ছুটির দিনে সুন্দর সময় কাটানোর মূহুর্ত
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?আশা করি সবাই সুস্থ আছেন।ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি । আজ আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম।আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে।
সপ্তাহের ছুটির দিনগুলোতে বাইরে যেতে না পারলে একদমই ভালো লাগে না।আর এখন জাহিরা অনেক কিছু বুঝতে শিখেছে। সে সপ্তাহের ছুটির দিন ছাড়াও বাইরে যাওয়ার জন্য বায়না করে।বাবার সাথে বায়না করে ওর বাবা ওর কথাও শোনে।আমার সবসময় ভালো লাগে না।আর ছেলের কথা আর কি বলব সে তো পারলে সবসময় বাইরে থাকে।
সন্ধ্যাবেলা প্রায়দিনই তার বাইরে যেতেই হবে।এখন হাঁটা শিখেছে এজন্য তার কৌতুহল যেন আরও বেড়ে গেছে। নতুন সব কিছু দেখছে।আর নতুন নতুন সব শিখছে।গত শুক্রবার জাহিরা বাবার সাথে বায়না ধরেছে তাকে বিকেলে বাইরে নিয়ে যেতে হবে।
আমারও ইচ্ছা করছিল বাইরে যেতে।তবে দূরে কোথাও বাসার খুব কাছেই একটা পার্ক আছে সেখানে।আমাদের বাসা থেকে ওই পার্কে যেতে সময় লাগে সাত মিনিটের মত। পার্কের নাম হচ্ছে কাজী রশিদা শিশু পার্ক। পার্কে যাওয়ার কথা শুনে আমার মেয়ে তো খুশি আর আমার ছেলেকে রেডি করাতে বুঝতে পারে সে বাইরে যাবে। আর সে তো সেটা বুঝেই খুশি।এরপর চারজন মিলে বের হয়ে গেছিলাম।গিয়ে দেখলাম শুক্রবারের দিন বেশ কিছু লোকজনে এসেছে। আর সবাই তাদের ছেলেমেয়েকে নিয়ে এসেছে।আমার ছেলেতো দাঁড়াতে পেরে অনেক খুশি। ঘাসের উপরে দাঁড়িয়ে অনেকক্ষণ হেঁটেছে আমি বসে বসেও খেলেছেন মজা পেয়েছেন ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
আর আমার মেয়ে তো এখানে যে যতগুলো রাইড ছিল সবগুলোতে উঠেছে। অনেকগুলো রাইডি এ সে দুইবার করে উঠেছে। বাচ্চাদের খুশি তো নিজেদের খুশি।পার্কে বসার সুন্দর জায়গা আছে।আমার তো খুব ভালো লাগছিল।আর পার্কে চারেপাশে ফাঁকা জায়গা এজন্য অনেক ভালো লাগে।
আমরা সন্ধ্যা হতে হতে বেরিয়ে পড়েছিলাম কারণক্ষুধা লেগেছিল। এখানে খাবারের ব্যবস্থা আছে কিন্তু আমরা এখানকার খাবার খাব না কারণ আমার কাছে মনে হচ্ছে এখানকার খাবার তেমন বেশি ভালো হবে না। আমার সন্ধ্যায় ভাপা পিঠা খেতে ইচ্ছা করছিল। এজন্য ভাপা পিঠা আর চা খাওয়ার জন্য আমার বেরিয়ে পড়ি। খুব সুন্দর একটা সময় কাটালাম।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকের টাস্ক প্রুফ
টুইটার লিংক https://x.com/RituAmin56700/status/1863233210441945593?t=OuEqDUiQNmFlBs9y1d0puA&s=19
ছুটির দিন সুযোগ পেয়েছেন তাই বাবুকে নিয়ে ঘুরতে গেছেন। মাঝেমধ্যে সময় বের করে এভাবে ভালো লাগার কোন পরিবেশে উপস্থিত হওয়ার মধ্যে অন্যরকম আনন্দ থেকে থাকে। আপনাদের এমন সুন্দর ঘোরাঘুরির মুহূর্তটা ভালো লাগলো। আসলে পার্কে ঘুরতে গেলে অনেক কিছু দেখা যায় ফাঁকা পরিবেশে নিজের মনকে ভালো রাখা যায়। তাই মাঝেমধ্যে পরিবারের সদস্যদের নিয়ে এভাবে ঘুরাঘুরি করে মনটাকে ভালো রাখা যায়।
নিজের মনের মতো একটা জায়গা।অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
ছুটির দিনে বেশ চমৎকার সময় কাটিয়েছেন বোঝাই যাচ্ছে। বাবুদের দেখলাম অনেক খুশি, মাশাআল্লাহ।
আর সবে মাত্র হাঁটতে শেখা ছেলে সত্যিই বেশ আগ্রহ নিয়ে হেঁটে চলেছে, উপর ওয়ালা নেক হায়াত দান করুন।
ধন্যবাদ আপু চমৎকার মূহুর্তটা ভাগ করে নেয়ার জন্য।
আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।
দেখতে দেখতে ছেলে দেখছি বেশ বড়ো হয়ে গেছো।নতুন হাঁটতে শিখেছে জেনে ভালো লাগলো।জাহিরা বেশ মিষ্টি মেয়ে ভাই বোন খুব ভালো সময় কাটিয়েছে মা,বাবার সাথে।এরকম পরিবেশ বাচ্চাদের জন্য জরুরি। শীতের সকাল, সন্ধ্যায় ভাপা পিঠা মানেই অসাধারণ।ধন্যবাদ সুন্দর দিনটি কাটানোর জন্য। এভাবেই বচ্চাদের কে নিয়ে হাসিখুশি কাটুক আপনার সারাজীবন সেই কামনা করছি।ধন্যবাদ সুন্দর কাটাতো মূহুর্তের পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
মামিরা তো দেখতেও আসে না।ছেলে হাটতে শিখেছে। অনেক ধন্যবাদ আমার ছেলেকে মনে রাখার জন্য।অনেক অনেক শুভকামনা।
ছুটির দিন বাইরে ঘুরতে গেলে এমনিতে ভালো লাগে। তবে আপনার বাচ্চাটি বাইরে ঘুরতে যেতে চেয়েছে। আসলে ছোট বাচ্চাদেরকে মাঝেমধ্যে বাইরে ঘুরতে গেলে তারা অনেক খুশি হয়। আপনাদের পাশে পার্কে ঘুরতে গেলেন বেশ ভালোই করেছেন। আর শীতকালে ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। আপনারা দেখতেছি ভাপা পিঠা এবং চা খাওয়ার জন্য বেরিয়ে গেলেন পার্ক থেকে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে তো এটার জন্য অনেক খুশি হলাম। অনেক ধন্যবাদ আপু সুন্দর করে মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ছুটির দিন মানেই নিজেদের মতো করে সময় কাটানোর চেষ্টা। আর ছুটির দিনে সুন্দর সময় কাটাতে সত্যি অনেক ভালো লাগে। আপু আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।
সত্যি অনেক সুন্দর সময় কাটিয়েছি।অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।