ভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট / rjnasim001
@rjnasim001
#amarbanglablog
দেশঃ বাংলাদেশ
হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ পরিবার। আমি @rjnasim001 বাংলাদেশ থেকে বলছি।আমি আমার বাংলা ব্লগের সদস্য।
আসলামু আলাইকুম আমার বাংলা ব্লগ পরিবারের বন্ধুগন আশা করি আপনারা ভালো আছেন । আপনাদের দোয়ায় আর আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আবারো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের পোস্ট বিষয় হলো ম্যান্ডেলা আর্ট।
ডিভাইস | vivo y20 |
---|---|
লোকেশন | মেহেরপুর |
ফটোগ্রাফি | মেন্ডেলা আর্ট |
কাল হ্যাং আউট শেষ করে ঘুমাতে ঘুমাতে রাত প্রায় ১২ টা । আজকের আবহাওয়া বেশ ভালো ছিলো বলতে গেলে ঘুমানোর একটা আবহাওয়া ছিলো। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো। ঘুম থেকে উঠেছি ১২ টার পরে। ঘুম থেকে উঠে একটু ব্যাস্ত হয়ে পড়েছিলাম কারন আজ শুক্রবার। নামাজ পড়তে যেতে হবে। নামাজ শেষ করে রুমে এসে খাবার খাওয়া শেষ করে আজকে কি পোস্ট করবো ভাবতেছিলাম। অনেক দিন আগে একটা ম্যান্ডেলা আর্ট পোস্ট করেছি তাই ভাবলা আজকে একটা ম্যান্ডেলা আর্ট পোস্ট করে ফেলি। ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লাগে যেই কারনে আজকেই ভালো হবে কারন আজ ছুটির দিন। চালুন শুরু করা যাক।
প্রিয় বন্ধু গন, প্রথমেই আমি একটা নকশা আকিয়ে নিয়েছি। নকশাকরা আকাতে আমি পেন্সিল ব্যাবহার করেছি। কারন যদি আমার নকশা আঁকাবাঁকা হয়ে যাই কিংবা পারফেক্ট না হয়ে থাকে তাহলে আমি রাবার দিয়ে মুছে সঠিক করে নিতে পারবো।
প্রিয় বন্ধু গন, এবার আমি খুব সুন্দর করে জেল পেন দিয়ে ফুল আঁকিয়ে নিয়েছি। আপনারা লক্ষ করলে দেখতে পাবেন নকশা থেকে একটু এদিক ওদিক করে ফুলটি আকিয়েছি যাতে ফুলটি দেখতে একটু সুন্দর হয়। পেন্সিলের দাগ গুলো রাবার দিয়ে সুন্দর করে মুছে দিয়েছি। যেটার ছবি খুব সুন্দর করে তুলে আপনাদের সাথে শেয়ার করলাম।
প্রিয় বন্ধু গন, জেল পেন এবং কাটাকম্পাস দিয়ে সুন্দর করে ৪ টি বৃত্ত আলা ঘর আঁকিয়ে নিয়েছি। বৃত্ত আঁকানো হয়ে গেলে আবার আমি চাঁদা দিয়ে নিদিষ্ট দূরত্ব পর পর মার্ক করে নিয়েছি। মার্ক করা হয়ে গেলে এবার ইস্কেল আর জেল পেন দিয়ে দাগ আকিয়ে নিয়েছি। লক্ষ করুন খুব সুন্দর একটা রূপ নিয়ে অনেক ছোট ছোট ঘর তৈরি হয়ে গিয়েছে। আর সেটার ছবি খুব সুন্দর করে তুলে আপনাদের সাথে শেয়ার করেছি।
প্রিয় বন্ধু গন, এবার ছোট ছোট ঘর গুলোর মধ্যে জেল পেন দিয়ে কিছু কারুকাল করতে হবে। ছোট ছোট ঘর গুলোর মধ্যে সব থেকে ছোট ঘর বা প্রথম লাইনের ঘর গুলো একটা ছোট এবং একটা বড় উল্টো u এর মতো আকিয়ে নিয়েছি। উলটো ছোট u জেল পেন দিয়ে ভরাট করে দিয়েছি। আর সেটার ছবি খুব সুন্দর করে তুলে আপনাদের সাথে শেয়ার করেছি।
প্রিয় বন্ধু গন, এবার দ্বিতীয় ঘর গুলোতে পাতার নকশা আঁকিয়ে নিয়েছি। ঘর গুলোতে নকশা আঁকানোর সময় কোন পেন্সিল ব্যবহার ব্যবহার করি নাই। সরাসরি জেল পেন দিয়ে নকশা আকিয়ে নিয়েছি। নকশার আউট সাইডের ফাকা জাইগা গুলো জেল পেনের কালি দিয়ে ভরাট করে দিয়েছি। আর সেটার ছবি খুব সুন্দর করে তুলে আপনাদের সাথে শেয়ার করেছি।
প্রিয় বন্ধু গন, এবার তৃতীয় শারির ঘর গুলোতে আবারো দুইটা করে উল্টো u আঁকিয়ে নিয়েছি। ছোট ঘরে একটা করে শাপলা ফুল আঁকিয়ে নিয়েছি। অতিরিক্ত ফাকা জাইগা গুলোতে জেল পেনের কালি দিয়ে ভরাট করে দিয়েছি। আর সেটার ছবি খুব সুন্দর করে তুলে আপনাদের সাথে শেয়ার করেছি।
প্রিয় বন্ধু গন, এবার চতুর্থ সারির ঘর গুলোতে তিনটা করে উল্টো u আকিয়ে নিয়েছি। ঘরের ফাকা জাইগা গুলো জেল পেনের কালি দিয়ে ভরাট করে দিয়েছি
প্রিয় বন্ধু গন, এবার ফুল গুলোতে বিভিন্ন রঙ্গের কালার দিয়েছি। আপনারা লক্ষ করুন সুন্দর একটা লুক নিয়েছে। আর সেটার ছবি খুব সুন্দর করে তুলে আপনাদের সাথে শেয়ার করেছি।
পরিমাণ |
স্কেল | ১টি | রাবার | ১টি | পেন্সিল | ১টি | রং পেন্সিল | ১টি | খাতা | ১টি | জেল পেন | ১টি | আমি মোঃ নাসিম আহম্মেদ। আমার স্টিমেট আইডির নাম @rjnasim001। বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী থানার প্রকৃতির রূপে সাজানো জুগীরগোফা গ্রামে আমার বসবাস।। আমি অনার্স লেখাপড়া করছি। লেখাপড়ার পাশাপাশি একটা কম্পানিতে চাকরি করি। নতুন নতুন কিছু শিখতে জানতে অনেক ভালো লাগে।নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে লিখতে ভালোবাসি। প্রকৃতিকে খুব ভালোবাসি তাই সময় পেলে নতুন কিছু জানা ও উপভোগ করার জন্য ভ্রমণ করি এবং ছবি আঁকি।
|
---|
চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি ভিন্ন ধরনের একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। রং করার ফলে আপনার তৈরি করা ম্যান্ডেলা আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে।
রং করার পরে আর্ট অনেক সুন্দর দেখাছেব। ধন্যবাদ ভাইয়া আপনার বিশেষ মন্তব্য করার জন্য।
Tweet Link
অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আসলে ম্যান্ডেলা আর্ট দেখতে যতটা সহজ মনে হয় করাটা ততটাই কঠিন। ভিন্নধর্মী এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে বেশ চমৎকার লেগেছে ভাইয়া। কিছু কালার করার জন্য আরও বেশি ফুটে উঠেছে ম্যান্ডেলা টি। ধন্যবাদ ভাইয়া।
ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ আপু আপনার বিশেষ মন্তব্য প্রকাশ করার জন্য।
আপনার আঁকা ম্যান্ডালা আর্টটি দেখতে বেশ সুন্দর হয়েছে। ছোট ছোট ডিজাইন করাতে দেখতে বেশি সুন্দর লাগছে। আঁকার ধাপগুলো বেশ সুন্দরভাবে বর্ণনা সহ উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ ম্যান্ডালা আর্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য।
আপনি ঠিক বলেছেন আজকের আবহাওয়াটা ভালো ছিল না। তবে আমি বলবো আমাদের জেলার জন্য আশীর্বাদ আজকের আবহাওয়াটা। কারণ আজকেই প্রথম সারাটা দিন বৃষ্টি হয়েছে। যাক আপনি খুব সুন্দর মেন্ডেলা আর্ট করেছেন। আপনার তৈরি আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর্ট তৈরি প্রত্যেকটা ধাপ চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
আবহাওয়া ঠান্ডা ছিলো সাথে আমার মন ও অনেক ফ্রেশ ছিল বলে আর্ট করেছি ভাইয়া। কারন আর্ট করতে ঠান্ডা মাথার প্রয়োজন হয়ে থাকে। ধন্যবাদ ভাইয়া আপনাকে
ভিন্ন রকম একটি মেন্ডেলার দৃশ্য একেছেন আপনি।খুবই সুন্দর হয়েছে আপনাত অংকন টা গুছুয়ে আপনি প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইল আপনার জন্য।
আপনকেউ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার পোস্ট ভিজিট করার জন।
ঠিক বলেছেন আপনি ভিন্ন রকম একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার করা এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি যদি একেবারে শেষের ধাপে হাত না দিয়ে আরো কয়েকটি ধাপে হাত দিতেন তাহলে আপনার ম্যান্ডেলা আর্ট আরো বেশি ফুটে উঠত। চেষ্টা করবেন পরবর্তী আজ করার সময় আরো কয়েকটি ধাপের মধ্যে হাত দিয়ে ছবি তোলার জন্য। এমনিতেই আকর্ষণীয় এই আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আচ্ছা ভাইয়া আমি পরের ছবি গুলোতে আরো কয়েকটি ধাপে হাত দেওয়ার চেষ্টা করবো। আপনার উপদেশ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আসলে এটা কিন্তু সত্য কথা ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লাগে। আমি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে অনেক পছন্দ করি, আর আমার কাছে ম্যান্ডেলা আর্ট দেখতেও খুব ভালো লাগে। ভেতরের ডিজাইন গুলো অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনি কিন্তু অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে পারেন। আরেকপাশে বিভিন্ন রঙের কালার দেওয়ার কারণে অনেক ভালো লেগেছে দেখতে।
ধন্যবাদ আপু আমার পোস্ট ভিজিট করে আপনার মনের ভাব প্রকাশ করার জন্য।
আপনার মতো আমারও আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। শুক্রবারে ঘুম থেকে উঠতে সবারই অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক ভাইয়া আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে আর্ট উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দারুন একটি আর্ট শেয়ার করার জন্য।