আমার জীবনের একটা স্পেশাল মূহুর্ত

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20241003_222841.jpg

আজ আমি আপনাদের সাথে আমার জন্মদিনের কেক কাটার মূহুর্ত শেয়ার করছি। গত কষ্ট তো শেয়ার করেছিলাম আমার মেয়ের জন্মদিনে কেক কাটার মুহূর্ত। আজ আমারটা শেয়ার করার পালা।

IMG_20241003_221038.jpg

আমার জন্মদিনের কয়েকদিন আগে আমার ফুফাতো বোন দুনিয়া ছেড়ে চলে গেছে।আমার মন অনেক খারাপ ছিল।আমার তেমন ভাবে মনেও ছিল না জন্মদিনের কথা।কিন্তু কিছু মানুষ যে আমার জন্মদিনের কথা মনে রাখবে এটা ভাবতেই পারি নি।প্রথমত বৌদি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।তারপর সারাদিন আমার কিছু কিছু বন্ধু উইশ করছিল।কিন্তু বিগত সময়ে যতটা ভালো লাগা কাজ করছিল এবার তা হয় নি।আমার বোনের কথা সারাদিনই মনে পড়ছিল।

তবে আমার জামাই আমাকে উইশ করেনি। কিন্তু সে যে আমার জন্মদিন মনে রেখেছে এটাও আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম এবার হয়তো ভুলে গেছে কিন্তু প্রত্যেক জন্মদিনে এসে আমাকে কিছু না কিছু সারপ্রাইজ দিয়ে থাকে বিয়ের পর থেকে। এবারও তার ব্যতিক্রম হয় নি। সন্ধ্যার পর বাইরে গিয়ে আমার জন্য কেক নিয়ে এসেছে আর ফুল এনেছে । ও যে মনে করে এসব কিছুই এনেছে আমিতো আশাই করিনি। ইচ্ছে করছিল না যে কেকটা কাটি কিন্তু আমার মেয়ে সে তো অনেক কিছু বোঝে কেক দেখে তো পাগল হয়ে গেছে। সে কিভাবে কতক্ষণ একেকটা কাটবে এজন্য অস্থির হয়ে গেছে।আমার তেমন কিছু ভালো লাগছে না তা কোনভাবে বোঝাতে পারছি না। অনেকট বাধ্য হয়ে আমাকেও তাদের সাথে যোগ দিতে হয়েছিল।

IMG_20241003_225824.jpg

IMG_20241003_221229.jpg

তবে এবারের জন্মদিনে একজন স্পেশাল মানুষ আমাদের সাথে এই প্রথম ছিল তিনি হচ্ছেন আমার শাশুড়ি মা। আমার জন্য কেক এনেছে দেখে খুশি হয়েছিলেন।তাকে সাথে নিয়ে কেক কেটে সবাইকে দিলাম।আমার ছেলে তো ক্রিম দিয়ে পুরো শরীর মাখিয়ে ফেলেছে। আমিও দিয়েছিলাম ফুরফুরা শরীরে লাগিয়ে একেবারে ভূত হয়ে গিয়েছিল।

এই ছিল আমার আজকের আয়োজন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovY5HDchDfgzdxMYwcfV1uSEjGaQQ45bs37JsJsoobLUH98aUgBctcoZGBvwindwA9oHHF9oQbaWEVem6BREmrpri.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

বিয়ের পর থেকে আপনার প্রতিটি জন্মদিনে ভাইয়া আপনাকে একটা না একটা সারপ্রাইজ দেয় এটা জেনে ভীষণ ভালো লাগলো। প্রিয় মানুষটার কাছ থেকে জন্মদিনের এরকম শুভেচ্ছা পেতে ভীষণ ভালো লাগে। তবে কেকের ক্রিম মেখে আপনার ছেলেকে কিন্তু বেশ কিউট লাগছে দেখতে। খুবই ভালো লাগলো আপনার সুন্দর মুহূর্ত জানতে পেরে। আপনার ফুফাতো বোনের জন্য অনেক অনেক দোয়া রইল।