ট্রাভেল: সাঙ্গু নদী দিয়ে রেমাক্রির উদ্দেশ্যে পর্ব-৮ // by ripon40

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • সাঙ্গু নদী দিয়ে রেমাক্রি যাওয়ার পথে
  • ১৪, নভেম্বর ,২০২৪
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি সাঙ্গু নদী দিয়ে রেমাক্রি যাওয়ার পথের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1731577656338-01.jpeg


Device : Redmi Note 11
সাঙ্গু নদী
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..





তাহলে চলুন গল্পটি শুরু করি


জানুয়ারি মাসে ১৮ তারিখে আমরা বান্দরবান এবং কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ঘুরতে। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে অনেক প্ল্যান করি। বর্তমান সবাই অনেক ব্যস্ত কেউ বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। সেজন্য সবার একসঙ্গে হওয়াটা অনেক কষ্টকর। অনেক প্ল্যান পরিকল্পনা শেষে আমরা ১৮ তারিখে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। বান্দরবান পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি করার জন্য যে সকল প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন সেগুলো আমরা আগেই কিনেছিলাম। আমাদের কুষ্টিয়া থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বিকেল পাঁচটার দিকে রওনা হওয়ার পর আমরা কমলাপুর রেলস্টেশনে গিয়ে পৌঁছাই নয়টার দিকে। আমরা যখন বান্দরবন শহরে পৌঁছায় তখন সকাল 11 টা বাজে। অনেক পথ জার্নি করার মাধ্যমে সবাই ক্লান্ত ছিলাম। যাইহোক আপনাদের সাথে ধারাবাহিকভাবে বান্দরবান ঘুরাঘুরি মুহূর্তের দৃশ্যপট পর্ব আকারে শেয়ার করে চলেছি।

IMG_20240120_135909-01.jpeg

IMG_20240120_135915-01.jpeg

IMG_20240120_140208-01.jpeg

IMG_20240120_140227-01.jpeg


Device : Redmi Note 11
চারিপাশের সুন্দর দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



দীর্ঘদিন পর আবার আপনাদের সাথে ঘুরাঘুরির পর্ব নিয়ে হাজির হলাম। আসলে ঘুরাঘুরি করার মধ্যে অনেক মজা রয়েছে যারা ঘুরাঘুরি করতে পছন্দ করে একমাত্র তারাই বুঝতে পারবে। এই বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান এবং কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য যেটা পর্ব আকারে শেয়ার করে চলেছি। বান্দরবান শহর থেকে যাত্রা শুরু করে কয়েকটি সুন্দর সুন্দর স্পট ঘোরাঘুরি করার পর নেটওয়ার্কের বাইরে রিমাক্রি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সাঙ্গু নদী দিয়ে রেমাক্রি যেতে হয়। আমরা তমা তুঙ্গী থেকে সেই সাঙ্গু নদীর তীরে এসে পৌঁছাই। থানা থেকে আমাদের অনুমতি নিতে হয়। তার পাশাপাশি একজন গাইড যিনি পথপ্রদর্শক তাকে আমাদের সঙ্গে যেতে হয়। প্রথমে থানায় উপস্থিত হওয়ার পর আমাদের সবার একসাথে ছবি তুলে রেখেছিল কোন ধরনের দুর্ঘটনা ঘটলে আমাদের পরিচয় এবং তথ্য উপাত্তের মাধ্যমে যেন খুঁজে পায়।

IMG_20240120_141507-01.jpeg

IMG_20240120_143453-01.jpeg

IMG_20240120_143455-01.jpeg

IMG_20240120_143721-01.jpeg

IMG_20240120_143721_1-01.jpeg


Device : Redmi Note 11
পাহাড়ি দোকান
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা যখন নদীপথে যাচ্ছিলাম চারিপাশের পরিবেশ গুলো খুব সুন্দর ভাবে উপভোগ করছিলাম। বিশেষ করে পাহাড়ি মানুষের জীবনযাত্রা কেমন সেটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের থেকে তাদের জীবনমান খুবই কঠিন। এই উঁচু জায়গাগুলোতে বসবাস করা খুবই ঝুঁকিপূর্ণ। তাছাড়া নদীর দু'পাশে সমতল জায়গা গুলোতে বিভিন্ন ধরনের চাষাবাদ করেছে তারা। আমি যখন পাহাড়ি অঞ্চলে প্রথম গিয়েছিলাম তখন ভাবতাম পাহাড়ি আদিবাসীরা কি ধরনের খাবার খায়? এই প্রশ্নটার অনেকাংশ উত্তর খুঁজে পেয়েছি। তারা কি চাষ করে যেটা দেখার খুব ইচ্ছে ছিল শুনেছি তাদের নাকি অনেক জুম চাষ হয়। তার পাশাপাশি বিভিন্ন মৌসুমে শীতকালীন সময়ে বাদাম চাষ এবং শিম সবজি চাষ করে পাহাড়ি অঞ্চলে প্রচুর শিমম চাষ হয় যেটা দেখলেই মন ভরে যায়।

IMG_20240120_144017-01.jpeg

IMG_20240120_144037-01.jpeg

IMG_20240120_144223-01.jpeg

IMG_20240120_144242-01.jpeg

IMG_20240120_144244-01.jpeg


Device : Redmi Note 11
নদীর উপরিভাগে বাদাম চাষ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



পার্বত্য অঞ্চলে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু এইবার ভিন্ন রকম অনুভূতি ছিল নৌকাগুলো খুব দ্রুত গতিতে ছুটে চলেছে। তারা নৌকা চালানো খুবই দক্ষ এবং অনেক ঝুঁকিপূর্ণ। জীবন যুদ্ধে টিকে থাকা যেমন খুবই কঠিন তেমনি এই সাঙ্গু নদীতে নৌকা চালানো আরো কঠিন। আমরা সবাই নৌকায় বসে দুপাশের সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। আর ভাবছিলাম পৃথিবীতে এরকম সুন্দর দৃশ্য আরো অনেক রয়েছে যেগুলো দেখা পুরোপুরিভাবে সম্ভব নয় সেজন্য যতটুকু সাধ্য উচিত ঘোরাঘুরির মাধ্যমে পৃথিবীর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা। আমরা যখন রেমাক্রিতে তখন ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা থেকে একদমই বিচ্ছিন্ন হয়ে যাব সেখানে আমরা একদিন থাকবো নেটওয়ার্কের বাইরে সেই অনুভূতিটাও হবে অন্যরকম সেজন্য নৌকায় বসে সুন্দর দৃশ্য উপভোগ করার পাশাপাশি ইন্টারনেটে সকল কার্যক্রম শেষ করার চেষ্টা করলাম। পরবর্তী পর্বে আপনাদের সাথে যাত্রাপথের আরো সুন্দর দৃশ্য শেয়ার করার চেষ্টা করব।

পোস্ট বিবরণ

শ্রেণীসাঙ্গু নদীর দু'পাশ
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনবান্দরবান

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last year 

সুন্দর ভ্রমণ করেছেন আপনি। আপনার এই ভ্রমণ পোষ্টের মধ্যে দিয়ে অনেক কিছু দেখার ও জানার সুযোগ হয়েছে ভাই। এমন ভ্রমন করতে গেলে আমি খুবই পছন্দ করে থাকি। এখানে কিছুটা সৌন্দর্য উপলব্ধি করতে পারি।

 last year 

আসলেই ঘোরাঘুরি করার মধ্যে আলাদা একটি মজা রয়েছে। যারা ঘুরাঘুরি করতে পছন্দ করে তারাই বিষয়টি বুঝতে পারবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

কথাটা শতভাগ সত্য আসলেই জীবন যুদ্ধে যতটা টিকে থাকা কষ্ট সাঙ্গু নদীতে নৌকা চালানো ততটাই কঠিন। আঁকাবাঁকা ছোট নদীর পাথরের মধ্য দিয়ে নৌকা চালানোর ক্ষেত্রে দক্ষতার প্রয়োজন। পার্বত্য জেলা ভ্রমণের ছবিগুলো দেখে বেশ ভালো লাগলো মূলত প্রকৃতির পুরোটা সৌন্দর্য যেন সেখানে লুকিয়ে আছে।

 last year 

আসলে এই নদীতে অনেক অভিজ্ঞতা হয়েছে। তাদের জীবন যাত্রার মান খুবই কঠিন । সে বিষয়টি ভালোই উপলব্ধি করতে পেরেছি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।