্দর সময় অতিবাহিত করে তা আমাদের মাঝে শেয়ার করেছেন৷ ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷