কিছু random ফোটোগ্রাফি : স্মৃতির পাতা থেকে - part 09

in আমার বাংলা ব্লগ3 years ago

"স্মৃতির পাতা থেকে" সিরিজ ফোটোগ্রাফি পোস্টটি প্রায় শেষ করে এনেছি । আজকে দিলাম নবম এপিসোড । আগামীকাল দেব দশম ও ফাইনাল এপিসোড । এর পর থেকে ফুলটাইম সাহিত্যচর্চা শুরু । অনেক দিন গল্প লেখা হয় না । সেই যে "কুঞ্জবিহারীর নিকুঞ্জ" নামক ধারাবাহিক গল্পটি শুরু করে মাত্র ৩টি এপিসোডের পরে কেটে গেছে ২০ দিনেরও বেশি তারপরে আর কলম ধরাই হয়নি মোটে । আবার শুরু করতে হবে । মাঝে মাঝে সময়ের টানাটানি থাকলে কিছু কবিতা ও ফোটোগ্রাফি পোস্ট দেব ।

কাল ভূতচতুর্দশী তাই সারাদিন busy থাকবো । রাতে বেশি ব্যস্ত থাকবো । কাল আর লেট নাইট ডিজে পার্টিতে থাকতে পারবো না । পরশু কালী পুজো । একদিন বেরোবো ঠাকুর দেখতে । করোনা টাইম তাই আর ৩-৪ দিন না বেরিয়ে মাত্র ১ দিনই বেরোবো শুধু । পরশু আবার দীপাবলিও, বাজি কিনতে হবে কাল সন্ধ্যায় । শব্দবাজি আমি মোটেও লাইক করি না । ভাবছি রং মশাল আর তারা বাজি কিনবো কয়েক প্যাকেট মাত্র, সাথে কিছু ফানুস । তনুজা প্রচুর পরিমাণে রং-বেরঙের বিভিন্ন সাইজের মোমবাতি আর প্রদীপ কিনেছে এ কয়দিন ধরে । করোনার আগে আমিও প্রচুর বাজি পোড়াতাম, টানা ৭ দিন ধরে প্রতিদিন সন্ধ্যায় বাজি পোড়ানো শুরু করতাম আর শেষ হতো রাত ন'টায় ।

যাই হোক সবাইকে অগ্রীম "কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা" । ভালো থাকবেন, সেফটি মেনে বাজি পোড়ান ও ঠাকুর দেখুন । আগে জীবন পরে উৎসব ।

বি: দ্রঃ এদের মধ্যে বেশ ক'টি ছবি আমার @royalmacro আইডিতে শেয়ার করেছি এর আগে । অধিকাংশ ছবিই ৩-৪ বছরের পুরোনো ।


সীমাহীন আঁধারে একাকী আলোকবর্তিকা শত আশাহীন মানুষের মনে আশার সঞ্চার করে
আলোকচিত্র তোলার তারিখ : মে, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


সমুদ্রতটে বালি, ম্যাক্রো শট; দেখে মনে হচ্ছে কোনো ক্রিস্টাল । তাই না ?
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর , ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ম্যাক্রো শট সূর্যমুখী ফুলের ।
আলোকচিত্র তোলার তারিখ : ডিসেম্বর , ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ইঁটভাটার শিশুরা
আলোকচিত্র তোলার তারিখ : মে , ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ব্লু মুন
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারি, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ঘাস ফল, cattail
আলোকচিত্র তোলার তারিখ : মে, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


কচুরিপানা ফুল
আলোকচিত্র তোলার তারিখ : মে, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পাতার আড়ালে যত্নে লালিত হলদে-সবুজে শশা
আলোকচিত্র তোলার তারিখ : অগাস্ট, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


জীবনে সুখী হতে হলে অর্থের প্রাচুর্য থাকা লাগে না, মানসিক প্রশান্তিটাই সুখী হওয়ার মূল মন্ত্র
আলোকচিত্র তোলার তারিখ : মে, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : SONY
ক্যামেরা মডেল :DSC-W710
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

Sort:  
 3 years ago 

দাদা শুভেচ্ছা নিবেন। প্রথমেই বলবো আপনার তোলা ছবি গুলি অসাধারণ হয়েছে। বিশেষ করে হাজারো আধারের মাঝে একটি আলোক বর্তিকা দাড়িয়ে আশে শত মানুষের আধার দূর করতে। সত্যি দারুন সব ফটোগ্রাফি রয়েছে আপনার স্মৃতির পাতায়। আর একটা বিষয় সেটি হল "কুঞ্জবিহারীর নিকুঞ্জ গল্পটি খুব মিস করছি।আশা করছি সামনের দিন গুলোতে পেয়ে যাবো বাকী পর্ব গুলো । শুভ কামনা রইল । ভাল থাকবেন সব সময়। ধন্যবাদ

 3 years ago 

সত্যিই খুবই উপভোগ করছিলাম আপনার স্মৃতির পাতা থেকে কিছু রেনডম ফটোগ্রাফি, জেনে খুব খারাপ লাগছে আগামীকাল এর শেষ পর্ব।সমুদ্রতটে বালি, ম্যাক্রো শট; যা দেখে মনে হচ্ছিল ছোট ছোট স্টোন। আর কচুরিপানার কথাতো ভুলেই গিয়েছিলাম অনেকদিন পরে দেখলাম, খুবই সুন্দর লাগছে ফটোগ্রাফি টি। অবশেষে এলাম আমার প্রিয় সবজি শসার কাছে যা দেখে আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে এখনই কেটে লবণ দিয়ে মাখিয়ে খেয়ে ফেলি।অনেক অনেক ধন্যবাদ দাদা সুন্দর এই ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি ফটোগুলো খুব এনজয় করেছেন জেনে সত্যি খুব ভালো লাগলো । শশা আমারও খুবই প্রিয় একটি সবজি । কাঁচা বা রান্না করে দু'ভাবেই খেতে খুবই ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ম্যাডাম :)

 3 years ago 

ওয়াও দাদা। ফটোগ্রাফিগুলো তো দেখছি অনেক সুন্দর হয়ছে দাদা। বিশেষকরে প্রথম ছবিটার সাথে কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও আপনার কয়েকটি এপিসড মিস করেছি। একটা একটা করে ফটোগ্রাফি দেখবো। আর দাদা আপনাকে কালীপূজো ও দীপাবলির শুভেচ্ছা।

 3 years ago 

দাদা আপনি অসাধারণ ছবি তোলেন। আপনার প্রত্যেকটি ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে। তারমধ্যে বাচ্চাদের যে ছবি দুটোরই রয়েছে তা অসাধারণ। বাচ্চাদের মায়া ভরা চেহারা অনেক ভাল লেগেছে। কচুরিপানার ফুল টা দারুন হয়েছে। ধন্যবাদ দাদা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ইটভাটার শিশু গুলোকে দেখে মনের মধ্যে কেমন যেনো করে উঠলো। আহা বাচ্চা গুলোর মুখগুলো কেমনে শুকনো!কারো কারো হয়তো আধ পেট ও ভরা নেই। আমাদের কত চাহিদা, কত অভিযোগ! এটা নেই, সেটা লাগবে, ওটা নেই। আর বাচ্চাগুলো। 😢😢

অনেকদিন অপেক্ষায় আছি দাদা গল্পের।

জীবনে সুখী হতে হলে অর্থের প্রাচুর্য থাকা লাগে না, মানসিক প্রশান্তিটাই সুখী হওয়ার মূল মন্ত্র

কথার ওজন আর ফটোর আকর্ষণ, জীবনের গানে ভরা ছিল। আমি মুগ্ধ।

পুরোনো স্মৃতি পাতা থেকে আমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলেন, খুবই ভালো লাগছে। আর কুঞ্জবিহারী নিকুঞ্জ আবার ও নিয়ে আসেন দাদা খুবই ভালো লাগবে। আজকের ফটগুলো ৩-৪ বছর আগের হইলেও খুব সুন্দর ছিলো। এত সুন্দর ফটোগ্রাফি করতেন সত্যিই মনোমুগ্ধকর। আমার কাছে বেশি ভালো লেগেছে

জীবনে সুখী হতে হলে অর্থের প্রাচুর্য থাকা লাগে না, মানসিক প্রশান্তিটাই সুখী হওয়ার মূল মন্ত্র এই কথাটি এবং সাথে ফটোগ্রাফি পারফেক্ট ছিলো। সামনে দীপাবলি অবশ্যই খুব ভালো সময় কাটাবেন, শুভ কামনা রইলো দাদা আপনি এবং আপনার পরিবার এর সবার জন্য।

 3 years ago 

দাদা আমি পোস্টটি পড়ার আগে দ্বিতীয় ছবিটা দেখে মনে মনে ভাবছি ইশ এই পাথরগুলো নিয়ে যদি আমার গাছের গোড়ায় দিতে পারতাম তাহলে অনেক সুন্দর লাগতো কিন্তু পোস্ট পরে দেখলাম এগুলো বালি।এত বড় বড় বালি আগে কখনো দেখি নাই। আপনার সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে খুব ভালো লাগে।ছোটবেলায় যখন কচুরিফুল দেখতাম তখন কিযে ভালো লাগতো আর এখন আর এই ফুল দেখার সুযোগ হয় না।আপনার মাধ্যমে দেখার সুযোগ হলো।আর গাছের ঝুলন্ত শসা ছিড়ে খেতে যে কি যে মজা লাগে যে বলে বোঝানো যাবে না।প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আরো সুন্দর সুন্দর ছবি দেখার অপেক্ষায় রইলাম দাদা।অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

বালির দানা বড় নয়, এগুলো ম্যাক্রো শট । ম্যাক্রো শটে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস বড় করে দেখানো হয় ।

 3 years ago 

দাদা সত্যি খুবই সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।আর ফটোগ্রাফি গুলো দেখে উপভোগ করলাম।দাদা আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে।তবে দাদা আপনার সব ফটোগ্রাফির মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রথম ফটোগ্রাফি টা।
এছাড়াও দাদা আপনার এই লেখাটি খুব ভালো লেগেছে আমার।
সীমাহীন আঁধারে একাকী আলোকবর্তিকা শত আশাহীন মানুষের মনে আশার সঞ্চার করে
অসাধারণ লিখেছেন দাদা।ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

সত্যি সত্যি দাদা

 3 years ago 

"যাই হোক সবাইকে অগ্রীম "কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা" । ভালো থাকবেন, সেফটি মেনে বাজি পোড়ান ও ঠাকুর দেখুন । আগে জীবন পরে উৎসব ।" যথার্থ ভাই । একদম শেষের ছবিটা অনেক মিনিংফুল । শুভেচ্ছা রইল আপনার জন্য।