$PUSS কয়েন স্টিমিট প্লাটফর্ম কে আরো বেশি জনপ্রিয় করে তুলতে সাহায্য করবে
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ২২ ই মার্চ ২০২৫ ইং
আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে বেশ কয়েক মাস আগে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা দাদা নতুন একটি কয়েন লঞ্চ করেছেন। কয়েনের নাম হচ্ছে $PUSS ।আর এই কয়েন টি ডিপ্লয় করা হয়েছে ক্রিপ্টো কারেন্সি মার্কেটের জনপ্রিয় ব্লকচেইন নেটওয়ার্ক Tron (TRX) এর উপর। দাদা এই কয়েন টি লঞ্চ করেছিলেন ফান করার জন্য। দাদা আমাদের কে সব সময় একটি জিনিস ম্যানসন করে দিয়েছেন সেটা হচ্ছে, এই কয়েন টি দিয়ে সকলেই কোটিপতি হয়ে যাবে এমন টা নয়। কিন্তু দাদা যখন এই কয়েন টি লঞ্চ করে ডেস্ক এর মধ্যে লিস্ট করেন। তখন থেকেই আজ পর্যন্ত থেকে নেই।
$PUSS কয়েন তার নিজ গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমরা সকলেই তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করছি। এই কয়েন টি এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে সব থেকে বড় যার হাত রয়েছে, তিনি হলেন আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠাতা দাদা। ইতিমধ্যে দাদা এই কয়েনের পিছনে তার বিশাল বড় এমাউন্টের টাকা ব্যয় করেছেন। দাদা তার নিজ হাতে এই কয়েন কে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বদা চেষ্টা করছেন। এজন্য আমরা দাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া ও Pussfi প্রজেক্টের মধ্যে যারা টিম মেম্বার রয়েছেন তাদের ও অনেক অবদান রয়েছে এই কয়েনের মধ্যে।
আপনারা হয়তো ইতিমধ্যে জানেন $puss কয়েনের মাধ্যমে ইতোমধ্যেই ডেলিগেশন সার্ভিস শুরু হয়ে গিয়েছে। এই ডেলিগেশন সার্ভিসের মাধ্যমে আমরা খুব সহজেই এক্সট্রা ভোট পাচ্ছি আমাদের পোস্টের মধ্যে। যারা পুস কয়েন ডেলিগেশন করেছি তারা প্রত্যেকেই প্রতিনিয়ত এই সার্ভিসের মাধ্যমে ভোট পেয়ে যাচ্ছি। গত ছয় মাসে $puss কয়েনের মাধ্যমে দাদা আমার বাংলা ব্লগ কমিউনিটি কে অনেক টা পরিবর্তন করেছেন।আর এই পরিবর্তনের ধারা এখন পর্যন্ত চলমান রয়েছে। দাদা $puss কয়েনের মাধ্যমে এই স্টিমিট প্লাটফর্ম কে আরো বেশি শক্তিশালী করার চেষ্টা করছেন।
ইতিমধ্যে $puss কয়েন পুরো স্টিমিট প্লাটফর্মের মধ্যে বেশ সাড়া ফেলেছে। যখন এই পুস কয়েন এর মাধ্যমে পুরো স্টিমিট প্লাটফর্ম পরিচালনা করা হবে তখন স্টিমিট প্লাটফর্মের জনপ্রিয়তা আরো অনেক টা বৃদ্ধি পাবে।আর আমাদের সকলের আস্থা রয়েছে যে, দাদা এটি সম্ভব করবেন। বিশেষ করে সামনের দিকে পুস কয়েনের মাধ্যমে স্টিমিট পোস্ট বুস্ট করা হবে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি এটি খুবই তাড়াতাড়ি বাস্তবায়ন করা হবে। আস্তে আস্তে আমার বাংলা ব্লগ কমিউনিটির হাত ধরেই স্টিমিট প্লাটফর্মের সকল কমিউনিটি আমাদের সকলের প্রিয় পুস কয়েনের উপর চলে আসবে।
আর যারা স্টিমিট প্লাটফর্মের বাইরের পুস কয়েন হোল্ডার রয়েছেন, তারা ও এক সময় স্টিমিট প্লাটফর্মের মধ্যে ব্লগিং শুরু করে দিবেন। এভাবেই এক সময় স্টিমিট প্লাটফর্মের জনপ্রিয়তা অনেক টা বৃদ্ধি পাবে।পুস কয়েনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে অনেক নতুন নতুন স্টিমিট ব্যবহারকারী সদস্য চলে আসবে। তবে, যেহেতু পুস কয়েন আমাদের সকলের নিজস্ব একটি কয়েন তাই কয়েন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকল কে একত্রিত হয়ে কাজ করতে হবে। বিশেষ করে এই পুস প্রজেক্ট টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রমোশন মূলক কাজ গুলোর মধ্যে সকলের অংশগ্রহণ বাধ্যতামূলক।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Daily task -
Link: 1.https://x.com/Riyadx2P/status/1903410042310730167?t=q7K-DpdpYhfggi6l234HAg&s=19
2.https://x.com/Riyadx2P/status/1903475660800324012?t=ukNPdx32hHkl50EdP2FKcQ&s=19
3.https://x.com/Riyadx2P/status/1903340233992835523?t=i1FqzqMe1nWVS6ttdf3uQg&s=19
4.https://x.com/Riyadx2P/status/1903476620020817932?t=kzcRBSR1SfXmcvwQBZzTlQ&s=19
SS:
Upvoted! Thank you for supporting witness @jswit.