সফল হতে হলে পরিশ্রমের কোন বিকল্প নেই।

in আমার বাংলা ব্লগ16 days ago

আসালামুআলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। তা হচ্ছে পরিশ্রম।


man-5557864_1280.jpg

Image by Phuong Nguyen from Pixabay


একটা বিষয় আমরা ছোটবেলা থেকেই জানি। বলা হয়, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। যে যত বেশি পরিশ্রম করবে সে তত সফল হবে। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে পরিশ্রম ছাড়া সফলতার চূড়ায় উঠেছে। কিংবা ন্যূনতম সফল হয়েছে। মোটকথা, সফল হতে হলে আপনাকে পরিশ্রম অবশ্যই করতে হবে।

আপনি পৃথিবীর যেকোন স্তরের মানুষই দেখুন না কেন, তারা তাদের নিজ নিজ স্থান থেকে পরিশ্রম করলে, নিজেদের অবস্থার উন্নতি করতে পারে, সফল হতে পারে। আর যদি তা না করে, তাহলে তারা ব্যর্থ হয় এবং ক্রমশ নিচের দিকে নেমে যায়। হোক তিনি ক্ষমতার সবচেয়ে শীর্ষ ব্যক্তি কিংবা সবচেয়ে অথর্ব বা অধম।

আমি একসময় আমেরিকার একটি শীর্ষ পরিবার ভান্ডারবিল্ট হাউজ সম্পর্কে পড়েছিলাম। ভান্ডারবিল্ট হাউজের প্রতিষ্ঠাতা কমরেড কর্নেলিয়াস ভান্ডারবিল্ট নিজের পরিশ্রম এবং বুদ্ধির কারণে আমেরিকার শীর্ষ একজন ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। তার ছেলে সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে হয়েছেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু তাদের মৃত্যুর পর, তাদের পরবর্তী প্রজন্ম আর পরিশ্রম করেনি। তারা উত্তরাধিকার সূত্রে বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছিলেন। তাদের কাছে মনে হয়েছিল তাদের পরিশ্রম না করলেও চলবে। কিন্তু ধীরে ধীরে তাদের অধঃপতন শুরু হয় এবং এখন তারা পরিণত হয়েছে হারিয়ে যাওয়া এক নামে। এখন আর ভান্ডারবিল্ট পরিবারকে আমেরিকার সেরা ধনীদের তালিকায় স্থান দেয়া হয়না।

আমি এমন এক ব্যক্তিকে চিনি যিনি তার বাবার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত একখন্ড জমি বিক্রি করে প্রবাসী হয়েছিলেন। বর্তমানে তিনি তার পরিশ্রমের কল্যাণে এত পরিমান জমিজামার মালিক হয়েছেন, যা তার এলাকায় তাকে অন্যরকম শীর্ষ ব্যক্তি হিসেবে পরিণত করেছে। এ সবকিছুই সম্ভব হয়েছে তার পরিশ্রমের কারণে।

আবার এমন কয়েকটি পরিবারকেও চিনি যারা পৈতৃক ওয়ারিশ সূত্রে বহু জমিজামার মালিক হয়েছিল। যার কারণে তারা তাদের পরিশ্রমের প্রয়োজন আছে বলে মনে করতেন না। ফলে যা হওয়ার তাই হল তারা নিজেদের সেই জমিগুলো বিক্রি করে দিন দিন এমন একটি অবস্থায় চলে গিয়েছেন যে, এখন তাদের পরবর্তী প্রজন্ম অন্যের অধীনে কোন রকমে কাজ করে বেঁচে আছে। এ সবকিছুই হয়েছে তাদের পরিশ্রম না করার মানসিকতার কারণে।

মোদ্দাকথা, জীবনে কিছু করতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হবে। পরিশ্রমের কোন বিকল্প নেই। কাজ যেমনই হোক, সেই কাজ যদি আমরা পরিশ্রম এবং ভালোবাসা নিয়ে করি তাহলে অবশ্যই সফলতা আসবে।


DALLE_2025-03-11_13.52.34_-_A_high-energy_eye-catching_promotional_banner_for_the_STEEM_DAO_Reserve_Fund_proposal._The_banner_features_a_glowing_Steemit_logo_with_bold_futuri.webp

নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Sort:  
 16 days ago 
az_recorder_20250316_004618.jpgaz_recorder_20250316_004538.jpgaz_recorder_20250315_233445.jpgaz_recorder_20250315_233406.jpg
Twitter PromotionCMC PromotionDEXScreen Vote#CoinGem# Vote
 15 days ago 

পরিশ্রম হচ্ছে সফলতার মূল চাবিকাঠি এবং মূল মন্ত্র। আর সফলতার কাছে পৌঁছানোর জন্য পরিশ্রম আমাদেরকে সব থেকে বেশি সাহায্য করে। পরিশ্রমের মাধ্যমেই আমরা সফলতা অর্জন করতে পারি। যে কখনো পরিশ্রম করে না সে কখনো সফলতা অর্জন করতে পারে না। যেকোনো কাজে আমরা পরিশ্রম এবং ভালোবাসা রাখলে অবশ্যই সেই কাজটা অনেক সুন্দর হবে।

 15 days ago 

ঠিক বলেছেন আপু। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 15 days ago 

ঠিক বলেছেন ভাইয়া পরিশ্রম সফলতার একমাত্র পথ।সফল হতে হলে পরিশ্রমের বিকল্প নেই।যে কাজেই করি না কেন আমরা সেখানে যদি শ্রেম দিতে না পারি তাহলে কখনোই সফলতা আসবে না।সুন্দর করে আমেরিকার শীর্ষ পরিবারের পতনের গল্প শেয়ার করেছেন যা বেশ ভালো লাগলো।পরিচিত ব্যাক্তির পরিশ্রমের সফলতার গল্প অসাধারণ। ধন্যবাদ সুন্দর বাস্তব কথা গুলো পোস্টের মাধ্যমে গল্পের মাধ্যমে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 14 days ago 

খুব ভালো বলেছেন। ধন্যবাদ দিদি, আপনার সুন্দর মন্তব্যের জন্য।