বন্ধুদের সাথে ইফতার করার মুহূর্তটা অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন,, হয়তোবা এই ভাবে আপনারা আর দুই তিন দিন ইফতার করতে পারবেন,, আবারো একটি বছর পরে রমজান মাস আসবে তার মধ্য থেকে কে থাকবে কে থাকবে না কেউ জানে না,,তবে দোয়া করি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন এই প্রার্থনা রইলো সব সময়ই।
রমজান মাসের রহমতের মাস আর এই মাস আগামী বছর আসতে আসতে অনেকে পাবে আবার অনেকেই নয়।। বন্ধুদের সাথে এভাবে ইফতার করতে অনেক ভালো লাগে।।