বিচিত্রা ফুলের ফটোগ্রাফি
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
|---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করবো। আজকে তোমাদের সাথে যে ফটোগ্রাফি মূলক পোস্টটি শেয়ার করবো সেটি হলো একটি ফুলের ফটোগ্রাফি। আজকের শেয়ার করা এই ফুলটির নাম হলো বিচিত্রা ফুল। সত্যি একটি বিচিত্র ফুল এটি। একই গাছে বেগুনি, গোলাপি ও সাদা এসব অসংখ্য কালারের ফুলে ডালপালা ভরা গাছটির। গাছের প্রত্যেকটি ডালে ডালে সবুজ পাতার মাঝে এই বিচিত্র ফুলগুলি যেন খেলা করছে। এই গাছের ফুল গুলো অনেক সুমিষ্ট সুগন্ধ যুক্ত হয়ে থাকে। সত্যি বড় বিচিত্রই ফুল এই জন্যই হয়তো এই ফুলের নাম রাখা হয়েছে বিচিত্রা। এই ফুলের বিশেষ আকর্ষণ হলো সময় সময়ে এই ফুল তার রং বদলায়। এই যে যেমন ফুল ফোটার সময় ফুলের রং হয়ে থাকে লালচে বেগুনি কালারের তারপর ধীরে ধীরে ফুলের রং বদলে গিয়ে হয়ে থাকে নীলচে বেগুনি রংয়ের এবং সর্বশেষ এই ফুলটি সাদা রং ধারণ করে। এই একটি ফুল মূলত ধাপে ধাপে এই তিনটি রং ধারণ করে। এই বিচিত্রা ফুল গাছ দুই থেকে আড়াই মিটার লম্বা হয়ে থাকে এবং গাছের ঝোপ দেড় মিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে।
এই গাছটিতে প্রায় সারা বছরই পাতা থাকে। আমি আমার বাড়ির পাশে একটি শপিংমলে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য গেছিলাম। তো সেই শপিংমলের পাশেই একটি জায়গায় এই ফুলের গাছটি ছিল। গাছটির ফুল গুলো থেকে খুব মিষ্টি একটা সুগন্ধ ছড়াচ্ছিলো। আর এই মিষ্টি সুগন্ধের জন্যই আমি গাছটির কাছে গিয়ে দেখি গাছটির ফুলগুলোর যেমন সুগন্ধ তেমনি বিভিন্ন রঙের এই ফুলের সমারোহ যে কেউ মুগ্ধ হয়ে যাবার মতন। গাছের ফুল গুলো বড় অদ্ভুত একটা কালার থেকে আরও পরপর দুটো কালার ধারণ করলেও কখন যে তার পরিবর্তন হচ্ছে সেটা বোঝা বড় মুশকিল। যাইহোক, ফুলটির সুগন্ধ ও সৌন্দর্য দুটোই আমাকে অনেক মুগ্ধ করেছিল। আর গাছটিতে অনেকগুলো ফুলও ধরেছিল। আমি সেই মুহূর্তে গাছটির কিছু ফটোগ্রাফি করে নেই। তবে অনেক হাওয়া দিচ্ছিল যার জন্য ফটোগুলো ফোকাস করে তুলতে পারিনি। তারপরও চেষ্টা করেছিলাম ফটোগ্রাফিটি ঠিকঠাকভাবে করার। ফটোগ্রাফি গুলো নিচে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |










Upvoted! Thank you for supporting witness @jswit.
খুব সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি শেয়ার করেছেন আপনি। বিচিত্রা ফুল আগে কখনো দেখা হয়নি। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি খুব সুন্দরভাবে ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালই লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে এই বিচিত্রা ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম৷ এখানে আপনি সুন্দর বর্ণনা ও শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে৷