একগুচ্ছ অণুকবিতা "ক্ষুদ্র কথা, হৃদয় ভার"

in আমার বাংলা ব্লগ2 years ago


Copyright-free Image source : pexels


একগুচ্ছ অণুকবিতা "ক্ষুদ্র কথা, হৃদয় ভার"



💘


♡ ♥💕❤

ভালোবাসি তোমায়,
মুখে যদি নাও পারি বলতে,
বুঝে নিও কবিতায়,
বুঝে নিও ইশারায় ।

ভালোবাসি তোমায়,
চিঠি যদি নাও দিতে পারি কখনো,
আকাশের নীল খামে,
পাঠালাম চিঠি, দখিনা বাউল হাওয়ায়,
পড়ে নিও যদি কখনো তোমার সময় হয় ।

তোমার হাতের রেশমি চুড়ি
রিনিঝিনি রিনিঝিনি বাজে।
হৃদয় বীণার তন্ত্রীতে,
রেশমি চুড়ির ঝংকারে,
আজ আমার হিয়া কাঁপে ।

টাকার পাহাড়ে ধুঁকছে এক বুড়ো শকুন,
মৃত্যুর প্রহর গুনি ।
সময় হয়েছে তার এখন চলে যাওয়ার,
পশ্চাতের সব পিছুটান ফেলি ।

ব্যাকুল মনে খুঁজছি তোমায় সবখানে,
জানি পাবো না তোমায় ।
তবু খুঁজে চলেছি,
দিন রাত্রি ধরে ।
সব কিছু ভুলতে পেরেছি আমি,
পারিনি শুধু ভুলতে তোমায়,
খোঁজার অভ্যাসটা আজ আমাকে খুব কাঁদায়।

ভোরের আলোর একটা নিজস্ব রূপ আছে, গন্ধ আছে ।
দুপুর বেলার রঙটি বড় উজ্জ্বল, বর্ণময় ।
বিকেলবেলার নরম আলোর সৌন্দর্য্য হৃদয়কাড়া ।
গোধূলীবেলায় সবই রঙিন, অপরূপ ।
শুধু, রাতের কোনো রঙ নেই, রূপ নেই, সৌন্দর্য্য নেই ।
রাত নিকষ কালো, বর্ণহীন, নিস্প্রাণ, শীতল ।

আমাদের জীবন ওই দিনের বেলা টুকুই,
মৃত্যু হলো গাঢ় কালরাত্রি ।
জীবনের শেষ মৃত্যুতে,
মৃত্যুর শেষ জীবনের শুরুতে ।

♡ ♥💕❤


Sort:  

আমি খুব বিস্মিত

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন দাদা পড়তে ভালই লাগে খুব একটা ভালো বুঝি না তারপরেও কবিতাগুলো পড়তে ভালো লাগে। মাঝে মাঝে কিছু কবিতা আমি আবার একটু আবৃত্তি করারও চেষ্টা করে যাচ্ছি দেখি পারি কিনা। আজকের কবিতাটা অনেক সুন্দর লাগলো ভালোবাসার কথা মুখে বলতে না পারলেও কবিতার মাঝে ঠিকই ফুটে ওঠে আর সেটা ভালোবাসা মানুষ যাকে নিয়ে লিখা সে মনে হয় ঠিকই বুঝে ।দখিনা বাউল হাওয়ায় চিঠি পাঠানোর বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

আজকের অনু কবিতাগুলি খুবই চমৎকার হয়েছে। তবে আমার কাছে এক এবং চার নম্বর কবিতা টি অনেক বেশি ভালো লেগেছে ।প্রতিটি লাইন পড়ে বেশ ভালো লাগলো । কেউ নিজে থেকে হারিয়ে গেলে কিন্তু চোখের সামনে থাকলেও তাকে খুঁজে পাওয়া যায় না ।অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভালোবাসি তোমায়,
মুখে যদি নাও পারি বলতে,
বুঝে নিও কবিতায়,
বুঝে নিও ইশারায় ।

ভালোবাসার অনুভূতিগুলো এমন ভাবে প্রকাশ করেন দাদা আপনার লেখা কবিতার মধ্যে সত্যি পড়ে মুগ্ধ হয়ে যাই। সেই অনুভূতিগুলো উপলব্ধি করতে পারি খুবই ভালো লাগে আপনার লেখা কবিতা। এই লাইনগুলোর সাথে আমার জীবনের বাস্তবতার অনেকটা মিল আছে দাদা সত্যিই সেগুলো এখন মনে পড়লে অনেকটা হাসি পায়।

 2 years ago 

টাকার পাহাড়ে ধুঁকছে এক বুড়ো শকুন,
মৃত্যুর প্রহর গুনি ।
সময় হয়েছে তার এখন চলে যাওয়ার,
পশ্চাতের সব পিছুটান ফেলি ।

টাকা মাটি, মাটিই টাকা।
একদিন এই টাকার মায়া ছেড়ে চলে যেতে হবে।
এই চিন্তা কেউ করে না।

 2 years ago 

"ক্ষুদ্র কথা, হৃদয় ভার" অসাধারণ, একজন প্রেমিকের হৃদয় ভার অথবা হৃদয়ের কথা, কবিতার ছন্দে প্রকাশ। সত্যিই প্রেমে পড়লে অথবা প্রেমী ব্যর্থ হইলে ব্যথিত হৃদয়ের যে বহিঃপ্রকাশ তা এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

অনুকবিতা গুলো বেশ দারুন হয়।এখন কি আর চিঠির যুগ আছে,তারচেয়ে ম্যাসেজ দিলে তাড়াতাড়ি পাবে😉😉।মজা করলাম।প্রত্যেকটি অনুকবিতা বেশ সুন্দর।

ভোরের আলোর একটা নিজস্ব রূপ আছে, গন্ধ আছে ।
দুপুর বেলার রঙটি বড় উজ্জ্বল, বর্ণময় ।
বিকেলবেলার নরম আলোর সৌন্দর্য্য হৃদয়কাড়া ।
গোধূলীবেলায় সবই রঙিন, অপরূপ ।
শুধু, রাতের কোনো রঙ নেই, রূপ নেই, সৌন্দর্য্য নেই ।
রাত নিকষ কালো, বর্ণহীন, নিস্প্রাণ, শীতল ।

আমাদের জীবন ওই দিনের বেলা টুকুই,
মৃত্যু হলো গাঢ় কালরাত্রি ।
জীবনের শেষ মৃত্যুতে,
মৃত্যুর শেষ জীবনের শুরুতে ।

দারুন লাগছে এটা।ধন্যবাদ