বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে পাতাবাহার গাছের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আজকে আমি তোমাদের সাথে যে পাতাবাহার গাছের ফটোগ্রাফি শেয়ার করবো তা আমাদের ঘরবাড়ি, রাস্তাঘাট,স্কুল কলেজ, পার্ক সহ এসব বিভিন্ন জায়গার সৌন্দর্য বর্ধনের জন্য এইসব গাছ লাগানো হয়। পাতাবাহার গাছের মূল আকর্ষণ হল এর পাতা। একই পাতায় বিভিন্ন কালার ও নকশার মত দেখতে পাওয়া যায় যা দেখতে বেশ ভালো লাগে। এই পাতাবাহার গাছগুলো ছোট বড় বিভিন্ন রকমের হয়ে থাকে। পাতাবাহার গাছের পাতাগুলোও বিভিন্ন ধরনের হয়ে থাকে। ছোটবেলায় আমাদের বাড়ির উঠানেও এই একই জাতের পাতাবাহার গাছ ছিল। তবে আমাদের বাড়ির উঠোনে যে পাতাবাহার গাছটি ছিল। সেই গাছটি উচ্চতায় অনেক বড় ছিল এবং অনেক পুরনো একটি গাছ ছিল।আমার আজকের শেয়ার করা এই পাতাবাহার গাছটি খুব বেশি বড় ছিল না এবং এর পাতাগুলো ছিল বেশ বড় বড় ও চ্যাপ্টা ধরনের। আমার বাড়ির পাশে একটি বড় মাঠ আছে। আমি আমার একটি কাজে আমার এক বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম সেই মাঠে। সেখানে মাঠের পাশে আমি এই পাতাবাহার গাছটি দেখতে পাই। গাছটি খুব ছোট থাকায় দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। তাই আমি সেই সময় গাছটির বেশ কিছু ফটোগ্রাফি করে নেই। আর যা আমি আজকের এই ব্লগে তোমার সাথে শেয়ার করলাম। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই জানিও।





🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | ফটোগ্রাফি |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| ফটোগ্রাফার | @ronggin |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক:
https://x.com/ronggin0/status/1905501072170381575?t=9vxHun6gw4TMCRvXm24x5A&s=19
https://x.com/ronggin0/status/1905500775024898189?t=JoEofJJvqjsYBrpal3wJcA&s=19
https://x.com/ronggin0/status/1905502056992944293?t=rrXzqrbEIP79HE_tyfkbOw&s=19
https://x.com/ronggin0/status/1905502549852954815?t=3UMiaR7hNbJQdJ36hHjm2w&s=19
https://x.com/ronggin0/status/1905503048081838565?t=_ZjRT2HD96jyStqyY7tLXQ&s=19
এরকম পাতাবাহার গাছ গুলো দেখতে আসলেই খুব সুন্দর লাগে। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। এগুলো রোপন করলে সৌন্দর্য বৃদ্ধি পায়। ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।