স্মৃতিচারণ: ফোন চুরি হয়ে যাওয়ার একটি ঘটনা।
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি স্মৃতিচারণ শেয়ার করবো। এই স্মৃতিচারণটি আসলে কত বছরেরই। তবে এটি কোন ভালো স্মৃতিচারণ বলা যায় না। কারণ এখানে আমার ফুল চুরির ঘটনা শেয়ার করবো। আসলে গত বছরই এই ঘটনাটি আমার সাথে ঘটেছিলো। আমি আসলে যাদবপুরে গেছিলাম আমার এক বন্ধুর সাথে দেখা করতে। সে যাদবপুর ইউনিভার্সিটিতেই পড়তো। যাইহোক, তার ক্যাম্পাস ঘুরে দেখার জন্য আমি সেই যাদবপুর স্টেশনে যাই। সেখান থেকে সে আমাকে নিয়ে যায় তার ইউনিভার্সিটিতে। সেদিন সারাদিন তার ইউনিভার্সিটিতে ঘুরে সন্ধ্যার দিকে যখন বাড়ি ফিরি তখন যাদবপুর স্টেশন থেকে ট্রেনে উঠার সময় হঠাৎ করে আমার পকেট মার হয়ে যায়। আর সেদিন আমি ট্রাউজার পড়ে গেছিলাম। এজন্য পকেট মার খুব সহজেই আমার ফোনটা চুরি করে নিয়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি প্রায় কয়েক মিনিট যাওয়ার পর ট্রেন যখন যাদবপুর থেকে ছেড়ে দিয়েছে। তখন হঠাৎ পকেটে হাত দিয়ে দেখি আমার ফোন নেই। এই অবস্থায় তো আমি অনেকটা ভেঙ্গে পড়ি। কারণ ফোন অনেক ইম্পরট্যান্ট একটা জিনিস। এখানে অনেক ইম্পর্টেন্স ডকুমেন্ট,ফটোস ফাইল ইত্যাদি থাকে। তাই হঠাৎ করে ফোন হারিয়ে ফেললে খুব বিপদের মধ্যে পড়তে হয়। যেমনটা গত বছর আমার সাথে হয়েছিল। এবার আবার সামনে পূজো আসছে। আর এই বিষয়ে আমি বেশ সচেতন আছি। যেহেতু পূজো আসছে আর গত বছর পূজোর আগে আগে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটেছিল। তাই হঠাৎ মনে পড়লো ওই ঘটনাটি আর যা তোমাদের সাথে শেয়ার করলাম।