প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা (পর্ব -০১)
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
|---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে আমাদের জীবনের প্রিয় মানুষ হারানোর যে কতটা যন্ত্রণা তাই নিয়ে কিছু কথা শেয়ার করব। প্রিয় মানুষ হারানোর মধ্যে যে কষ্ট থাকে যা পৃথিবীর অন্যান্য সব কষ্ট কে হার মানিয়ে দিতে পারে। আর আমরা আমাদের জীবনের প্রিয় মানুষগুলোকে হারানোর মাধ্যমে নিঃস্ব থেকে আরও বেশি নিঃস্ব হতে থাকি। সত্যি কথা বলতে জীবনে কেউই তার প্রিয় মানুষকে হারাতে চায় না। প্রিয় মানুষটি জীবন থেকে হারিয়ে গেলে যে কি পরিমান কষ্ট ও যন্ত্রণা হয় সেটা শুধুমাত্র যে হারায় সেই জানে। হারানোর কষ্ট যে ঠিক কি হয় যে হারায় সে বোঝে যে হারিয়ে যায় সে কখনো বুঝতে পারে না।
তাই সে বিপরীত দিকের মানুষটিকে কষ্ট দিয়ে হারিয়ে যায়।আর যে এই কষ্ট দিয়ে যায় এই কষ্টের মানে যদি সে বুঝতো তাহলে কষ্ট দিয়ে হারিয়ে যাওয়ার আগে অন্তত একবার ভাবতো। আসলে কারও জীবনে প্রতিনিয়ত থাকার অভ্যাস হয়ে তার অনেকটা কাছাকাছি গিয়ে তাকে একলা করে দিয়ে এক আকাশ পরিমান কষ্ট দিয়ে আঘাত করে চলাটা তো এখন ট্রেন্ডে চলছে।
চলবে...
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
| শ্রেণী | ক্রিয়েটিভ রাইটিং |
|---|---|
| লোকেশন | বারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |





Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক:
https://x.com/ronggin0/status/1903888684459737128?t=kWEiaXSOQngV0XzJkUtBVw&s=19
https://x.com/ronggin0/status/1903889631667736912?t=X_f2TGIu1NpmPAqkR3c-Mw&s=19
এটা খুবই শর্ট পোষ্ট হয়ে গেছে, আমার বাংলা ব্লগের ক্ষেত্রে এমন শর্টপোষ্ট সাপোর্টযোগ্য না।