Indian Museum ভ্রমণ -পর্ব ২৪
Indian Museum ভ্রমণ -পর্ব ২৪
পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ২৩
শুভ সন্ধ্যা বন্ধুরা,
আশা করি সবাই সুস্থ আছেন ভালোই আছেন ।
ইদানিং, শরীরটা মোটেও ভালো যাচ্ছে না । প্রায়ই দিনের বেলা সময়ে অসময়ে ঘুমিয়ে পড়ছি । অথচ, রাতে ঘুম আসছে না । ভারী একটা সমস্যা । আবহাওয়াটাও তেমন একটা সুবিধের ঠেকছে না । এই প্রচন্ড শীত তো এই আবার গরম পড়ছে । মাঝে কিছুদিন সে কী বৃষ্টি রে বাবা । একেবারে যাচ্ছেতাই আবহাওয়া যাকে বলে ।
আজকেও বেশ কিছু ভারতীয় পাখিদের নিয়ে এই এপিসোডটি সাজিয়েছি । আমাদের আজকের এপিসোড যে সব পাখির স্টাফ করা দেহ থাকছে সেগুলো হলো :
১. ঈগল
২. ময়ূর, ময়ূরী এবং কয়েক জাতের তিতির পাখি
৩. ধনেশ পাখি বা হর্নবিল
৪. উটপাখি
৫. পেলিক্যান এবং কয়েক প্রজাতির স্টর্ক
৬. শিকারী বাজ বা ফ্যালকন
তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে !
এটি একটি ভারতীয় ঈগল পাখি । এই পাখি হলো পাখি জগতের সর্ব বৃহৎ এবং ভয়ঙ্কর শিকারী পাখি । ছোট ছোট প্রাণী থেকে শুরু করে সাপ ও বিভিন্ন সরীসৃপ, পাখি এবং মৎস্য হলো এদের খাবার । এখানে দেখা যাচ্ছে প্রকান্ড একটা ভেটকি মাছ শিকার করেছে এই ঈগলটি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ময়ূর, ময়ূরী এবং কয়েক জাতের তিতির পাখি । ময়ূরের একটি সুন্দর ও জমকালো পেখম আছে, পক্ষান্তরে ময়ূরীর কিন্তু কোনো পেখম থাকে না । পেখম ফুলিয়ে সঙ্গিনীদের আকৃষ্ট করে ময়ূর । জেনে অবাক হবেন ময়ূরও কিন্তু একটি শিকারী পাখি । সাপেদের যম এই ময়ূর । ময়ূর দেখতে যতটাই সুন্দর এদের গলার আওয়াজ ততটাই বিশ্রী কর্কশ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ধনেশ পাখি বা হর্নবিল । ভারতীয় উষ্ণ জঙ্গলগুলিতে এই পাখি অনেক পাওয়া যায় । শক্ত, বড় ও বাহারি বাঁকানো ঠোঁট হলো ধনেশ পাখির বৈশিষ্ট্য । ধনেশ পাখির ঠোঁট তার দেহের এক তৃতীয়াংশ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
পৃথিবীর সব চাইতে বড় পাখি । উটপাখি । মরু অঞ্চলে বাস এবং প্রকান্ড ও কষ্টসহিষ্ণু দেহের কারণের এদেরকে উটপাখি বলা হয়ে থাকে । আফ্রিকায় মরু অঞ্চলের জঙ্গলগুলোতে পাওয়া যায় এদের । এক একটি উটপাখি উচ্চতায় ৩ মিটার এবং ওজনে ১৫০ কেজি পর্যন্ত হয়ে থাকে । ঘোড়ার মতো ছুটতে পারে এরা, কিন্তু বিশাল ওজন আর ছোট ডানার কারণে উড়তে অক্ষম এরা । এক জন মানুষকে পিঠে চাপিয়ে অনায়াসে এরা দৌড়াতে পারে । এদের ডিমের সাইজ প্রায় একটি ফুটবলের মতো প্রকান্ড ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
পেলিক্যান এবং কয়েক প্রজাতির স্টর্ক । পেলিক্যানের আছে একটি প্রকান্ড থলি এদের নিচের ঠোঁটে । মাছ ধরে এরা সাথে সাথেই সেটা খেয়ে ফেলে না । এই থলিতে রেখে দেয় । শিকার শেষে থলি থেকে এক একটা মাছ বের করে আর আয়েশ করে খায় । ভারতে একমাত্র অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীতে পাওয়া যায় পেলিক্যান ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
শিকারী বাজ বা ফ্যালকন । ঈগলের মতোই বাজপাখি হলো একটি শিকারী পাখি । এদের চোখ ঈগলের মতোই তীক্ষ্ণ । তবে ঈগলের মতো অত প্রকান্ড দেহ নয় এদের । খুব সহজেই কিন্তু এরা পোষ মেনে থাকে । খাদ্যাভাস ঈগলের মতোই - ছোট ছোট প্রাণী, পাখি , সরীসৃপ এবং মাছ এদের খাদ্য ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ
Genial, que bello
দাদা কলকাতা মিউজিয়ামের প্রতিটি পোস্ট দেখার মতো আর শিক্ষণীয় ছিল। যেই সকল প্রাণী ,পাখিদেড় নাম কখনো জানতাম না তা অনেক কিছুই জানতে পারলাম আপনার পোস্টের মাদ্ধমে। সব মিলিয়ে অসাধারণ লাগলো। ধন্যবাদ দাদা।
রাতে ঘুম না আসা মোটেও ভালো না দাদা। আমার মনে হয় আপনার একজন ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এভাবে রাত জাগলে শরীর খারাপ হওয়া স্বাভাবিক। কারণ কোনভাবেই রাতের ঘুম দিনে কভার হয় না।
আজকের এপিসোড টা দারুণ ছিল। এর আগে কখনো আমি হর্নবিল টা দেখিনি। এবং উটপাখি টা সত্যি অনেক বড়।
দাদা ইন্ডিয়ান মিউজিয়াম এর আজকে আপনার ২৩ তম এপিসোড এর পাখিদের স্থিরচিত্র দিয়ে সাজিয়েছে, অনেক বেশি ভালো লেগেছে। কারণ আমি পাখি অত্যন্ত বেশি পছন্দ করি। আর আমি পাখির প্রতি এতটা বেশি আকৃষ্ট সেই ছোটবেলা থেকে এখনও আমার ওই নেশা টুকু কাটেনি। আমি এখনো আমার ব্যালকনিতে অনেকগুলো কবুতর পালন করি এবং আমি আমার বাংলা ব্লগে পোস্ট করেছিলাম। আর যখন পাখিদের সামনে যাই তখন আমার দুনিয়ার আর কোন কিছু মনে থাকে না। তাদের মাঝেই বিভোর হয়ে যাই তাদের খুনসুটি এত বেশি ভালো লাগে যে এই ভালোলাগার মাঝে পৃথিবীর আর কিছুই নেই। এত সুন্দর করে বিভিন্ন প্রজাতির পাখির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম দাদা।
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Please consider to approve our witness 👇
Come and visit Italy Community
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
দাদা সর্বপ্রথম আমি একটি কথাই বলতে চাই আপনি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠেন এই আশীর্বাদ করি। বর্তমান আবহাওয়ার কারণে অসুস্থতা বেড়ে যাচ্ছে। আশা করছি আপনি যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবেন তখন আপনার শরীর ভালো থাকবে। ইন্ডিয়ান মিউজিয়াম এর ভিতরে স্টাফ করা পাখিদের দেহের ফটোগ্রাফস গুলো দেখে অনেক ভালো লেগেছে। বিভিন্ন প্রজাতির পাখির অপরূপ সৌন্দর্য আপনি আপনার এই ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। এসব বিভিন্ন প্রজাতির পাখি গুলো দেখে অনেক ভালো লাগলো। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
একেকটা এপিসোড একেকটা থেকে আকর্ষণীয়। উট পাখি,পাখি ডিম,ধানেশ,পেলিক্যান,বাজ পাখি একেকটা একেকটা সুন্দর। দাদা শুধু আপনার জন্য আমরা এত সুন্দর জিনিস উপভোগ করতে পারছি।ধন্যবাদ আপনাকে।