বিলুপ্ত প্রায় গরুর গাড়ি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ২৫ ই অক্টোবর ২০২৪ ইং
আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে গ্ৰামের গরুর গাড়ি নিয়ে কিছু তথ্য শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।
গরুর গাড়ি বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী যানবাহন।যার মাধ্যমে অতীত কালে বাঙালিরা প্রায় সব ধরনের মালামাল বহন করতো। যারা নব্বই দশকের মানুষ রয়েছে, তারা প্রত্যেকেই এই গরুর গাড়ির সাথে বেশ পরিচিত। অতীতের প্রতিটি কৃষক ঘরের মানুষ এই গরুর সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। বিশেষ করে যারা কৃষি কাজ করেছিলেন অতীত কালে তারা প্রায় সকলেই এই গরুর গাড়ির মাধ্যমে বিভিন্ন ধরনের মালামাল বহন করেছিল।তবে, বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া পেয়ে মানুষ গরুর গাড়ি থেকে অনেক টা দূরে সরে দাঁড়িয়েছে। আসলে আমরা বাঙ্গালী জাতি নতুন কোন কিছু পেয়ে গেলেই পূরাতন কে ভুলে যাই।এটা আমাদের জন্য মোটেও কাম্য নয়।
গরুর গাড়ি অতীত কালের প্রতিটি কৃষকের একটি যানবাহন হলেও বর্তমান সময়ে এটি একটি নাম মাত্র। বর্তমান সময়ের ছেলে মেয়েরা এই গরুর গাড়ি সম্পর্কে তেমন একটা অবগত নন। তারা জন্ম নেয়ার পর থেকেই আধুনিকতার ছোঁয়া পেয়ে গিয়েছে। সেজন্য তারা প্রাচীন ঐতিহ্য নিয়ে তেমন একটা অবগত নন। আমাদের সকলের উচিত আমাদের সন্তানদের কে অতীতের গরু গাড়ি সম্পর্কে একটু ধারনা দেয়া।এই ধারণার মাধ্যমে একজন বাচ্চা অতীতের একটি নতুন ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। আধুনিকতা আমাদের পরিবেশের সুন্দর সুন্দর ঐতিহ্য গুলো একদম মুছে দিয়েছে।
আপনারা হয়তো সকলেই অবগত আছেন, যে অতীত কালে গরুর গাড়ি গ্ৰাম এলাকার কৃষি কাজ এবং বিভিন্ন ধরনের কাজের মধ্যে এই গরুর গাড়ি ব্যবহার করা হতো।আর গ্ৰামীন মানুষের প্রধান যানবাহন ছিল এই গরুর গাড়ি। তখন ছিল না কোন ধরনের মটর যানবাহন এবং ট্রাক্টর। তখন তারা দুটি গরুর সাহায্যে একটি গরুর গাড়ি সাজিয়েছিলেন।আর এই গরুর গাড়ি গুলো দেখতে যেমন টি সুন্দর, অনুরুপ ভাবে এর মাধ্যমে কাজ করে ও অনেক সুবিধা উপভোগ করতো। গরুর গাড়ির মাধ্যমে ধীরে ধীরে কাজ হতো বলেই আজ বিলুপ্তির পথে।
বেশ কিছুদিন আগে আমি আমাদের একটি ছোট মাঠের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। সেখানে ঘুরতে গিয়ে দেখতে পারলাম একটি গরুর গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। আর এই গরুর গাড়ি টি আমার একটা গ্ৰাম্য দাদার।গ্ৰামীন সবুজের মধ্যে গরুর গাড়ি টি দেখতে অনেক বেশি ভালো লেগেছে সেদিন। দীর্ঘ দিন পর সেদিন আমি আমাদের মাঠের মধ্যে গরুর গাড়ি দেখছিলাম। দেখে বেশ ভালো লাগছিলো আমার। তবে, আমাদের এলাকার মধ্যে বেশ কয়েকটি গরুর গাড়ি রয়েছে, তার মধ্যে আমাদের গ্ৰামের মধ্যে দুটি গরুর গাড়ি রয়েছে। মাঝে মাঝে এই গরুর গাড়ি গুলো পরিদর্শন করার জন্য অনেকেই অনেক দূরদূরান্ত থেকে চলে আসে।এটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
আমাদের গ্ৰামের দুটি পরিবার প্রাচীন ঐতিহ্য কে এখনো টিকিয়ে রাখতে পারছে, এটা আসলেই একটা ভাগ্যের ব্যাপার।খরচবিহীন এই গাড়ি দিয়ে প্রায় সব ধরনের কাজ পরিচালনা করা যায়।কোন একদিন আমি আপনাদের সাথে এই গরুর গাড়ির বিভিন্ন ধরনের কাজকর্ম শেয়ার করার চেষ্টা করবো।আর আপনাদের গ্ৰামে মধ্যে এই গরুর গাড়ি থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।আর আপনাদের কাছে গরুর গাড়ি কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আমি একজন গরুর গাড়ি প্রেমি মানুষ।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আমাদের বাড়িতেই গরুর গাড়ি ছিল। তবে আমিও নব্বই দশকে বড় হয়েছি কিন্তু আমি দেখিনি। শুধু চাকাগুলো পড়ে থাকতে দেখেছি। গরুর গাড়ি তো একটা সময় প্রধান যানবাহন ছিল কিন্তু সময়ের সাথে সাথে বিজ্ঞানের উন্নয়নের হাত ধরে এই গরুর গাড়ি আজ আর নেই। কেবল স্মৃতি হয়ে এই বাঙালির বাংলা বইয়ের পাতায় রয়েছে কয়েকটি লাইনে
বাহ অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্য গরুর গাড়ি নিয়ে দারুন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করলেন।। খুব কোয়ালিটি পোস্ট এটি। কারণ এই গরুর গাড়ি এক সময় অবিভক্ত বাংলার যোগাযোগের প্রথম এবং প্রধান মাধ্যম ছিল। আজ এটি লুপ্তপ্রায়। আপনি তার ছবি তুলে এবং ব্যাখ্যা সহকারে যেভাবে সকলের সামনে তুলে আনলেন তা একটি প্রশংসনীয় পদক্ষেপ। এমন একটি সুন্দর পোস্ট যত্ন করে করবার জন্য ধন্যবাদ আপনাকে।
মাঠে ঘুরতে গিয়ে অনেক সুন্দর ভাবে গরুর গাড়ির ফটোগ্রাফি করছেন ভাইয়া। এখন বর্তমান গরুর গাড়ি খুব কমই দেখা যায়। আমি তো অনেকদিন ধরেই দেখিনি গরুর গাড়ি। তবে কয়েকদিন আগে মহিষের গাড়ি দেখেছি। বর্তমানে এমন অনেক জিনিস আছে যেগুলো সবই প্রায় বিলুপ্তির পথে। যাইহোক আপনি অনেক সুন্দর একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ।
আমাদের এখানে গরুর গাড়িতে এমন একটা দেখা যায় না কিন্তু পার্শ্ববর্তী কয়েকটা গ্রাম পার হলে লক্ষ্য করে থাকি গরু মহিষের গাড়ি। তবে এগুলো বৃদ্ধ কিছু মানুষ ব্যবহার করে তাছাড়া এখনকার প্রজন্মের মানুষ এগুলো আর ব্যবহার করে বলে দেখা যায় না। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ছোটবেলায় গরুর গাড়ি, মহিষের গাড়ি অনেক দেখেছি। এখন এই গাড়িগুলো দেখাই যায় না। মাঝে মাঝে শুধু ঘোড়ার গাড়িগুলো দেখা যায়। আসলে সময়ের সাথে সাথে সবকিছুই বদলে গেছে। তাই তো সবকিছুই আজ বিলুপ্তির পথে।
এখন গরুর গাড়ি প্রায় সব এলাকা থেকেই বিলুপ্তির পথে।
আধুনিকতার ছোঁয়ায় গরুর গাড়ী বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আপনাদের গ্রামে দু'টো পরিবার এখনও এই ঐতিহ্য ধরে রেখেছে দেখে বেশ ভালো লাগলো। আর অনেকদিন পর এই গরুর গাড়ী দেখে বেশ ভালো লাগলো। আজকের প্রজন্ম এই গরুর গাড়ি চিনে না বলেলেই চলে। তবে এই গরুর গাড়ি আগে মানুষ সহ বিভিন্ন জিনিস আনা নেয়ার কাজে ব্যবহার হতো। বেশ ভালো লাগলো আজকে আবারও গরুর গাড়ি দেখে। ছোট বেলার করহা মনে করিয়ে দিলো। ধন্যবাদ ব্লগটি শেয়ার করার জন্য।
আসলেই কিন্তু গরুর গাড়ি আমাদের বাঙালিদের একটি পুরানো ঐতিহ্য ছিল। আমরা আমাদের পুরনো ঐতিহ্য কে হারিয়ে ফেলেছি।
একসময় গ্রামে গঞ্জে অনেক গরুর গাড়ি দেখা যেত। বলতে গেলে এখন একদম দেখা যায় না। তবে কিছু কিছু জায়গায় এখনো গরুর গাড়ির প্রচলন রয়েছে। বিশেষ করে যে সব জায়গায় তেমন গাড়ি যায় না কাঁচা রস্তা এখনো তেমন পরিবর্তন এর ছুঁয়া দেখা যাচ্ছে না এমন জায়গায়। আপনি গরুর গাড়ির বিলুপ্ত নিয়ে অনেক গুরুত্বপূর্ণ লেখাগুলো লিখলে পড়ে ভালো লেগেছে।
গরুর গাড়ি আসলেই এখন দেখা যায় না। আমি লাস্ট কবে গরুর গাড়ি সামনাসামনি দেখেছি সেটাও মনে নেই। খুবই ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। ফটোগ্রাফি গুলো মনোমুগ্ধকর ছিল। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
অনেকদিন পর গরুর গাড়ি দেখতে পেলাম। গরুর গাড়ি বাঙালি জাতির একটি ঐতিহ্য। বর্তমানে উন্নয়নশীল দেশে এই ধরনের ঐতিহ্যবাহী গাড়ি নেই বললেই চলে। ধান কাটার জন্য এবং রোপন করার বিভিন্ন ট্রাক্টর মেশিন তৈরি করা হয়েছে। এখন কৃষকের হাতের কাজ অনেকটাই কমে গিয়েছে। তাই ধীরে ধীরে আমাদের গ্রামীণ ঐতিহ্য গুলো বিলুপ্তি হয়ে গিয়েছে। খুব ভালো লাগলো আপনার পোস্ট পড়ে, এত সুন্দর পোস্ট উপহার দেওয়া জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।