Indian Museum ভ্রমণ -পর্ব ০৬

in আমার বাংলা ব্লগ4 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ০৬


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ০৫


শুভ সকাল বন্ধুরা,
কেমন আছেন আপনারা ?
শীতের অপরাহ্নের উষ্ণ ওয়েলকাম সবাইকে । শুভ অপরাহ্ন । আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি । ভোরে উঠে হসপিটালে গিয়েছিলাম । সেখান থেকে ফিরতে ফিরতে দুপুর ১ টা বেজে গিয়েছে । এখন বসলাম ল্যাপটপ নিয়ে । পোস্ট করতে হবে ।

আজকে অপরাহ্ন বেলায় আমি আবারো আপনাদের সামনে আমার কলকাতা মিউজিয়াম পরিভ্রমণের ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়েছি । আজকের পর্বে মৌর্য, কুষাণ, গুপ্ত, মগধ, গান্ধার, কুরু, কোশল, শূরসেন, পাঞ্চাল, অবন্তী প্রভৃতি প্রাচীণ সাম্রাজ্যের অবশিষ্ঠ আরো কিছু প্রাচীন ভাস্কর্যের নিদর্শন নিয়ে হাজির হলাম ।

আগামীকাল আমাদের প্রাচীন ভারতের প্রাচীন ভাস্কর্য্যের সিরিজ ফোটোগ্রাফের লাস্ট এপিসোড পাবলিশ হবে । এর পর থেকে "মানব সভ্যতা ও মানুষ জাতির ক্রমবর্ধমান ইতিহাস তুলে ধরা হবে" সিরিজ আকারে ।

চলুন দেখে নেওয়া যাক আজকের আয়োজন ।


বেলে পাথরে নির্মিত খগরাজ মহাপক্ষী গরুড়ের মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


গ্রানাইট পাথরে নির্মিত বীণাপাণি দেবী সরস্বতীর মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


নিরেট পাথর কেটে সিদ্ধিদাতা গণেশের মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


গ্রানাইট পাথরে খোদাই করা মা লক্ষ্মীর মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


গ্রানাইট পাথরে নির্মিত বীণাপাণি মা সরস্বতীর আরেকটি মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্রস্তর নির্মিত বিশাল সিংহদুয়ার, পাথরে খোদাই করা অজস্র মূর্তি আছে এই তোরণের গায়ে
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পাথরে খোদাই করা বিশালকায় মহামায়ার মূর্তি
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পুরো একটি পাথরে কেটে মকরমুখো হস্তীর ভাস্কর্য
আলোকচিত্র তোলার তারিখ : ২১ শে ডিসেম্বর ২০২১
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 4 years ago 

গ্রানাইট পাথর নিরেট পাথর পাথরের মধ্যে খোদাই এর কাজ গুলো সত্যিই খুব নিখুঁত এবং কষ্টসাধ্য। তখনকার মানুষজন অনেক সৃষ্টিশীল এবং প্রযুক্তিতে ভালোই দক্ষ ছিল। ধন্যবাদ ধারাবাহিকভাবে শেয়ার করার জন্য এবং পরবর্তী পর্বগুলোর অপেক্ষায় রইলাম যেখানে আরো অনেক আকর্ষণ রয়েছে যার মধ্যে মমি অন্যতম।

ওয়াও দাদা আপনার ভাস্কর্য চিত্র গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো সেই পার্ট-১ থেকে পাঠ-৬ এর সবকটা ভাস্কর্য এ পর্যন্ত আপনার শেয়ার করা সবকয়টি পার্ট। সত্যিই অসাধারণ সবকয়টি ভাস্কর্য। যা দেখার মত এবং অনেক বছর পুরনো এবং ঐতিহাসিক। ধন্যবাদ দাদা শেয়ার করে আমাদের মাঝে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। শুভেচ্ছা এবং শুভকামনা রইল।

 4 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে দাদা। আপনাকে আবারো জানাই অসংখ্য ধন্যবাদ। ছবিগুলো দেখে সত্যি মিউজিয়াম ঘোড়ার আগ্রহটা বাড়িয়ে দিচ্ছেন। তবে জানি না কবে এই মিউজিয়াম ঘোড়ার সুভাগ্য হবে আমার।

 4 years ago 

আমি আপনার Indian Museum ভ্রমণের আগের সব গুলো এপিসোডই পরেছি। সব গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে দাদা। প্রত্যেকটি এপিসোডেই আমরা বিভিন্ন রকমের প্রাচীন নিদর্শন দেখতে পেরেছি। সব গুলোই ছিল এককথায় অসাধারণ। আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আপনার Indian Museum ভ্রমণের ৬ষ্ট এপিসোডটিও আমার কাছে দারুণ লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে এত সুন্দর কিছু পোস্ট উপস্থাপন করার জন্য।

 4 years ago 

  • দাদা প্রতিটি ছবি দেখতে খুবই অসাধারণ লেগেছে। প্রতিটি পর্ব আমার স্মরণীয় থাকার মত। পর্ব গুলো খুবই অসাধারণ লাগতেছে দাদা। পাথরের খোদাই করা মূর্তি গুলো চমৎকার দেখতে। সব সময় আমি চমকে যাই এগুলো দেখার পর। যে এগুলো তৈরি করেছে তার অতুলনীয় দক্ষতা রয়েছে।
 4 years ago 

আজকের পর্বে মৌর্য, কুষাণ, গুপ্ত, মগধ, গান্ধার, কুরু, কোশল, শূরসেন, পাঞ্চাল, অবন্তী প্রভৃতি প্রাচীণ সাম্রাজ্যের অবশিষ্ঠ আরো কিছু প্রাচীন ভাস্কর্যের নিদর্শন নিয়ে হাজির হলাম

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই দাদা। শেষ কয়দিন আপনার পোষ্ট পড়ার মাধ্যমে অনেক প্রাচীন সভ্যতার নিদর্শন সম্পর্কে ধারণা লাভ করতে পারছি। হয়তোবা এই গুলো দেখার সৌভাগ্য আমাদের হতো না যদি না আপনি আমাদের মাঝে শেয়ার না করতেন। প্রাচীন এই সভ্যতা গুলো থেকে অনেক কিছুই আমরা শিক্ষা অর্জন করতে পারছি। সাথে তাদের ঐতিহ্য সম্পর্কে আমরা সঠিকভাবে ধারণা লাভ করতে সক্ষম হচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ দাদা এমন সুন্দর একটা সুযোগ আমাদেরকে করে দেবার জন্য।

 4 years ago 

আবারো প্রাচীন ভাস্কর্যগুলো আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের এই ভাস্কর্যগুলো দেখার সুযোগ করে দিয়েছে। প্রাচীন ভাস্কর্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে, আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

দাদা আপনি প্রতিদিনের মত আজকেও পর্ব ০৬ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন।আপনার প্রতিদিনের মতো আজকের ফটোগ্রাফি গুলো ছিল অসাধারণ এবং মনমুগ্ধকর কিছু ছবি।

গ্রানাইট পাথরে নির্মিত বীণাপাণি মা সরস্বতীর আরেকটি মূর্তি

এই মূর্তি টা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। আর প্রতিটা মুহূর্তে খুবই নিখুঁতভাবে তৈরি করেছে যা দেখে বোঝাই যাচ্ছে।
সব মিলিয়ে আজকের ফটোগ্রাফি খুবই অসাধারণ ছিল।

 4 years ago 

দাদার তোলা ছবি গুলো সব সময় অসাধারন হয়ে থাকে। প্রতিটি ছবির নিচে সুন্দর করে বিবরণ দিয়েছেন এতো ছবি গুলার ইতিহাস সম্পর্কে একটু ধারনা পাওয়া যায়। সব দিক থেকে ভালোই হয়েছে। ভাস্কর্য গুলো দেখতেও অনেক সুন্দর লাগে।

 4 years ago 

কলকাতা মিউজিয়াম এর ঘুরতে গিয়ে দেখছি অনেক সুন্দর একটি মুহূর্ত আপনি কাটিয়েছিলেন দাদা। মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পেরে নিজের কাছে সত্যিই অনেক ভালো লাগে। আপনি কলকাতা মিউজিয়াম এ ঘুরাঘুরির সময় অনেক অনেক ধরনের মূর্তি ছবি দেখেছিলেন এবং মূর্তিগুলো আমাদের সকলের মাঝে ধাপে ধাপে অনেক চমৎকার ভাবে শেয়ার করেছেন এবং করছেন। ধন্যবাদ আপনাকে দাদা আমরা আপনার মাধ্যমে অনেক ধরনের জিনিস সম্পর্কে জানতে পেরেছি এবং পরবর্তীতে জানতে পারবো বলে আশা রাখি। শুভকামনা রইল দাদা পরবর্তী পার্ট এর জন্য অপেক্ষায় থাকলাম।