কবিতা :- তোমার কল্পনাকে সত্যি করতে
@rjnasim001
#amarbanglablog
দেশঃ বাংলাদেশ
হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ পরিবার। আমি @rjnasim001 বাংলাদেশ থেকে বলছি।আমি আমার বাংলা ব্লগ একজন নিয়মিত সদস্য।
ছবিটি কেনভা দিয়ে তৈরি করা হয়েছে
আসলামু আলাইকুম আমার বাংলা ব্লগ পরিবারের বন্ধু গন আশা করি আপনারা ভালো আছেন । আপনাদের দোয়ায় আর আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একটি কবিতা। একটা কথা আপনাদের আগেই কখনো কবিতা গল্প লিখি নাই। আমার পরিচিত বড় ভাইগুলো এই কমিউনিটিতে কবিতা পোস্ট করেন তাদের কবিতা দেখে একটু অনুপ্রেরণা থেকে আজকের এই কবিতা লেখা। বলতে গেলে এটা আমার লেখা ২য় কবিতা আর আপনাদের মাঝে তুলে ধলাম।
যদি কোন দিন বিশাল এক
সুমুদ্রের মধ্যে কাগজের নৌকা বানিয়ে
ভাসাতে হয় আমি সেটাই করবো।
যদি কোন দিন বিশাল এই
পৃথিবীর উপর ঘর বানাতে হয়
তাহলে আমি একটি কুড়ে ঘর বানাবো।
যদি কোন দিন বিশাল ওই
নক্ষত্র জগৎ হতে চাঁদের আলো আনতে
অন্ধকার রাতে মোমবাতি জালাবো।
যদি কোন দিন মেঘলা
আকাশে সাদা মেঘ দেখতে
আমি একটি সাদা ঘুড়ি উড়াবো।
যদি কোন দিন পাখিদের সাথে
উড়তে চাও তাহলে তোমাকে একটা পাখি বানিয়ে এক ঝাক পাখির সাথে উড়ে যাওয়ার গল্প শোনাবো।
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | vivo y-20 |
লেখক | @rjnasim001 |
লোকেশন | মেহেরপুর |
আমি মোঃ নাসিম আহম্মেদ। আমার স্টিমেট আইডির নাম @rjnasim001। বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী থানার প্রকৃতির রূপে সাজানো জুগীরগোফা গ্রামে আমার বসবাস।। আমি অনার্স লেখাপড়া করছি। লেখাপড়ার পাশাপাশি একটা কম্পানিতে চাকরি করি। নতুন নতুন কিছু শিখতে জানতে অনেক ভালো লাগে।নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে লিখতে ভালোবাসি। প্রকৃতিকে খুব ভালোবাসি তাই সময় পেলে নতুন কিছু জানা ও উপভোগ করার জন্য ভ্রমণ করি এবং ছবি আঁকি।
আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। বেশ চমৎকার কবিতা লিখেছেন আপনি। হৃদয়ের অনুভূতি গুলোকে কবিতার ছন্দে উপস্থাপন করেছেন।
এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ছন্দ গুলো সুন্দর করে সাজিয়ে লেখার চেষ্টা করছি আর কি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপনার কবিতা পড়ে খুবই ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার কবিতার প্রতিটি শব্দের মান অনেক ভাল ছিল। ধন্যবাদ ভাই এত সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
খুবই সুন্দর একটি কবিতা রচনা করেছেন আপনি। এই কবিতার মাধ্যমে আপনি আপনার কবি প্রতিভার পরিচয় দিয়েছেন৷ এরকম ভাবে আপনি কবিতা রচনা করতে থাকলে আরো ভালোভাবে আপনার কবি প্রতিভা প্রকাশিত হতে থাকবে। আপনি অনেক দক্ষতা অর্জন করতে পারবেন কবিতার বিষয়ে৷ এই কবিতার যে সকল লাইনগুলা আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে সেই সকল লাইন গুলো হল:
আপনি অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।