ট্রাভেল: রেমাক্রি থেকে নাফাখুমের পথে পর্ব-১৪ // by ripon40

in আমার বাংলা ব্লগ12 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • নাফাখুম জলপ্রপাত যাওয়া মুহূর্তের দৃশ্য
  • ১১, ডিসেম্বর ,২০২৪
  • বুধবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি নাফাখুম জলপ্রপাত যাওয়া মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করবো।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



_1733914907167-01.jpeg


Device : Redmi Note 11
নাফাখুম এর উদ্দেশ্যে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..





তাহলে চলুন শুরু করি


জানুয়ারি মাসে ১৮ তারিখে আমরা বান্দরবান এবং কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ঘুরতে। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে অনেক প্ল্যান করি। বর্তমান সবাই অনেক ব্যস্ত কেউ বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। সেজন্য সবার একসঙ্গে হওয়াটা অনেক কষ্টকর। অনেক প্ল্যান পরিকল্পনা শেষে আমরা ১৮ তারিখে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। বান্দরবান পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি করার জন্য যে সকল প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন সেগুলো আমরা আগেই কিনেছিলাম। আমাদের কুষ্টিয়া থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বিকেল পাঁচটার দিকে রওনা হওয়ার পর আমরা কমলাপুর রেলস্টেশনে গিয়ে পৌঁছাই নয়টার দিকে। আমরা যখন বান্দরবন শহরে পৌঁছায় তখন সকাল 11 টা বাজে। অনেক পথ জার্নি করার মাধ্যমে সবাই ক্লান্ত ছিলাম। যাইহোক আপনাদের সাথে ধারাবাহিকভাবে বান্দরবান ঘুরাঘুরি মুহূর্তের দৃশ্যপট পর্ব আকারে শেয়ার করে চলেছি।

IMG_20240121_102706-01.jpeg

IMG_20240121_102708-01.jpeg

IMG_20240121_102822-01.jpeg

IMG_20240121_102827-01.jpeg


Device : Redmi Note 11
ট্রাকিং মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



নির্জন পাহাড় কতটা সুন্দর সেখানে না গেলে বুঝতে পারা যায় না। আসলে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সৌন্দর্য আমরা অনেক দূরের পথ পাড়ি দিয়ে যখন রেমাক্রি পৌঁছেছিলাম তখন সেখানকার দৃশ্যগুলো এতটাই ভালো লেগেছিল। সেখানকার মানুষের জীবনযাত্রা সেখানকার জীববৈচিত্র্যময় দৃশ্যগুলো আমাকে মুগ্ধ করেছে। ভিন্ন এক অনুভূতির সাক্ষী যেটা কখনোই ভুলতে পারবো না। পাহাড়ের উচু স্থানে তারা বসবাস করছে যেটা খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষাকালীন সময়ে ঝুঁকিপূর্ণ বেশি থাকে কারণ সেই সময় পাহাড় ধ্বসের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রচুর বৃষ্টিপাতে পাহাড় নামে। সেজন্য মাঝে মাঝে পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাওয়া উচিত।

IMG_20240121_103741-01.jpeg

IMG_20240121_110353-01.jpeg

IMG_20240121_110645-01.jpeg


Device : Redmi Note 11
পাহাড়ের সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



গত পর্বে আপনাদের সাথে সকালের মুহূর্তের দৃশ্য শেয়ার করেছিলাম আমরা সকাল ভোরে প্রস্তুতি নিয়ে নাফাকুমের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আসলে এই অনুভূতিটা অন্যরকম ছিল। প্রায় দুই ঘন্টা যাবত হেঁটে হেঁটে পাহাড়ের গিরিপথ দিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। অনেক জায়গা রিস্কি তবুও ভালোলাগার বিষয় আছে। অনেক নতুন কোন জায়গার সাক্ষী হতে পারাটা বিভিন্ন রকম অনুভূতি কাজ করে। আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম পাহাড় পথে হেটে যাওয়া খুবই কঠিন। প্লাস্টিকের জুতা যেগুলো খুবই কার্যকরী। সেগুলো আগেই কিনে নিয়ে গিয়েছিলাম তাছাড়া বান্দরবান শহরে অনেক পাওয়া যায়। আমরা সবাই সেই পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে রওনা দেয়া শুরু করলাম। যতদূর হেঁটে যাচ্ছিলাম নতুন নতুন দৃশ্যগুলোর সঙ্গে পরিচিত হতে পেরে সত্যিই অনেক ভালো লাগছিল। পাহাড়ের গিরিপথ দিয়ে যাওয়ার সময় ছোট্ট নদীর পানি বহমান পাহারি এলাকার মানুষ পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে সেগুলো সুন্দর করে বেঁধে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল কি দারুন দৃশ্য।

IMG_20240121_111215-01.jpeg

IMG_20240121_111228-01.jpeg

IMG_20240121_120918-01.jpeg

IMG_20240121_144722-01.jpeg


Device : Redmi Note 11
পাহাড়ি পথের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



দেড় থেকে দুই ঘন্টা পথ হাঁটতে হাঁটতে সত্যি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। পাহাড়ি পথে হাঁটা খুবই কঠিন। প্রথমবার এরকম হেঁটে হেঁটে যাওয়াটা সত্যিই অনেক কষ্টকর হয়ে গিয়েছিল সবাই ।আর কতদূর গেলে আমাদের গন্তব্যে পৌঁছাব যিনি আমাদের পথপ্রদর্শক ছিলেন তার কাছে বারবার জিজ্ঞেস করছিলাম। তিনি বলছিলেন আর অল্প কিছুদূর গেলেই পৌঁছে যাব। এই অল্প কিছুদূর যেন শেষ হচ্ছিল না । যাইহোক দু'পাশের পাহাড় যে কোন পথ দিয়ে যেতে হবে দ্রুত যাওয়ার কোন সুযোগ নেই। সেখানকার মানুষের জীবনযাত্রা দেখে আমি অবাক হয়েছিলাম। স্বাভাবিকভাবে তাদের জীবন যাপন খুবই কঠিন। ছোট্ট বাচ্চারা সেই নদী থেকে পানি নিতে এসেছে অনেক সুন্দর লাগছিল ।য়সেই দৃশ্যগুলো ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীরেমাক্রি থেকে নাফাখুমের পথে
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনবান্দরবান

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 12 days ago (edited)

Screenshot_2024-12-11-17-24-09-067_com.android.chrome.jpg

Screenshot_2024-12-11-17-23-09-913_com.android.chrome.jpg

Screenshot_2024-12-11-17-22-13-896_com.coinmarketcap.android.jpg

Screenshot_2024-12-11-17-21-40-686_com.twitter.android.jpg

 12 days ago 

আপনারা অনেক সুন্দর স্থান ভ্রমণ করেছেন ভাই। আপনার এই ভ্রমণ পোস্ট দেখার মধ্য দিয়ে বেশ অচেনা জায়গা সম্পর্কে অবগত হওয়ার সুযোগ হলো। সুন্দর এই স্থানটা ভ্রমন করে আমাদের দেখানোর জন্য ধন্যবাদ।

 yesterday 

আসলেই ভিন্ন জায়গায় গেলে অনেক ভালো লাগা কাজ করে বান্দরবন অনেকবার জমা হয়েছে এই জায়গাটি সবচেয়ে বেস্ট।

 12 days ago 

আপনার ভ্রমণের অভিজ্ঞতা পড়ে মনটাই পাহাড়ে হারিয়ে যেতে চাইল! বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানকার মানুষের জীবনযাত্রা আপনি যেভাবে বর্ণনা করেছেন, তা সত্যিই মুগ্ধকর। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাহাড়ের গিরিপথ আর ছোট্ট নদীর দৃশ্যগুলো মনে এক নতুন অনুভূতি এনে দিল। পাহাড়ি জীবনের কঠোরতা এবং তাদের সরল জীবনযাপন আমাদের অনেক কিছু শেখায়। ফটোগ্রাফিগুলো নিশ্চয়ই অসাধারণ হয়েছে। ধন্যবাদ, এমন সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য। আগামীর ভ্রমণ অভিজ্ঞতার জন্য শুভকামনা রইলো।

 yesterday 

গতবারের ট্যুরে আপনাকে খুবই মিস করেছি। আপনি ছাড়া ট্যুরের আনন্দটাই যেন অপূর্ণতা থাকে। আশা করি সামনের বার আমাদের সঙ্গী হবেন সেই কামনা করি।

 9 days ago 

রেমাক্রি থেকে নাফাখুমের পথে আজ আপনি ১৪ তম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার পোস্টটি দেখে সত্যি অনেক ভালো লাগলো। ভ্রমন করতে আমারও অনেক ভালো লাগে। যদিও তেমন একটা ঘোরাঘুরি করা হয় না সময়ের অভাবে তারপরও সুযোগ পেলে অনেক ঘুরাঘুরি করি। আপনি ঘুরতে যেয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আর সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ ছিল। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ভাই। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।