সিম্পল মেহেদী ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম,

প্রিয় আমার বাংলার ব্লগবাসি কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে।

2024-11-12 22-46-13.png

হাতে মেহেদি দেয়া আর নতুন নতুন মেহেদী ডিজাইন করা আমার পছন্দের একটি কাজ। হাতে মেহেদি দিতে যেমন ভালো লাগে তেমন নতুন নতুন ডিজাইন তৈরী করতে বেশি ভালো লাগে। দুই ছেলে মেয়েকে নিয়ে এতোটাি ব্যস্ত থাকি যে এইসব কাজগুলো করা হয়ে ওঠে না। আজ অনেকদিন পরে ছেলেকে তার বাবার সাথে বাইরে পাঠিয়ে দিয়ে ডিজাইনটি করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ye8n9we7cn2fais6g2mJfTB5GpTaZ92WLeiLhBetVimA6t7odWeSkn6Ay5j7ZYESzqf71cPpokoi5DTv58HKQ6fPxVgBQ.png

IMG_20241112_193143.jpg

  • সাদা কাগজ
  • জেল পেন

IMG_20241112_185521.jpg

  • প্রথমে জেল পেন দিয়ে ফুলের পাপড়ির মতো করেছি।তার চারপাশে চিকন করে কয়েকটি পাপড়ি দিয়েছি।

IMG_20241112_190115.jpg

  • এবার পাপড়ি গুলো ভরাট করেছি যাতে দেখতে সুন্দর লাগে।পাপড়িগুলোর ডানপাশে গোলাকার কিছু ডিজাইন করেছি।

IMG_20241112_191628.jpg

  • এরপর একটা পানপাতার মতো করে ভেতরে ছোট ছোট চারকোণা ডিজাইন করে তার ভেতরে ফুলের মতো ডিজাইন করেছি।

IMG_20241112_192021.jpg

  • এবার পানপাতার উল্টো পাশে চারকোনা মতো ডিজাইন করে সেটাকে ভরাট করেছি।

IMG_20241112_192321.jpg

  • এরপর চারকোনা ডিজাইনের ডানপাশে ছোট ফুল এঁকেছি।

IMG_20241112_193048.jpg

  • এবার ফুলের উপরে পাতার মতো ডিজাইন করেছি।

2024-11-12 22-46-13.png

  • সবশেষে আমার নামের একটা সাইন দিয়ে ডিজাইন টি শেষ করেছি।
এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovY5HDchDfgzdxMYwcfV1uSEjGaQQ45bs37JsJsoobLUH98aUgBctcoZGBvwindwA9oHHF9oQbaWEVem6BREmrpri.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

Sort:  
 2 months ago 

আমার কাছে আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই আর্ট করি। আর আর্ট করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা মেহেদির ডিজাইন আর্ট আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে। পুরো মেহেদির ডিজাইন আর্টটি এত বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলব। দেখলে জাস্ট সবাই মুগ্ধ হয়ে যাবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

পেন দিয়ে কি অসাধারণ মেহেদী ডিজাইন তৈরি করলেন। এক কথায় ভীষণ সুন্দর হয়েছে। ছবিটি জুম করেও দেখলাম। ভীষণ নিখুঁত ডিজাইন আপনি এঁকেছেন আপু। এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 2 months ago 

জাস্ট ওয়াও আপু আপনি সাদা কাগজ এবং জেল পেন ব্যবহার করে সিম্পল মেহেদী ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আমার আরো ভালো লাগলো এটা জেনে যে আপনি নতুন নতুন ডিজাইন করতে অনেক পছন্দ করেন। তাছাড়া আপনার হাতের কাজটা কিন্তুু ছিল অত্যন্ত পরিষ্কার এবং নিখুঁত। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

সিম্পল মেহেদী ডিজাইন হলেও কিন্তু অসাধারন ছিল। আপু আপনি বেশ সুন্দর করে মেহেদী ডিজাইনের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন।আমার কাছে ডিজাইনটি দারুন লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য।

 2 months ago 

খুব সুন্দর মেহেদি ডিজাইন আর্ট করেছেন আপনি। আপনার চমৎকার এই মেহেদি ডিজাইন আর্ট দেখে বেশ ভালো লেগেছে আমার। এক কথায় বলতে গেলে চমৎকার হয়েছে আপনার এই মেহেদী ডিজাইন টা। খুব খুশি হলাম সুন্দরভাবে মেহেদি ডিজাইন আর্ট করে আমাদের দেখানোর জন্য।

 2 months ago 

মেহেন্দিতে কবে লাগিয়েছিলাম হাতে এটা ভুলে গিয়েছি। আপনার মেহেদী আর্টটি দেখে শৈশবের সেই হাতে লাগানো মেহেদির কথা মনে পড়ে গেল। মেহেদী আর্ট টি আপনার কাছে সাধারণ হলেও দুর্দান্ত হয়েছে। যাই হোক চমৎকার একটি মেহেদী ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

সিম্পল হলেও অসাধারণ সুন্দর হয়েছে আপনার বানানো মেহেদীর ডিজাইন পদ্ধতি। অসাধারণ সুন্দর লাগছে দেখতে।ধাপে ধাপে মেহেদীর ডিজাইন পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মেহেদীর ডিজাইন পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 months ago 

অনেক সুন্দর মেহেদির ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা মেহেদির এই ডিজাইন দেখে। এ ধরনের ডিজাইন হাতে ব্যবহার করলে দেখতে অনেক সুন্দর দেখায়।