বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আজকে তোমাদের সাথে একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আজকে যে ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করবো সেটির নাম হলো বাসর লতা ফুল। বাসর লতা ফুল মূলত তামাটে লাল ও বেগুনি কালারের হয়ে থাকে।এই ফুল গাছে প্রায় সারাবছরই ফুল পাওয়া যায়। এই ফুল গাছের অনেক ঔষধি গুনাগুনও রয়েছে। জ্বর,হাট ও ডায়াবেটিস রোগের চিকিৎসায় এর ব্যবহার রয়েছে। যাইহোক, আজকে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছি, আমার পুরনো কলেজ ক্যাম্পাসের একটি পুকুর ঘাট রয়েছে সেই ঘাটের পাশে থেকে। কিছুদিন আগে আমি আমার কিছু ব্যক্তিগত কাজে আমার পুরোনো কলেজে গেছিলাম। শুধু আমি না আমার বেশ কিছু বন্ধুরাও গেছিলো আমার সাথে।আমরা সবাই মিলে সেই ঘাটের পাশে গিয়ে বসি এবং বেশ অনেক টাইম ধরে আড্ডা দেই।আগে যখন ওই কলেজে পড়াশুনো করতাম তখন আমরা বন্ধুরা মিলে ওই জায়গায় বসেই আড্ডা দিতাম।তখন ও ওই ঘাটের পাশে থাকা বাসর লতা গাছে অনেক ফুল থাকতো।আর এবার যখন গেছিলাম গাছে খুব বেশি ফুল ছিল না। গাছে যা ফুল ছিল তারই কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। কিন্তু গাছে যখন একসাথে অনেক ফুল থাকে তা দেখতেও বেশ ভালো লাগে। যাইহোক আজকে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি গাছে যদিও খুব বেশি ফুল ছিল না এবং প্রচন্ড হাওয়া দিচ্ছিল যার জন্য ক্যামেরা ঠিক করে ফোকাস করানো হচ্ছিল না। তারপরও চেষ্টা করেছিলাম ফুলের ফটোগ্রাফি গুলো ভালো করে করার। ফটোগ্রাফি গুলো কেমন লাগলো তা অবশ্যই জানিও।





🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক:
https://x.com/ronggin0/status/1905866120642376115?t=OVfplei7SR4EHNCHnZN11g&s=19
https://x.com/ronggin0/status/1905865557527654603?t=M2gJLVDhRRSN6vZQiTMSow&s=19
https://x.com/ronggin0/status/1905867114109698094?t=E3DXRbrka2b9fXFaFDEIZw&s=19
https://x.com/ronggin0/status/1905867578314256548?t=YcnQy4bDy1bewA-qHMJdRg&s=19
এই ফুলগুলো আগে দেখা হয়নি। নামটাও খুব সুন্দর ফুলগুলোও খুব সুন্দর। চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো। নতুন কিছু দেখতে আসলেই ভালো লাগে। অনেক কিছু জানতে পারলাম ফুলটা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ক্যাম্পাসের পুকুর ঘাট থেকে ঔষধি গুণে ভরপুর বাসর লতা ফুলের ফটোগ্রাফি করেছেন যা ভীষণ চমৎকার সুন্দর। অপূর্ব সুন্দর দেখতে বাসর লতা ফুল।ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। ধাপে ধাপে বাসর লতার ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।