সামনে পূজো তবে চিন্তায় আছি!
Camera: samsung galaxy m31s.
Place: Kolkata.
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে সামনে যে পূজো আসছে সেই রিলেটেড কিছু কথাই শেয়ার করবো। আসলে প্রত্যেক বছরই পূজোর সময় পরিবারের সবাইকে নিয়ে টুকটাক মজা করা হয় ঘুরাঘুরি করা হয় খাওয়া দাওয়া করা হয়। এসব মূলত প্রত্যেক বছরই চলে। তবে আমাদের এখানে পূজোর সব থেকে বিশেষ মজা হয় ঘোরাঘুরি করে। পরিবারের সবাইকে নিয়ে অনেক সময় বন্ধুদের সাথে আমরা বিভিন্ন পূজো প্যান্ডেল ঘুরে ঘুরে দেখি। আমাদের এই কলকাতার পূজোর এটাই সবথেকে বড় আকর্ষণ হয়ে থাকে। সব জায়গায় বিশাল বিশাল পূজো প্যান্ডেল করা হয়। আর যা এটা সারা পৃথিবীর মধ্যে বলা যায় সবথেকে বড় আকারের হয়ে থাকে। আমাদের এই কলকাতার দুর্গাপূজো বিশ্বসেরা এটা তো আমরা জানি। যাইহোক,এবার পূজোর সময় নাকি প্রচন্ড বৃষ্টি হবে। তাই নিয়েই আসলে চিন্তায় আছি। আসলে বৃষ্টি হলে এই বৃষ্টির মধ্যে পূজো প্যান্ডেল গুলো ঘুরে দেখা সম্ভব হবে না। তাছাড়া কোটি কোটি টাকা খরচ করে এই পূজো প্যান্ডেল গুলো যেহেতু আমাদের জন্যই তৈরি করা হয়েছে। আর সেই গুলো যদি আমরা দেখতে না পারি তাহলে সেগুলো করার মূল অর্থই ব্যাহত হবে। তাছাড়া প্রচন্ড বৃষ্টির মধ্যে এই সুন্দর সুন্দর প্যান্ডেল গুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই প্যান্ডেলের কাজ গুলো রঙ,মাটি এবং বিভিন্ন ধরনের জিনিস দিয়ে করা থাকে যা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। যাইহোক, এসব ভাবনা থেকেই আসলে চিন্তাটা হচ্ছিলো।আর যেহেতু পূজোর বেশি দিন বাকি নেই। তাই বসে বসে এই সবই ভাবছিলাম।