বন্ধুদের সাথে ইফতার

in Incredible India9 months ago

বন্ধুরা রমজান একদম শেষের দিকে আজকে চলছে ২৬ শে রমজান আর মাত্র তিনটি অথবা চারটি রোজা রয়েছে তাই আমাদের রহমতের মাস শেষ। দেখতে দেখতে একটি মাস কোন দিক দিয়ে অতিবাহিত করে ফেললাম বুঝতেই পারলাম না।। সৃষ্টিকর্তার কাছে নিয়ত করেছিলাম সবগুলো রোজা রাখব ইনশাআল্লাহ এখন পর্যন্ত সবগুলো রোজা রাখতে পেরেছি সেজন্য সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করি।।

IMG_20250327_170840.jpg

আর হ্যাঁ এই রমজান মাসে শেষের দিকে ইফতারের বেশ দাওয়াত থাকে।। গতকালকে বিকেলে একটা দাওয়াত ছিল এক বন্ধু ফোন করে বলতেছিল। সেখানে আলোচনা ও ইফতারের আয়োজন করা হয়েছে তাই আসরের নামাজ আদায় করে আমরা তিন বন্ধু সেখানে চলে যাই।। যদিও অনেক মানুষ এসেছিল সেই আয়োজনে, আর হ্যাঁ এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি ইফতারের আয়োজন করা হয়েছে।।

IMG_20250327_170905.jpg
IMG_20250327_170812.jpg

আর সেখানে যে আরো কয়েকটা বন্ধু দেখতে পাই আর সবাই এক জায়গায় বসে ধার্মিক কিছু আলোচনা শুনতে ছিলাম।। সবাই মিলে একত্রে বসে এভাবে ইসলামিক কথা শুনতে বেশ ভালই লাগে।।‌ বেশ কিছু সময় আলোচনা শোনার পর ইফতারের সময় হয়ে যায় ।। পরে দোয়া করার পর আমাদের সকলকে ইফতার দেওয়া হয়। আর ইফতারি হিসেবে সেখানে খিচুড়ি খেজুর ও সালাত আয়োজন করা হয়েছিল।।

IMG_20250327_172007.jpg

পরে আমরা ইফতার নিয়ে কিছু সময় বসে থাকতেই আযানের আওয়াজ শুনতে পাই আর সব বন্ধু একত্রিত বসে সুন্দরভাবে ইফতার খুলে ফেলি।। তারপর সেখান থেকে মসজিদে যেয়ে নামাজ আদায় করি। আমাদের একটা বড় ভাই এসেছিল বেশ দূরে থেকে পরে তার সাথে বসে আমরা গল্প করতে থাকি।।

আর সেখান থেকে আমরা একটা দোকানে যেয়ে চা খেতে খেতে অনেক সময় গল্প করতেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। আমরা একেকজন একেক জায়গায় পড়াশোনা করছি আর একেক জনের চিন্তাভাবনা একেক রকম।। এই রমজান মাসে শেষের দিকে বাইরে যারা থাকে সকলেই বাসায় আসে তাই তাদের সাথে দেখা হয়। আর এতদিন পর জায়গায় বসে গল্প করতে ধরলে যেন গল্প শেষই হয় না।।

আর হ্যাঁ একটা জিনিস খেয়াল করলে অনেক বেশি ভালো লাগে যে রমজান মাস আসলে মানুষের মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়।। কথা থেকে শুরু করে সব দিকেই যেন একজন মানুষ কিছুটা হল পরিবর্তন হয় সেটা দেখে সত্যি অনেক বেশি ভালো লাগে। ‌ ছোট বড় সকলেই যেন একটু নিজেকে অন্যভাবে পরিচালনা করে থাকে।। হয়তো এই জন্যই সৃষ্টিকর্তা এই মাসকে রহমতের মাস বলেছেন।।

যাই হোক পরে আমরা সেখানে দীর্ঘ সময় গল্প করি তারপরে সেখান থেকে বাসায় আসার জন্য রওনা দেই।। অনেকদিন পর এভাবে বসে ইফতার করলাম বেশ ভালো লাগলো।।

Sort:  
Loading...
 9 months ago 

বন্ধুদের সাথে ইফতার করার মুহূর্তটা অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন,, হয়তোবা এই ভাবে আপনারা আর দুই তিন দিন ইফতার করতে পারবেন,, আবারো একটি বছর পরে রমজান মাস আসবে তার মধ্য থেকে কে থাকবে কে থাকবে না কেউ জানে না,,তবে দোয়া করি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন এই প্রার্থনা রইলো সব সময়ই।

 9 months ago 

রমজান মাসের রহমতের মাস আর এই মাস আগামী বছর আসতে আসতে অনেকে পাবে আবার অনেকেই নয়।। বন্ধুদের সাথে এভাবে ইফতার করতে অনেক ভালো লাগে।।

 9 months ago 

আলহামদুলিল্লাহ অবশেষে সবাই মিলে ইফতারের আয়োজন করতে পেরেছেন এবং অনেক সুন্দরভাবে আপনারা অনুষ্ঠান করেছেন যেটা দেখে আসলে বেশ ভালই লাগছে আসলে অনেক বছরের পুরনো মানুষ সবার সাথে দেখা হয়নি নিশ্চয়ই অনেক বেশি আনন্দ পেয়েছেন অসংখ্য ধন্যবাদ বন্ধু এবং বড় ভাইদের সাথে কাটানো ইফতার মাহফিলের আয়োজন করা মুহূর্ত আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।