লেভেল-৪ হতে আমার অর্জন||by @ripon999||29 may 2022|
আসসালামু-আলাইকুম সকলকে
আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকে আমি লেভেল-৪ এর শ্রদ্ধেয় মডারেটরদের নির্দেশে লিখিত পরিক্ষা দিতে যাচ্ছি।এই লেভেল থেকে আমি যা যা শিখেছি তা প্রথম থেকে শেষ পর্যন্ত লেখার এবং দেখানোর চেষ্টা করব।তাহলে চলেন শুরু করা যাক।
লেভেল-৪ হতে আমার অর্জন
প্রশ্ন:P2P কি?
উত্তর:
P2P হল Person to Person Transfer.অর্থাৎ এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে লেনদেন মাধ্যম।এক্ষেত্রে steem,sbd,trx লেনদেন করা যায়।আমার বাংলা ব্লগ এটিকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। P2P এর মাধ্যমে Buy,Sell এবং ক্যাশাউট আমার বাংলা ব্লগ কোন ভাবেই সাপোর্ট করে না।
প্রশ্ন :P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর :
প্রশ্ন : P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর :
P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
প্রশ্ন: Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর:
প্রশ্ন: Poloniex Exchange site এ একটি Account Create করুন।
উত্তর :
প্রশ্ন :আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
উত্তর:
প্রশ্ন:আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।
উত্তর :
প্রশ্ন:Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
উত্তর:
Steem to USDT :
Trx to USDT:
এই ছিল আমার লেভেল-৪ এর লিখিত পরিক্ষা।যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন।আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।
@nusuranur
আমি মো:তারিকুল ইসলাম রিপন।স্টিমিটে আমার ইউজার আইডি @ripon999.আমি একজন বাংলাদেশি।আমার মাতৃভাষা বাংলা।আমি একজন ছাত্র।দিনাজপুর সরকারি কলেজে অধ্যায়নরত।আমি আর্ট করতে অনেক ভালবাসি।তাছাড়া আমি খাবারের রিভিউ,মুভি রিভিউ,ফটোগ্রাফি করতেও ভালবাসি।
আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম লেভেল - ৪ এর ক্লাসগুলো আপনি খুব চমৎকার করে করেছেন। এবং প্রত্যেকটি বিষয়ের উপর খুব ভালোভাবে আয়ত্ত করেছেন। এভাবেই পরবর্তী লেভেল উত্তীর্ণ হয়ে আপনি একজন ভালো ইউজার হয়ে উঠবেন এই প্রত্যাশা করি অনেক অনেক শুভকামনা রইল।
ভাই আপনার স্কিনশর্টগুলো ঘসে ঘসে নিচে নামতে নামতে হাত ব্যথা হয়ে গেছে। তবে আপনি খুব সুন্দর ভাবে আপনার অর্জিত বিষয় গুলো শেয়ার করেছেন। আপনার জন্য সাফল্য কামনা করছি।
আপনার লেবেল ফোর এর লিখিত পরীক্ষা দেখে খুবই ভালো লাগলো। আপনি খুব ভালো পরীক্ষা দিয়েছেন এবং অনেক গুছিয়ে লিখেছেন। আশাকরি level-5 কমপ্লিট করে আমাদের সাথে যুক্ত হবেন এবং সুন্দর সুন্দর কনটেন্ট উপহার দিয়ে যাবেন। শুভেচ্ছা রইল ভাইয়া।
ভাইয়া আপনি অনেক সুন্দর করে লেভেল-৪ এর বিষয় গুলো বুঝেছেন এটা আমার খুবই ভালো লেগেছে, তবে স্ক্রিনশট গুলো যদি একটু সাজিয়ে গুছিয়ে পোস্ট করতেন তাহলে খুব ভালো লাগতো, আমার তো নিচে নামতে নামতে আঙ্গুলের অবস্থা নাজেহাল, যাইহোক ভাইয়া আপনি অনেক সুন্দর করে লেভেল-৪ বিষয় গুলো অর্জন করতে পেরেছেন, আর খুব শীঘ্রই লেভেল-৫ পার করে ভেরিফাই মেম্বার হন এই কামনায় করি।
আপনার পোস্টটি ধৈর্য্য সহকারে সম্পূর্ণ দেখলাম। দেখে যা বুঝলাম যে আপনি খুব মনোযোগ সহকারে লেভেলের ফোর এর ক্লাস করেছেন এবং খুব সুন্দর ভাবে সেই অর্জনগুলো উপস্থাপন করেছেন । আশা করি আপনি লেভেল ফোরের ক্লাসের অর্জনগুলো পরবর্তীতে ভালোভাবে কাজে লাগাতে পারবেন।
ভাই আপনার পোস্টটি দেখে বোঝা যাচ্ছে আপনি level-4 হতে অনেক কিছু অর্জন করতে পেরেছেন। আশাকরি সবগুলো ক্লাস আপনি খুব ভালোভাবে বুঝে লেভেল পার করছেন। খুব তাড়াতাড়ি আপনি ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন আপনার জন্য শুভকামনা রইল।
@ripon999 আপনি স্টিম এবং টি আর এক্স কে ইউএসডিটিতে কনভার্ট করে এরপরের রেজাল্টটি দেখান।যেহেতু এটি প্রশ্ন পত্রের অংশ সেহেতু করতেই হবে।করে আমাকে ম্যানশন করে জানাবেন।
আমার কাছে লেভেল চার অনেক জটিল ছিল, অনেক কিছুই বুঝতাম না। কিন্তু এখন কাজ করতে করতে অনেক ইজি হয়ে গেছে।আমার মনে আছে লেভেল চারের পরিক্ষা আমি দুইদিন বসে দিছি।আপ্নিও অনেক ভালো পরিক্ষা দিছেন।শুভ কামনা রইল আপনার জন্য
@abb-school লেভেল ০৪ এ আপনি এখন আমার একমাত্র সহপাঠী যিনি এক সাথে উত্তীর্ণ হয়েছেন। আপনার জন্য শুভকামনা রইলো। সামনের দিনগুলোতে একসাথে আরো কিছু পথ পাড়ি দেওয়ার আকাংখা প্রকাশ করছি।
অনেক সুন্দর উপস্থাপনা level-4 থেকে আপনি যে জ্ঞান লাভ করেছেন সেটা এই পোস্টে উপস্থাপন করেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইজান।